Midnapore News

Election Training: বিদ্যুৎ বিপর্যয়! মেদিনীপুর কলেজিয়েট স্কুলে নির্বাচনী প্রশিক্ষণ বন্ধ প্রায় দু’ঘণ্টা, কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে অনড় ভোটকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুন: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ভোট কর্মীদের প্রথম প্রশিক্ষণ ছিল আজ, রবিবার (১৮ জুন)। এদিকে, জেলা শহর মেদিনীপুরের কলেজিয়েট স্কুলে হঠাৎ করেই বিদ্যুৎ বিপর্যয়ের ফলে প্রশিক্ষণ আপাতত বন্ধ আছে দেড় ঘন্টার বেশি সময় ধরে। নির্ধারিত সকাল দশটার সময় প্রশিক্ষণ শুরু হওয়ার কথা থাকলেও, বেলা পৌনে বারোটা পর্যন্ত এই প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়নি ভোট কর্মীদের ট্রেনিং বা নির্বাচনী প্রশিক্ষণ। ৪০ ডিগ্রি সেলসিয়াসের তীব্র গরমে এক প্রকার নাজেহাল শিক্ষক, রাজ্য সরকারের কর্মচারী সহ সকল ভোটকর্মীরা। চূড়ান্ত অব্যবস্থায় বিরক্ত প্রশিক্ষকেরাও। তাঁরা কমিশনের এই চূড়ান্ত অবস্থার প্রতি রীতিমত ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের মতে বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা করা উচিত ছিল কমিশনের। জানা যায়, শর্ট সার্কিট থেকেই এই বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা! যদিও, বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, বেলা বারোটা নাগাদ শুরু হয় প্রশিক্ষণ।

তীব্র গরমে নাজেহাল ভোটকর্মীরা:

তবে, তীব্র গরম আর দাবদাহের মধ্যে ভোটকর্মীরা প্রায় দেড়-দু’ ঘন্টা বসে থাকার পর সই করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছে এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেছেন মেদিনীপুর সদরের মহকুমা শাসক তথা দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক কৌশিক চট্টোপাধ্যায়। তিনি বলেন, “সম্পূর্ণ অনভিপ্রেত ঘটনা। সবকিছু ঠিকঠাক ছিল, হঠাৎ করেই লাইনে একটি বড়সড় শর্ট সার্কিট হয়। বিদ্যুৎ কর্মীরা চেষ্টা করছেন। দ্রুত বিদ্যুতের লাইন ঠিক করে, প্রশিক্ষণ দেওয়া হবে।” ঘটনার কথা জেলাশাসককে জানানো হলে তিনিও দুঃখ প্রকাশ করেন। শহরের অন্যান্য প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে অবশ্য নির্দিষ্ট সময়ে প্রশিক্ষণ শুরু হয়েছে বলেই ভোটকর্মীরা জানান। কিন্তু, শুধু এদিনের প্রশিক্ষণ কেন্দ্রের এই বিদ্যুৎ গোলযোগ নয়; শহর তথা জেলা জুড়ে টানা লোডশেডিংয়ের বিরুদ্ধেও ভোটকর্মীরা এদিন ক্ষোভ প্রকাশ করেন।

অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর দাবিতে অনড় ভোট কর্মীরা। যেভাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে কমিশন সুপ্রিম কোর্টে গেছে তার বিরুদ্ধে এদিন ভোট কর্মীরা তীব্র ক্ষোভ উগরে দেন। মেদিনীপুর কলেজিয়েট স্কুলে প্রশিক্ষণ নিতে আসা ভোট কর্মীরা বলেন, “আমাদের কি কমিশন গরু ছাগল ভাবে? আমাদের জীবনের কোন দাম নেই? কেন্দ্রীয় বাহিনীর রায় চ্যালেঞ্জ করে, নির্লজ্জ কমিশন রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে সুপ্রিম কোর্টে গেছে কোন দায়বদ্ধতা থেকে? বোঝা যাচ্ছে, ভোট কর্মীদের জীবনের কোন দাম নেই এই নির্বাচন কমিশনের কাছে।” ভোটকর্মী প্রণীত কুমার দণ্ডপাট, মিঠুন ঘোষ, সৌমেন বিদ সহ সকলেই কেন্দ্রীয় বাহিনীর দাবিতে অনড় থেকে কমিশনের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন।

মহকুমা শাসকের উপস্থিতিতে চলছে বিদ্যুতের লাইন ঠিক করার কাজ:

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago