দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুন: নজিরবিহীন তৎপরতায় করমন্ডল দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর ও মেডিকেল কলেজ প্রশংসা কুড়িয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রায় ১ হাজারের বেশি আহত ট্রেন যাত্রীদের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন হাসপাতালে শনিবার (৩ জুন) দুপুর থেকে ধাপে ধাপে ভর্তি হয়েছিলেন ১৮৫ জন। আজ, শুক্রবার (৯ জুন) সকাল অবধি তাঁদের মধ্যে ১৫২ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মাত্র ১০ জনকে কলকাতায় স্থানান্তরিত করতে হয়েছিল সংকটজনক অবস্থার জন্য। বাকি ২৩ জন এই মুহূর্তে জেলার হাসপাতালগুলিতে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন এবং সবং গ্রামীণ হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন।

thebengalpost.net
আহতদের পাশে মেদনীপুরের ব্যবসায়ী সংগঠন:

উল্লেখ্য যে, মেডিকেল কলেজে ৯৪ জন ভর্তি ছিলেন। ৬৭ জন সুস্থ হয়েছেন এখান থেকে। মাত্র ৫ জনকে কলকাতায় স্থানান্তরিত করতে হয়েছে। শালবনী সুপার স্পেশালিটিতে ভর্তি হওয়া ২৪ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ঘাটাল সুপার স্পেশালিটি থেকে ১২ জন সুস্থ হয়েছেন, ১ জনকে রেফার করতে হয়েছে। খড়গপুর মহকুমা হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ১৫ জন। ২ জনকে কলকাতায় পাঠাতে হয়েছে। খড়্গপুর রেলওয়ে মেন হাসপাতাল থেকে ১৭ জন সুস্থ হয়েছেন। ১ জনকে স্থানান্তরিত করতে হয়েছিল। ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়াও, জেলার অন্যান্য গ্রামীণ হাসপাতালগুলি থেকে ৯ জন সুস্থ হয়েছেন এবং ১ জন চিকিৎসাধীন (সবং) আছেন। দাঁতন থেকে ১ জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছিল।

এদিকে, মেদিনীপুর শহরের বড় ব্যবসায়ী তথা সুপার ও ডিস্ট্রিবিউটারদের অন্যতম বৃহৎ সংগঠন মিডনাপুর টাউন ডিস্ট্রিবিউটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (Midnapore Town Distributors welfare Association) এর পক্ষ থেকে বৃহস্পতিবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ট্রেন যাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করা হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ফলমূল, কেক, বিস্কুট, ওআরএস, গ্লুকন-ডি প্রভৃতি। আহত ট্রেন যাত্রীদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন শহরের ব্যবসায়ীরা। যে কোন প্রয়োজনে তাঁদের সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।

thebengalpost.net
আহতদের মধ্যে প্রায় সকলেই সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে :