Movement

উজ্জ্বলা বধূরা ফিরলেন মাটির উনুনে, প্রধানমন্ত্রীর মুখে আলকাতরা! পশ্চিম মেদিনীপুরে নজিরবিহীন ‘প্রতিবাদে’ মোদীজী চালালেন গরুর গাড়ি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুলাই: পেট্রোপণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি! কেন্দ্রীয় সরকারের দেওয়া “উজ্জ্বলা” যোজনার গ্যাস কিনতে চোখে জল আসছে পরিবারের কর্তাদের। আর, গাড়ির জ্বালানি কিনতে গিয়ে জ্বলে যাচ্ছে সারা শরীর। হ্যাঁ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের দেশ ভারতবর্ষের এটাই এখন প্রকৃত পরিস্থিতি। তাই, লাগামছাড়া মূল্যবৃদ্ধি’র প্রতিবাদে দেশজুড়ে এবং এ রাজ্যেও ধারাবাহিকভাবে চলছে প্রতিবাদ। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশেও বিভিন্ন রাজনৈতিক দলের তরফে কেন্দ্রের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হচ্ছে। কোনও কোনও রাজনৈতিক দল আবার কেন্দ্র-রাজ্য উভয়ের বিরুদ্ধেই প্রতিবাদ জানাচ্ছে। তবে, মূল আক্রমণ টা কেন্দ্রের বিরুদ্ধেই। কারণ, পেট্রোপণ্যের উপর থেকে সর্বাধিক রাজস্ব আদায় করে কেন্দ্রই। রবিবার দুপুরে মোদী সরকারের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদে সামিল হলো খড়্গপুর শহরের সিপিআই জোনাল কমিটির ছাত্র-যুব ও শ্রমিকরা। জঙ্গলমহলের জেলাতেও একশো ছাড়িয়েছে (আজ ১০২) পেট্রোল। প্রতিবাদে পেট্রোল পাম্পের সামনে থাকা বড় বড় হোর্ডিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘হাসিমুখে’ আলকাতারা লেপে দিলেন বাম ছাত্র-যুব-শ্রমিকরা। শুধু তাই নয়, মুখে মোদীর মুখোশ আর গলায় জুতোর মালা পরে গুরুর গাড়ি চালানোর মতো “বেনজির” প্রতিবাদ কর্মসূচিও অনুষ্ঠিত হল এদিন।

মোদীজীর ছবি’তে আলকাতরা (খড়্গপুরে) :

বামেদের প্রতিবাদ খড়্গপুরে :

উল্লেখ্য, সব ধরনের জ্বালানি সহ পেট্রোলের উপর কেন্দ্র ও রাজ্য সরকারের সেস কমিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির নিয়ন্ত্রন সহ পূর্বের দামে প্রতিকার চেয়ে বিক্ষোভ হলো জেলার খড়্গপুর শহর, গোপালী বাজার, মেদিনীপুর শহর ও ঘাটাল শহরে। খড়্গপুর শহরে AITUC, AIYF, AISF এর পক্ষ থেকে পেট্রল পাম্পের সামনে থাকা মোদীজীর ছবি’তে আলকাতরা লেপে দেওয়া হয়। এরপর মোদীজী সেজে চালানো হয় গরুর গাড়ি। নেতৃত্বের বক্তব্য, মহামারি ও লকডাউনে রুটি রুজির সংকট। আর সেই সময়ই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে তফাত হচ্ছে। জ্বালানির দাম বৃদ্ধির কারণে, সবজি থেকে নিত্য সামগ্রির দাম বেড়েই চলছে। উজ্জ্বলা গ্যাস ছেড়ে গ্রামের বধূরা ফিরে যাচ্ছেন মাটির উনুনে! তাই এহেন নাটুকে প্রধানমন্ত্রীর মুখে কালি মাখিয়ে আর ওনাকে দিয়ে গরুর গাড়ি চালিয়ে প্রতিবাদ জানানো হল। মেদিনীপুর ও ঘাটালেও বামেদের তরফে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

গরুর গাড়ির চালক মোদীজী :

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

5 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

6 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago