Movement

Kurmi Movement: “এক বালতি জলের দাম ৩০ টাকা!” করুন পরিস্থিতিতে খড়্গপুরের জাতীয় সড়কে তিন দিন কেটে গেলো কয়েকশো ট্রাক চালকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৩ সেপ্টেম্বর: গত ২০ সেপ্টেম্বর, মঙ্গলবার, সকাল থেকে শুরু কুড়মিদের আন্দোলন। আর, ওই দিন থেকেই ৬ নং জাতীয় সড়কে আটকে আছে শয়ে শয়ে মালবাহী ট্রাক। চরম ভোগান্তির মধ্যে পড়েছেন ভিন রাজ্যের ট্রাক চালকরা। একদিকে, ৬ নং জাতীয় সড়কের উপর খড়্গপুর গ্রামীণের খেমাশুলি থেকে কলাইকুন্ডা পর্যন্ত কয়েকশো ট্রাক দাঁড়িয়ে; অপরপ্রান্তে চৌরঙ্গী থেকে প্রায় ডেবরা অবধি কয়েকশো ট্রাক দাঁড়িয়ে! চালক ও খালাসি মিলিয়ে প্রায় হাজারখানেক মানুষের গত তিন দিন কাটছে চরম অসহায়তার মধ্যে। ভিন রাজ্যের ট্রাক চালকের সংখ্যাই বেশি। বৃহস্পতিবার রাতে তাঁরা বললেন, না আছে খাওয়ার জল, না আছে স্নান বা শৌচকর্ম করার জল! প্রায় ৩-৪ কিলোমিটার দূর থেকে এক বালতি জল নিয়ে আসতে হচ্ছে ৩০-৪০ টাকা দিয়ে! খাবার অযোগ্য ভাত-রুটি কিনতে হচ্ছে ৬০-৭০ টাকা দিয়ে। বাধ্য হয়ে বৃহস্পতিবার থেকে কেউ কেউ স্টোভ জ্বালিয়ে রান্না শুরু করলেন ৩-৪ কিলোমিটার বা আরও দূর থেকে চড়া দামে জিনিসপত্র কিনে এনে। পথের ধারে বসেই রান্নার জোগাড়যন্ত্র করলেন ঠিকই, তবে জলের অবস্থা অত্যন্ত শোচনীয়! গত ৪৮ ঘন্টায় কারুর সাহায্য মেলেনি। বৃহস্পতিবার প্রশাসন ও বিভিন্ন সংস্থার তরফে সামান্য কিছু জলের পাউচ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। তবে, তাতে কি আর এই গরমে পিপাসা মেটে! এদিকে, তিনদিন ভালো করে স্নান, শোচকর্মও করতে পারেননি বিহার, উত্তর প্রদেশ থেকে আসা পাপ্পু যাদব, সতীশ কুমার, নভনীত কুমার-রা! তার উপর সঙ্গে থাকা টাকাকড়িও শেষের পথে!

শুধু ট্রাক নয়, রাস্তায় দাঁড়িয়ে দূরপাল্লার বাস-ও :

চরম দুঃশ্চিন্তা আর নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাঁদের। দুর্গা পুজোর আগেই এই মর্মান্তিক পরিস্থিতিতে পড়ে, অবরোধ তুলে নেওয়ার কাতর আবেদন জানাচ্ছেন আন্দোলনকারীদের কাছে! বিহারের বাসিন্দা সতীশ কুমার বললেন, “কবে বাড়ি ফিরতে পারব কে জানে! টাকাপয়সাও শেষ হয়ে গেছে। মালিক কাল টাকা পাঠালে ভালো, নাহলে না খেয়ে মরতে হবে। এমনিতেই, এক বালতি জল ৩০-৪০ টাকা দিয়ে নিয়ে আসতে হচ্ছে। ৩০ টাকার বোতলের জল নেওয়া হচ্ছে ৬০ টাকা!” অন্যদিকে, আন্দোলনকারী কুড়মি সমাজের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে স্পষ্ট বার্তা না আসা পর্যন্ত, এই আন্দোলন চলবে। রাজ্যের প্রতিনিধিদল আলোচনায় বসতে চাইলেও, তাঁরা যে নিজেদের দাবিতে অনড় তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। তাঁদের বক্তব্য, যতক্ষণ না কেন্দ্রীয় সরকারের কাছে মেমোরেণ্ডাম সহ সঠিক কমেন্ট ও জাস্টিফিকেশন পাঠানোর প্রতিলিপি দেখানো হবে, ততক্ষণ এই অবরোধ-আন্দোলন চলবে। তাই, মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া-র ব্যক্তিগত অনুরোধ-ও ফিরিয়ে দিয়েছেন রাজেশ মাহাত, অজিত মাহাত-রা! উল্লেখ্য যে, কুড়মিদের এস.টি বা তপশিলি উপজাতি ঘোষণা, কুড়মালি ভাষাকে অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করা এবং সারনা ধর্মের সরকারি কোড চালু করার দাবিতে গত ২১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশা-তে কুড়মি সমাজের পক্ষ থেকে এই ঐক্যবদ্ধ আন্দোলন চালানো হচ্ছে। কবে, কিভাবে উঠবে আন্দোলন? রফাসূত্র খুঁজছে সরকার!

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

3 weeks ago