Railway

Train Cancelled: খড়্গপুর ও আদ্রা ডিভিশনে আজ ৪৭টি ট্রেন বাতিল করল রেল, কুড়মি-আন্দোলনে ভোগান্তি শুরু দূরপাল্লার ট্রাক চালকদেরও

স্বর্ণদীপ বাগ, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ৫ এপ্রিল: ২০২২’র সেপ্টেম্বরের পুনরাবৃত্তি ২০২৩’র এপ্রিলে! এস টি (ST) তালিকাভুক্ত করার দাবিতে এবং সিআরআই (CRI/ Cultural Research Institute) রিপোর্টের জাস্টিফিকেশন কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর দাবিতে ফের রেল ও জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করল আদিবাসী কুড়মি সমাজ তথা আপামর কুড়মি সম্প্রদায়ের মানুষ। মঙ্গলবার (৪ এপ্রিল) থেকে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন তাঁরা। আজ, বুধবার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে রেলপথ অবরোধ কর্মসূচি। খড়্গপুর ডিভিশনের অন্তর্গত খড়্গপুর-টাটানগর লাইনের খেমাশুলিতে এবং আদ্রা ডিভিশনেল আদ্রা-চাণ্ডিল লাইনে কুস্তাউরে রেল অবরোধের ডাক দিয়েছেন তাঁরা। এই জোড়া অবরোধের জেরেই দক্ষিণ পূর্ব রেলের তরফে বুধবার ৪৭টি প্যাসেঞ্জার, এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৮-টি ট্রেনের।

দক্ষিণ পূর্ব রেলের বিজ্ঞপ্তি:

দক্ষিণ পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, বুধবার অর্থাৎ ৫ এপ্রিল খড়্গপুর-হাতিয়া-খড়্গপুর এক্সপ্রেস (১৮০৩৫/১৮০৩৬); আদ্রা-পুরুলিয়া-আদ্রা মেমু (০৮৬৪৯/০৮৬৫০); টাটানগর-খড়্গপুর-টাটানগর মেমু (০৮০৫৪/০৮০৫৫ এবং ০৮১৫৯/০৮১৬০); টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস; হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস; সাঁতরাগাছি-ঝাড়গ্রাম-সাঁতরাগাছি মেমু (০৮০৬৯,/০৮০৭০); আসানসোল-রাঁচি মেমু; খড়্গপুর-ঝাড়গ্রাম মেমু; হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস; পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু; ধানবাদ-ঝাড়গ্রাম মেমু সহ এই সমস্ত লাইনের ৪৭টি ট্রেন বাতিল করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। এছাড়াও, ৮টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত বা কাটছাঁট করা হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে হাওড়া-আদ্রা-চক্রধরপুর (১৮০১১/১৮০১২) এক্সপ্রেস। ওই ট্রেনটি আদ্রা পর্যন্ত গিয়ে যাত্রা শেষ করবে এবং আদ্রা থেকেই পরবর্তী যাত্রা শুরু করবে। সাঁতরাগাছি-পুরুলিয়া (১২৮৮৩) এক্সপ্রেস আদ্রা পর্যন্ত যাবে এবং পুরুলিয়া-হাওড়া (১২৮৮৪) এক্সপ্রেস আদ্রা থেকে যাত্রা শুরু করবে। ১২৮২৮ পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেসটিও পুরুলিয়ার পরিবর্তে আদ্রা থেকে ছাড়বে। কাঁটাবাঁজি-টিটাগড়-হাওড়া এক্সপ্রেসের যাত্রা টাটানগর পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়েছে। আসানসোল-টাটানগর-আসানসোল মেমু ট্রেনও আদ্রাতেই থামবে এবং আদ্রা থেকেই ছাড়বে বলে জানানো হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে।

বাতিল করা হয়েছে ৪৭টি ট্রেন:

এদিকে, মঙ্গলবার গরাম পূজার মধ্য দিয়ে, গরাম থানে শপথ নিয়ে দ্বিতীয় দফায় আন্দোলন শুরু করেন কুড়মিরা। মঙ্গলবার সকাল থেকেই খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় কুড়মি সংগঠনের তরফে। যার ফলে ৬ নম্বর জাতীয় সড়কে সমস্ত যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায়। খেমাশুলির একদিকে ঝাড়গ্রাম জেলার গুপ্তমনি, বালিভাষা, লোধাশুলি এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে লম্বা গাড়ির লাইন হয়। অপরদিকে, কলাইকুন্ডা থেকে খড়্গপুরের সাহাচক পর্যন্ত ৬ নম্বর জাতীয় সড়কেও লম্বা গাড়ির লাইন পড়ে যায়। এর ফলে, দূরপাল্লার বিভিন্ন গাড়ির চালক ও খালাসিরা সমস্যায় পড়েছেন। সেইসঙ্গে সমস্যায় পড়েন বিভিন্ন গাড়িতে থাকা সাধারণ মানুষজন। তবে, ভিন রাজ্য থেকে আসা ট্রাক চালক ও খালাসিদের যে পুনরায় ভোগান্তি শুরু হল তা বলাই বাহুল্য! যদিও, কুড়মি সংগঠনের দাবি, তাঁরা মাসখানেক আগে থেকেই সমস্ত কিছু ঘোষণা করে এই কর্মসূচি পালন করছেন। প্রশাসনের উচিৎ তাঁদের ৭০ বছরের পুরানো দাবি মেনে নেওয়া! অপরদিকে, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদরী জানান, দ্রুত সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদী।

যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৮টি ট্রেনের :

ট্রাক চালকদের ভোগান্তি শুরু:

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago