Paschim Medinipur News

Midnapore: ফিমেল ওয়ার্ডে ভর্তি নাবালিকা রোগীর শ্লীলতাহানি! শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক গ্রেফতার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুলাই: হাসপাতালের ফিমেল ওয়ার্ডে ভর্তি এক নাবালিকা রোগী সহ একাধিক রোগীর সঙ্গে অশ্লীল আচরণ করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিসিন বিভাগের এক চিকিৎসকের বিরুদ্ধে। ইতিমধ্যে, ওই নাবালিক রোগীর পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে সন্তোষ রায় নামে ওই চিকিৎসককে তাঁর তমলুকের বাড়ি থেকে গ্রেফতার করেছে শালবনী থানার পুলিশ। সোমবার দুপুরের ওই ঘটনায় মঙ্গলবার সকালে ওই চিকিৎসককে গ্রেফতার করে মেদিনীপুরে নিয়ে আসা হয়। এদিন দুপুর নাগাদ সন্তোষ রায় নামে ওই চিকিৎসককে মেদিনীপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনা ঘিরে নিন্দার ঝড় জেলা জুড়ে!

গ্রেফতার চিকিৎসক:

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকালে হাসপাতালের ফিমেল ওয়ার্ডে রাউন্ডে গিয়ে চিকিৎসক সন্তোষ রায় এক নাবালিকা রোগীর (১৬-১৭ বছরের) সঙ্গে অশ্লীল আচরণ বা শ্লীলতাহানি করেন। তারপর, ওই ওয়ার্ডে ভর্তি আরও ৪ জন রোগীর (বা, রোগিনীর) সঙ্গে তিনি অসংলগ্ন আচরণ করেন বলে অভিযোগ। এরপর, ওই চিকিৎসক চলে যাওয়ার পরই, ওই নাবালিকা তাঁর বাড়ির লোকেদের ডাকেন। একই সঙ্গে ওয়ার্ডের বাকি রোগীরাও প্রতিবাদে গর্জে ওঠেন। সোমবার বিকেল নাগাদ হাসপাতালে বিক্ষোভ দেখান রোগী এবং রোগীর পরিবারের সদস্যরা। ছুটে আসেন শালবনী থানার পুলিশ আধিকারিকরা। খবর দেওয়া হয় জেলা স্বাস্থ্য ভবনেও। ততক্ষণে অবশ্য বিপদ বুঝে শালবনী থেকে তমলুকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অভিযুক্ত চিকিৎসক। সন্ধ্যা নাগাদ হাসপাতালে পৌঁছয় জেলা স্বাস্থ্য দপ্তরের একটি দল। এদিকে, ওই নাবালিকার পরিবারের তরফে শালবনী থানায় শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে সোমবার গভীর রাতেই তমলুকের উদ্দেশ্যে রওনা দেন শালবনী থানার পুলিশ আধিকারিকরা। সোমবার সকালে চিকিৎসককে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসককে মেদিনীপুর আদালতে তোলা হয়। অভিযোগ প্রমাণিত হলে তাঁর রেজিস্ট্রেশন বাতিল হবে তথা চাকরি চলে যাবে বলে জানা গেছে। এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানান, “অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে আমরা বিভাগীয় তদন্ত শুরু করতে চলেছি। সেই রিপোর্ট পাঠানো হবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।” তিনিও জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে চিকিৎসকের চাকরি চলে যাবে। এদিকে, শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের একটি সূত্রে জানা গেছে, কোভিডের সময় থেকে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিসিন বিভাগের চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন অভিযুক্ত ওই চিকিৎসক (সন্তোষ রায়)। তবে, বিভিন্ন সময়েই তাঁর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠেছিল। মাস তিন-চারেক আগে মদ্যপ অবস্থায় ওয়ার্ডে আসার অভিযোগে এবং ধারাবাহিকভাবে কর্তব্যে অবহেলার অভিযোগে, শালবনী পঞ্চায়েত সমিতির তৎকালীন সভাপতি মিনু কোয়াড়ি বছর ৪৫’র ওই চিকিৎসককে চরম ভর্ৎসনা করেছিলেন। এদিনও তিনি মদ্যপ অবস্থায় ওয়ার্ডে এসেছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। (আপডেট: পুলিশের আবেদন মেনে ধৃত চিকিৎসকের ২ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন মেদিনীপুর আদালতের বিচারক।)

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago