কেশপুর থানা:
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ জানুয়ারি: সম্পর্কে কাকিমা। তাঁর সাথেই সম্পর্কের টানাপোড়েনে বিবাদ চরমে ওঠে শনিবার। এদিন বাড়ির অদূরে কৃষি জমিতে দু’জনের মধ্যে বচসা চলাকালীনই কাকিমার পেটে ভোজালির কোপ মারে ‘গুণধর’ ভাইপো (ভাসুরপো)। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বছর পঁচিশের কাকিমা পূজা বাগ। সেই অবস্থাতেই কাকিমাকে ফেলে রেখে পালিয়ে যায় বছর বাইশের ভাইপো (ভাসুরপো) বিদেশ বাগ। দূর থেকে পূজার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। যদিও শেষক্ষা হয়নি! শনিবার সকাল ১০টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের কলাগ্রাম গ্রাম পঞ্চায়েতের বসনচক এলাকায়। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কেশপুর থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছরখানেক হলো পূজার সাথে, সম্পর্কে ভাসুরপো (বা, ভাইপো) বিদেশের বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর, একাধিকবার মেটানোর চেষ্টাও করা হয়েছে বলে স্থানীয়দের দাবি। ইদানিং পূজা ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন বলেও পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়। আর সেই আক্রোশেই শনিবার সকালে পূজাকে কৃষিজমিতে একা পেয়ে বিদেশ এই ঘটনা ঘটায় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। পূজার পরিবারের তরফেও তেমনটাই অভিযোগ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রক্তাক্ত অবস্থায় পূজাকে প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হলে, রাস্তাতেই তাঁর মৃত্যু হয়। রবিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গেই তাঁর মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে বলেও জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। তিনি এও জানিয়েছেন, ‘বিদেশ বাগের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন পূজার বাবা। ঘটনার তদন্ত শুর করা হয়েছে।’ যদিও, ঘটনার পর থেকেই পলাতক বিদেশ। তার খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে কেশপুর থানার পুলিশ। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে বলে আশাবাদী তদন্তকারীরা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সুখদেব দোলই বলেন, ‘অত্যন্ত মর্মান্তিক ঘটনা! বিষয়টি ওঁরা (পরিবারের লোকজন) আপোষে মেটানোর চেষ্টা করেছেন অনেকবারই। শনিবার সকাল দশটা নাগাদ পূজা যখন জমি থেকে লঙ্কা তুলেছিলেন, তখনই বিদেশ এই ঘটনা ঘটায়। আমরা ওর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি পুলিশের কাছে।’
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…