Paschim Medinipur

Medinipur: রাস্তার কোনও ‘শ্রী’ নেই, পশ্চিম মেদিনীপুরের এই গ্রামে ঢোকেনা অ্যাম্বুলেন্স! মুমূর্ষুকে নিয়ে যেতে ভরসা বাঁশের মাচা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১ আগস্ট: না ‘রাস্তাশ্রী’, না ‘পথশ্রী’; পশ্চিম মেদিনীপুরের এই গ্রামের রাস্তায় কোনও ‘শ্রী’-ই। বরং, রাস্তার ‘হতশ্রী’ দশা নিয়ে ছি ছি করে ওঠেন গ্রামবাসীরা! আর, বর্ষা এলে তো কোনও কথাই নেই। জীবন দুর্বিসহ হয়ে ওঠে গ্রামবাসীদের। হাঁটু কাদা ভেঙে, নিত্য ঝুঁকি নিয়ে রাস্তার ওপর দিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসীকে। আর কেউ অসুস্থ হলে বা মুমূর্ষকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে ভরসা একমাত্র বাঁশের মাচা! মোটের উপর বর্ষার ক’মাস রীতিমত আতঙ্কে থাকেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ৭ নং গোবর্ধনপুর অঞ্চলের কুলতাপাড়া গ্রামের বাসিন্দারা।

হতশ্রী রাস্তা:

রোগীকে বাঁচাতে মাচাই ভরসা:

গ্রামের এক বাসিন্দা জানান, “আমাদের দাবি, অবিলম্বে এলাকায় পোক্ত বা কংক্রিটের রাস্তা করে দেওয়া হোক। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছি আমরা। বারবার প্রশাসনকে জানিয়েছি। রাস্তার শুরুর কয়েকশো ফুট মাত্র পাকা হয়েছে। দীর্ঘ ৩ কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল! বর্ষা পড়লেই ছাত্র-ছাত্রী সহ এলাকার সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। গ্রামের কেউ অসুস্থ হলে মুমূর্ষ রোগীকে বাঁশের তৈরি মাচাতে করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হয়।প্রাণ বাঁচাতে একমাত্র মাচাই ভরসা!” আরেক বাসিন্দা জানান, “আমরা বহু বছর ধরে এই রাস্তার সমস্যা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কিন্তু, কোনো স্থায়ী সমাধান হয়নি। বর্ষাকালে তো রাস্তা চলাচলেরই অযোগ্য হয়ে পড়ে। ছাত্র-ছাত্রীদের মধ্যে কেউ না কেউ, প্রায় প্রতিদিনই কাদার মধ্যে পড়ে যায়। সাইকেল, বাইক চালানো যায়না! আর যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তাহলে তাঁকে একমাত্র মাচায় করে নিয়ে যেতে হয়। অ্যাম্বুলেন্স তো দূরের কথা, কোনো গাড়িই এই রাস্তায় আসতে পারে না।” উল্লেখ্য যে, গ্রামের প্রায় ২৫০টি পরিবার এই রাস্তার উপর নির্ভরশীল। বর্ষাকালে তাদের জীবন ‘যুদ্ধে’ পরিণত হয়। তাঁরা দাবি করছেন, অবিলম্বে এই রাস্তাটি পথশ্রী বা রাস্তাশ্রী প্রকল্পের আওতায় এনে পাকা করার ব্যবস্থা করা হোক। এই বিষয়ে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, “রাস্তাশ্রী, পথশ্রী প্রকল্পে জেলাজুড়ে অসংখ্য রাস্তা হয়েছে। এখনও চলছে। এছাড়াও, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির তরফেও রাস্তা তৈরি হচ্ছে। তবে, একথা অনস্বীকার্য যে, এখনও গ্রামের ভেতরের অনেক রাস্তাই কাঁচা আছে। ধীরে ধীরে হবে।” পিংলা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জানান, ওই রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করা হবে।

ক্ষুব্ধ বাসিন্দারা:

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago