Paschim Medinipur

Medinipur: মেদিনীপুরের সেতুর নাম ‘ডিয়ার লটারি’! ১ম পুরস্কার মৃত্যু; ২য় শয্যাশায়ী আর ৩য় বহু অর্থ ব্যয়ে বেঁচে থাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ডিসেম্বর: সেতু না মৃত্যুফাঁদ, বোঝা মুশকিল। গ্রামবাসীদের মতে, ওই সেতু দিয়ে পারাপার করা মানে মৃত্যুর জন্য লটারি কাটা! ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন অসংখ্য মানুষ। ক্ষুব্ধ বাসিন্দারা তাই অভিনব প্রতিবাদ জানিয়ে সেতুর নাম রেখেছেন ‘রাজ্য সরকারের ডিয়ার লটারি’! তাঁদের সংযোজন, ১ম পুরস্কার- মৃত্যু। ২য় পুরস্কার- আজীবন শয্যাশায়ী। আর, ৩য় পুরস্কার বহু অর্থ ব্যয়ে বেঁচে থাকা! হাতে এমনই প্ল্যাকার্ড ধরে সোমবার এই অভিনব প্রতিবাদ জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার (চন্দ্রকোনা ২নং ব্লক) বান্দিপুর গ্ৰাম পঞ্চায়েত এবং মনোহরপুর গ্ৰাম পঞ্চায়েতের বাসিন্দারা। অভিযোগ, এই দুই গ্ৰাম পঞ্চায়েতের মধ্যবর্তী এলাকায় শীলাবতী নদীর উপর দীর্ঘ দিন যাবৎ রয়েছে কাঠের সেতু। সেই সেতু এখন বিভিন্ন জায়গায় ভেঙে, নড়বড়ে হয়ে গিয়েছে। বিপজ্জনক সেই সেতু দিয়েই আশপাশের প্রায় ৩০টি গ্ৰামের কয়েক হাজার মানুষকে রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়! স্থানীয় প্রশাসন, ব্লক প্রশাসন থেকে মহকুমা প্রশাসন, বারবার দরবার করেও কোন কাজ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের! আর সেজন্যই এ অভিনব প্রতিবাদ।

নড়বড়ে সেই সেতু:

সেতুর ভগ্নদশা:

এলাকার বাসিন্দাদের দাবি, ভাঙা-নড়বড়ে এই কাঠের সেতুটি চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের সঙ্গে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের সংযোগ করছে। বর্তমানে সেতুটি যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। পরিণত হয়েছে মৃত্যু-ফাঁদে! গ্ৰামবসীরা বলেন, কয়েক দিন আগেও এলাকার এক যুবক সেতু থেকে পড়ে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বর্তমানে ওই যুবক ওড়িশার কটকে চিকিৎসাধীন। সোমবার দুপুর থেকে সন্ধ্যা অবধি কংক্রিটের সেতুর দাবিতে গ্রামবাসীরা হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান। সেতুটিকে ‘রাজ্য সরকারের ডিয়ার লটারি’র সাথে তুলনা করে, প্রথম পুরস্কার ‘মৃত্যু’; দ্বিতীয় পুরস্কার ‘আজীবন শয্যাশায়ী’ এবং তৃতীয় পুরস্কার ‘বহু অর্থ ব্যয়ে বেঁচে থাকা’ বলেও কটাক্ষ করেছেন। পোস্টার হাতে গ্রামবাসীদের এমনই অভিনব প্রতিবাদ ঘিরে আলোড়ন পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে!

আবেদন:

গ্রামবাসীদের দাবিকে সমর্থন জানিয়ে মনোহরপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান তথা ব্লক তৃণমূলের নেতা রামচন্দ্র কোটাল বলেন, “আমি গ্রামবাসীদের দাবির সঙ্গে সহমত। এই সেতু সত্যি পারাপারের অযোগ্য। অনেকেই পড়ে গিয়ে জখম হয়েছেন। বিভিন্ন সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পঞ্চদশ অর্থ কমিশন থেকে এই সেতু সংস্কার করা সম্ভব হচ্ছে না। তাই কংক্রিটের সেতুর জন্য যাতে জেলা পরিষদ বা প্রশাসনের তরফে অর্থ বরাদ্দ করা হয় সেই বিষয়ে আবারও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হব।” বিজেপি-র স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সন্দীপ খাঁ বলেন, “যতদিন না কংক্রিটের সেতু তৈরি হচ্ছে, ততদিন এই সেতু খুলে ফেলা হোক। এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ পারাপার না করাই ভালো!”

ডিয়ার লটারি’র পুরস্কার:

ডিয়ার লটারির পুরস্কার:

News Desk

Recent Posts

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

1 day ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

3 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

3 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

4 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

1 week ago