Paschim Medinipur

Medinipur: মেদিনীপুরের সেতুর নাম ‘ডিয়ার লটারি’! ১ম পুরস্কার মৃত্যু; ২য় শয্যাশায়ী আর ৩য় বহু অর্থ ব্যয়ে বেঁচে থাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ডিসেম্বর: সেতু না মৃত্যুফাঁদ, বোঝা মুশকিল। গ্রামবাসীদের মতে, ওই সেতু দিয়ে পারাপার করা মানে মৃত্যুর জন্য লটারি কাটা! ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন অসংখ্য মানুষ। ক্ষুব্ধ বাসিন্দারা তাই অভিনব প্রতিবাদ জানিয়ে সেতুর নাম রেখেছেন ‘রাজ্য সরকারের ডিয়ার লটারি’! তাঁদের সংযোজন, ১ম পুরস্কার- মৃত্যু। ২য় পুরস্কার- আজীবন শয্যাশায়ী। আর, ৩য় পুরস্কার বহু অর্থ ব্যয়ে বেঁচে থাকা! হাতে এমনই প্ল্যাকার্ড ধরে সোমবার এই অভিনব প্রতিবাদ জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার (চন্দ্রকোনা ২নং ব্লক) বান্দিপুর গ্ৰাম পঞ্চায়েত এবং মনোহরপুর গ্ৰাম পঞ্চায়েতের বাসিন্দারা। অভিযোগ, এই দুই গ্ৰাম পঞ্চায়েতের মধ্যবর্তী এলাকায় শীলাবতী নদীর উপর দীর্ঘ দিন যাবৎ রয়েছে কাঠের সেতু। সেই সেতু এখন বিভিন্ন জায়গায় ভেঙে, নড়বড়ে হয়ে গিয়েছে। বিপজ্জনক সেই সেতু দিয়েই আশপাশের প্রায় ৩০টি গ্ৰামের কয়েক হাজার মানুষকে রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়! স্থানীয় প্রশাসন, ব্লক প্রশাসন থেকে মহকুমা প্রশাসন, বারবার দরবার করেও কোন কাজ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের! আর সেজন্যই এ অভিনব প্রতিবাদ।

নড়বড়ে সেই সেতু:

সেতুর ভগ্নদশা:

এলাকার বাসিন্দাদের দাবি, ভাঙা-নড়বড়ে এই কাঠের সেতুটি চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের সঙ্গে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের সংযোগ করছে। বর্তমানে সেতুটি যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। পরিণত হয়েছে মৃত্যু-ফাঁদে! গ্ৰামবসীরা বলেন, কয়েক দিন আগেও এলাকার এক যুবক সেতু থেকে পড়ে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বর্তমানে ওই যুবক ওড়িশার কটকে চিকিৎসাধীন। সোমবার দুপুর থেকে সন্ধ্যা অবধি কংক্রিটের সেতুর দাবিতে গ্রামবাসীরা হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান। সেতুটিকে ‘রাজ্য সরকারের ডিয়ার লটারি’র সাথে তুলনা করে, প্রথম পুরস্কার ‘মৃত্যু’; দ্বিতীয় পুরস্কার ‘আজীবন শয্যাশায়ী’ এবং তৃতীয় পুরস্কার ‘বহু অর্থ ব্যয়ে বেঁচে থাকা’ বলেও কটাক্ষ করেছেন। পোস্টার হাতে গ্রামবাসীদের এমনই অভিনব প্রতিবাদ ঘিরে আলোড়ন পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে!

আবেদন:

গ্রামবাসীদের দাবিকে সমর্থন জানিয়ে মনোহরপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান তথা ব্লক তৃণমূলের নেতা রামচন্দ্র কোটাল বলেন, “আমি গ্রামবাসীদের দাবির সঙ্গে সহমত। এই সেতু সত্যি পারাপারের অযোগ্য। অনেকেই পড়ে গিয়ে জখম হয়েছেন। বিভিন্ন সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পঞ্চদশ অর্থ কমিশন থেকে এই সেতু সংস্কার করা সম্ভব হচ্ছে না। তাই কংক্রিটের সেতুর জন্য যাতে জেলা পরিষদ বা প্রশাসনের তরফে অর্থ বরাদ্দ করা হয় সেই বিষয়ে আবারও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হব।” বিজেপি-র স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সন্দীপ খাঁ বলেন, “যতদিন না কংক্রিটের সেতু তৈরি হচ্ছে, ততদিন এই সেতু খুলে ফেলা হোক। এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ পারাপার না করাই ভালো!”

ডিয়ার লটারি’র পুরস্কার:

ডিয়ার লটারির পুরস্কার:

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

7 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

1 day ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

6 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

6 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago