Paschim Medinipur

Midnapore: প্রয়োজন নেই ‘সেল্ফ অ্যাপ্রেসাল’ রিপোর্টের, প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ-মামলায় নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুন: পশ্চিম মেদিনীপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জট কাটাল আদালত। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে শুনানি শেষে, মামলাকারীদের আপত্তিকেই মান্যতা দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। জানিয়ে দিলেন, আবেদনকারী শিক্ষক-শিক্ষিকাদের সেল্ফ অ্যাপ্রেসাল (স্ব-মূল্যায়ন) রিপোর্টের কোনও গুরুত্ব থাকবেনা নিয়োগ প্রক্রিয়ায়। ওই রিপোর্ট বা স্ব-মূল্যায়নের প্রয়োজন নেই। যদিও, গত ১৬-৩০ এপ্রিলের মধ্যেই যেহেতু সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকারা আবেদন জানিয়েছিলেন, সেক্ষেত্রে এই রিপোর্ট সহই তাঁরা আবেদন জানিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। তবে মঙ্গলবারের নির্দেশের পর সেই রিপোর্ট সম্পূর্ণ ‘গুরুত্বহীন’ বা ‘বাতিল’ হয়ে গেল বলেই আইনজীবীরা জানিয়েছেন। আইনজীবীদের মারফত আদালতের নির্দেশের বিষয়টি মৌখিকভাবে তাঁর কাছে পৌঁছেছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের (DPSC-র) চেয়ারম্যান অনিমেষ দে। তিনি এও জানিয়েছেন, “এমনিতেই মূল নিয়োগ প্রক্রিয়ায় এই সেল্ফ অ্যাপ্রেসাল রিপোর্টের বা এই ৩০ নম্বরের কোনও গুরুত্ব ছিলনা। তবে তাতেও অপত্তি জানিয়েছিলেন কিছু শিক্ষক। ৩০ নম্বরের ওই সেল্ফ অ্যাপ্রেসাল রিপোর্টটি তাই আদালতের নির্দেশে বাতিলের খাতায় চলে যাবে বলেই প্রাথমিকভাবে আইনজীবীদের মারফত শুনেছি। আদালতের নির্দেশের লিখিত প্রতিলিপি হাতে পেলে সবটা বুঝতে পারব।”

মামলার নিষ্পত্তি:

বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত, প্রায় ১৭ বছর পর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ (DPSC)। তবে, মামলার গেরোতে তা থমকেও গিয়েছিল। বিজ্ঞপ্তিতে উল্লিখিত, সেল্ফ অ্যাপ্রেসাল (Self Appraisal) রিপোর্ট বা স্ব-মূল্যায়নে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মিলন কুমার সিং সহ বেশ কয়েকজন শিক্ষক। গত ২২ মে বিচারপতি সৌগত ভট্টাচার্য এনিয়ে সব পক্ষের হলফনাফা চেয়েছিলেন। সেইসঙ্গেই পরবর্তী প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশও দিয়েছিলেন। অবশেষে জট কাটাল সেই আদালতই। মঙ্গলবার (২৪ জুন) কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলার চূড়ান্ত নিষ্পত্তি করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এই সেল্ফ অ্যাপ্রেসাল রিপোর্টের কোনও ভিত্তি নেই। নিয়োগকর্তা অর্থাৎ ডিপিএসসি-ও নিজেদের হলফনামায় তা স্বীকার করেছে। সেক্ষেত্রে আবেদনপত্রের সাথে শিক্ষক-শিক্ষিকাদের ৩০ নম্বরের যে ‘সেল্ফ অ্যাপ্রেসাল’ (স্ব-মূল্যায়ন) রিপোর্ট জমা করতে বলা হয়েছিল, তা পুরোপুরি বাতিল করে দেওয়া হল। তবে, NCTE-র নিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ার অন্যান্য যোগ্যতাবলী একই থাকবে। সেইসঙ্গে নিয়োগের প্যানেল তৈরিতে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাকেই যে সর্বাধিক গুরুত্ব দিতে হবে তাও জানিয়েছেন বিচারপতি। ডিপিএসসি-র চেয়ারম্যান অনিমেষ দে বলেন, “প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আমরা এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতাকেই সর্বাধিক গুরুত্ব দিয়েছি। আদালতও তেমনটাই জানিয়েছেন। ৩০ নম্বরের সেল্ফ অ্যাপ্রেসাল রিপোর্টটি মূল নিয়োগ প্রক্রিয়ায় অর্থাৎ প্যানেল তৈরিতে এমনিতেই কোন প্রভাব ফেলত না!” তিনি এও জানিয়েছেন, আদালতের নিষেধাজ্ঞা উঠে যাওয়াতে দ্রুত পরবর্তী প্রক্রিয়া শেষ করা হবে।

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

7 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

1 day ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

6 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

6 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago