Paschim Medinipur

Midnpaore: বিদ্যাসাগরের জন্মস্থানে ‘বিদ্যাসাগর মেলা’র উদ্বোধন! বীরসিংহের সৌন্দর্যায়নে মুগ্ধ কুনাল প্রশংসায় ভরালেন মুখ্যমন্ত্রীকে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি:”বীরসিংহকে সম্মান দিয়ে স্বীকৃতি দিয়ে সাজিয়ে তোলা, বিদ্যাসাগর মহাশয়ের স্মৃতি সহ সংগ্রহশালা তৈরি করা এবং গোটা বীরসিংহকে ঘিরে উন্নয়ন পর্ষদ গঠন করা; এই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমুল কংগ্রেস সরকার করেছে। আগে তো অনেক সরকার ছিল, করেনি কেন?একটা গেট, একটা ফলক কাজ শেষ? আগে যা দেখে গিয়েছিলাম, আর আজ যা দেখলাম আসমান জমিন ফারাক। বীরসিংহ-কে অবশ্যই এক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা উচিত।” মেদিনীমাতার ‘গর্ব’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহে, বিদ্যাসাগর মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসে আগের সরকারকে এভাবেই রবিবার কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘাটালে দলের নেতা কর্মীদের গোষ্ঠী বিবাদ ও দুর্নীতি ইস্যুতেও কড়া বার্তা দিয়ে যান তিনি। প্রসঙ্গত, রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বীরসিংহে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান, ভগবতী বিদ্যালয়ের মাঠে প্রতিবছরের মতো এবছরও বিদ্যাসাগর মেলার উদ্বোধন হয়। মেলার উদ্বোধন করেন মন্ত্রী শিউলী সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুনাল ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন, টেলি অভিনেত্রী দেবাদৃতা বসু, বিধায়ক মমতা ভূঁইয়া, কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র সহ একাধিক জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকরা।

উদ্বোধন:

উল্লেখ্য যে, ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে ৭ দিন ধরে। ৪ জানুয়ারি এই মেলা শুরু হওয়ার কথা থাকলেও, করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমণ ঊর্ধ্বমুখী হতে থাকায় সেসময় মেলা স্থগিত করা হয়েছিল। সংক্রমণ নিম্নমুখী হওয়ায় এবং রাজ্যসরকার মেলায় ছাড়পত্র দেওয়ায় এদিন মেলার উদ্বোধন হয়। পশ্চিমবঙ্গ ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায়, ঘাটাল মহকুমা প্রশাসন এই বিদ্যাসাগর মেলার আয়োজন করে থাকে। ৭ দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানান পসরা নিয়ে জমজমাট হয়ে উঠে এই মেলা। মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে, তাঁকে পুরভোটে প্রার্থী তালিকা নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রসঙ্গে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তা নিয়ে কোনও মন্তব্য করবেন না বলে জানিয়ে দেন। তিনি বলেন, “কেবলমাত্র ঘাটাল নিয়ে বেশকিছু বিষয় শীর্ষ নেতৃত্বের কানে গিয়েছে। ঘাটালের সভাপতি বা সংগঠনের যারা দায়িত্বে আছেন, তাঁরা কাজ করছেন এবং দলটাকে সুন্দর ভাবে সাজাচ্ছেন। যদি তার মধ্য থেকে কেউ কোনও ভাবে ব্যক্তিগত ভাবে কাউকে আক্রমণের চেষ্টা করেন, বা অন্তর্ঘাত বা তাঁকে ড্যামেজ করার চেষ্টা করে, দল কিন্তু পুরো নজর রাখছে। কোনও অবস্থাতেই দল সেগুলো বরদাস্ত করবেনা।”

মঞ্চে অতিথিরা :

এদিন, ঘাটালের রথীপুর বড়দা বাণীপিঠ উচ্চ বিদ্যালয়ে ১৫ লক্ষ টাকা ব্যায়ে MP LAD-এর অনুদানে তৈরি কম্পিউটার কক্ষেরও উদ্বোধন করেন কুণাল ঘোষ। মোট ১০ টি কম্পিউটার ও একটি প্রজেক্টর রয়েছে এই কম্পিউটার রুমে। ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হলেও এখনও পর্যন্ত স্কুলে ছিলনা কোনো উন্নত মানের কম্পিউটার প্রশিক্ষণ কক্ষ। ২০১৬-১৭ সালে স্কুলের তরফ থেকে কম্পিউটার রুমের জন্য আবেদন করা হলেও অবশেষে ২০২২ সালে তৈরি হয় কম্পিউটার প্রশিক্ষণ কক্ষটির। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে কুণাল ঘোষ স্কুলের প্রধান শিক্ষককে আবেদন করেন, প্রত্যহ ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখানোর জন্য উদ্যোগী করতে হবে এবং প্রত্যহ রুটিন মাফিক কম্পিউটার ক্লাসে ছাত্রছাত্রীদের নিয়ে যেতে হবে। নতুন কম্পিউটার কক্ষ পেয়ে খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকরাও।

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

1 day ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

4 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

5 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

6 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago