Politics

“রাজ্য নেতৃত্বের সই করা তালিকাও নির্ভুল নয়”! বিস্ফোরক অভিষেক, আশায় মেদিনীপুর-খড়্গপুরের অনেক প্রার্থীই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৭ ফেব্রুয়ারি: পৌরভোটের দুই ধরনের প্রার্থী তালিকা নিয়ে বহু জলঘোলা হয়েছে এবং হয়ে চলেছে। সব জল্পনার অবসান ঘটাতে এবার মাঠে নামতে চলেছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় একটি সর্বভারতীয় টিভি চ্যানেলের সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, “AITC (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের)’র ওয়েবসাইটে প্রকাশিত আর রাজ্য নেতৃত্বের সই করা তালিকার মধ্যে বিস্তর ফারাক নেই, খুব সামান্য ফারাক আছে। ৫-৭ শতাংশ। প্রায় ২২৭২-টি ওয়ার্ডের মধ্যে হয়তো ১০০-১২০ টি ওয়ার্ডের প্রার্থী নিয়ে সমস্যা আছে। তবে, রাজ্য নেতৃত্বের সই করা তালিকাও নির্ভুল নয়। এমন প্রার্থীর নাম আছে যাঁর মৃত্যু হয়েছে বা সংরক্ষণ মেনে হয়নি। খুব তাড়াতাড়ি এই সমস্ত সমস্যা মিটিয়ে ফেলা হবে। দ্রুত সমস্ত জল্পনার অবসান ঘটবে। আর, তা চূড়ান্ত করে জেলা সভাপতি এবং মিডিয়ার হাতে তুলে দেওয়া হবে।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), ফাইল ও প্রতীকী ছবি

এ প্রসঙ্গে তাই, দলের রাজ্য নেতারা যাই বলুন না কেন, ওই কাটাকুটি করা আর হোয়াটসঅ্যাপে ফরোয়ার্ড হওয়া ‘দ্বিতীয় তালিকা’ বা সংশোধিত তালিকা নিয়ে যে স্বয়ং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্তুষ্ট নন, তা পরিষ্কার করে দিলেন। একইসাথে, সমস্যা সমাধানে তিনি নিজে যে এবার মাঠে নামছেন, তাও বুঝিয়ে দিলেন। অন্যদিকে, এদিন ফের তিনি আই-প্যাক (I-PAC) এর হয়ে ব্যাট ধরে জানিয়েছেন, “আইপ্যাক তার নিজের কাজ খুব ভালোভাবে করছে। বিশ্বাসঘাতকদের চিনিয়ে দিয়েছে।” একইসঙ্গে তিনি পরোক্ষে এও বুঝিয়ে দিয়েছেন, পৌরসভার প্রার্থীদের প্রথম যে তালিকা ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল বা এখনও আপলোড করা আছে, তা আইপ্যাকের করা প্রায় নির্ভুল নেট প্র্যাকটিসেরই ফল! বরং, বিভিন্ন চাপে তড়িঘড়ি পরিবর্তন করা তালিকায় অনেক ভুল থেকে গেছে। তবে, সব সমস্যা দ্রুত মেটানোর বার্তা দিয়েছেন দলের ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর, এ নিয়েই এখন আশার আলো দেখছেন মেদিনীপুর, খড়্গপুর সহ বিভিন্ন পৌরসভার চূড়ান্ত তালিকা থেকে বাদ হয়ে যাওয়া প্রার্থীরা। বলাই বাহুল্য, তাঁদের মধ্যে সর্বাগ্রে আছেন, মেদিনীপুর পৌরসভার ২, ১৪, ১০ নং ওয়ার্ডের প্রার্থীরা!

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

3 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago