Paschim Medinipur

Reunion Festival: পশ্চিম মেদিনীপুরের স্কুলে আচার্য শিক্ষার্থী মিলন উৎসব! দেশ-বিদেশ থেকে যোগ দিলেন প্রাক্তনীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জানুয়ারি: কেউ শিক্ষক, কেউবা চিকিৎসক, ইঞ্জিনিয়ার কিংবা বহুজাতিক সংস্থায় কর্মরত। আবার কেউ নার্স কিংবা শিশু শিক্ষা কেন্দ্রের কর্মী। অনেকেই আবার কৃষিকাজে যুক্ত। কেউ থাকেন ভিন রাজ্যে, কেউ আবার বিদেশেও। তবে, তাঁরা প্রায় সকলেই অখন্ড মেদিনীপুরের ‘ভূমিপুত্র’ বা ‘ভূমিকন্যা’! সকলেই যোগ দিয়েছিলেন ‘মহামিলন-মেলায়’। ঐতিহ্য বজায় রেখে ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের অন্তর্গত অস্ত্রগুরু হেমচন্দ্র কানুনগো গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত শশিন্দা সাগর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে প্রাক্তনীদের উদ্যোগে গত ২৮ জানুয়ারি, রবিবার অনুষ্ঠিত হল ‘আচার্য শিক্ষার্থী মিলন উৎসব- ২০২৪’।

আচার্য শিক্ষার্থী মিলন উৎসব:

উল্লেখ্য যে, প্রাক্তনীদের উদ্যোগে এই পুনর্মিলন উৎসবের সূচনা হয়েছিল গত বছরই। এবারও, শিক্ষার্থীদের লেখায় সমৃদ্ধ স্মারক সংখ্যা ‘পিছুটান’ প্রকাশিত হয়। প্রাক্তন শিক্ষকদের মধ্যে অনেকেই বললেন, “দীর্ঘ সাঁইত্রিশ-আটত্রিশ বছর পর এই মিলন দৃশ্য সত্যিই ছিল অপূর্ব।” অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক সিতাংশু আচার্যের কাব্যগ্রন্থ ‘সন্ধ্যা প্রদীপ’ প্রকাশিত হয়। সমস্ত অবসরপ্রাপ্ত ও কর্মরত আচার্য মণ্ডলী ও প্রাক্তনীদের উপস্থিতির পাশাপাশি গান, আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে স্মৃতিচারণের এক সোনালী মুহূর্তের সাক্ষী থাকলেন সবাই।

পিছুটান প্রকাশিত:

দেশ-বিদেশে লব্ধ প্রতিষ্ঠিত বহু প্রাক্তনী মিলে প্রায় দুই শতাধিক প্রাক্তনী উপস্থিত ছিলেন এবার। অবসরপ্রাপ্ত শিক্ষকরা তাঁদের বক্তব্যে স্মৃতিচারণের পাশাপাশি বলেন, তাঁরা যেন বেঁচে থাকার নতুন রসদ পেলেন। প্রাক্তনীদের মধ্যে শিক্ষক অমিত কুমার সাহু ও প্রধান শিক্ষক ড. প্রসূন কুমার পড়িয়া জানান, অনুষ্ঠান থেকে একটি প্রাক্তনী কল্যাণ সমিতি গঠিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণে লাগানোর জন্য প্রাক্তনীরা তিনটি চারাগাছ তুলে দেন এবং ভবিষ্যতে তাঁরা বিভিন্ন সেবামূলক ও উন্নয়নমূলক কাজ করবেন বলে অঙ্গীকার করেন। উল্লেখ্য, প্রায় ৩৭-৩৮ বছর পর গত বছর (২০২৩) ২২ জানুয়ারি ১৯৮৫ ও ‘৮৬- এই দুটি সালের প্রাক্তনীরা এইধরনের একটি অনুষ্ঠানের সূচনা করেন, যা এবার অনেকটাই পূর্ণতা পেল বলে প্রাক্তনীদের মত।

প্রাক্তনীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান:

পিছুটান:

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

5 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago