Paschim Medinipur

Medinipur: বালিচক উড়ালপুলের কাজের জন্য ৯০ দিন বন্ধ রেলগেট! BDO-র দ্বারস্থ ব্যবসায়ীরা; বিকল্প রাস্তার ভাবনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচকে ওভারব্রিজ বা উড়ালপুলের কাজের জন্য ৯০ দিন রেলগেট বন্ধ থাকবে বলে গত ২৮ নভেম্বর নোটিশ করা হয়েছে পূর্ত দফতরের তরফে। তারপর থেকেই রেলগেট বন্ধ রেখে কাজ করা হচ্ছে। ফলে বাইক, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে কোনও যানবাহনই চলাচল করতে পারছে না। মুমূর্ষু রোগীকেও কোলে করে বা চ্যাংদোলা করে রাস্তা পারাপার করতে হচ্ছে পরিজনদের! তবে, এই পরিস্থিতির ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বালিচকের ব্যবসায়ীরা। এমনই দাবি করে এবং বিকল্প ব্যবস্থার আবেদন জানিয়ে সোমবার তাঁরা ডেবরার বিডিও’র কাছে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপি:

ব্যবসায়ীদের দাবি, বালিচকের অর্থনীতি মূলত ফুল, সবজি, মাছ এবং অন্যান্য পণ্য ব্যবসার ওপর নির্ভরশীল। রেলগেট বন্ধ থাকার কারণে সরবরাহ শৃঙ্খল ভেঙে গেছে। স্থানীয় ব্যবসায়ীরা যেমন সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছাতে পারছেন না, তেমনই পণ্য পরিবহনের খরচ বেড়ে যাচ্ছে। ফলস্বরূপ, ব্যবসায়ীদের আয়ের পরিমাণ কমছে এবং বহু ক্ষুদ্র ব্যবসায়ী অর্থনৈতিক সংকটে পড়েছেন। এই কাজের জন্য ৬ মাস আগে থেকেই বাস ও লরির মতো ভারী যান চলাচল বন্ধ করা হয়েছিল। এবার বাইক এবং সাইকেল চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা আরও জটিল হয়ে পড়েছে। বিশেষ করে জরুরি পরিষেবা, শিক্ষার্থীদের যাতায়াত এবং অফিসগামী মানুষের উপর এর মারাত্মক প্রভাব পড়েছে। সোমবার, মাতঙ্গিনী সমিতি ও বালিচক স্পোর্টস অ্যাসোসিয়েশন ডেবরা বিডিও’র কাছে ডেপুটেশন জমা দেয়। তাঁরা দাবি করেন যে, অন্তত বাইক এবং জরুরি পরিষেবা চালু রাখার ব্যবস্থা করতে হবে।

আবেদন:

তাঁদের মতে, উড়ালপুল নির্মাণ অবশ্যই স্থানীয় উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। তবে সেই কাজ চলাকালীন মানুষের দৈনন্দিন জীবন ও ব্যবসা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও প্রশাসনকে নজর দিতে হবে। দ্রুত বিকল্প রাস্তা বা সীমিত যান চলাচলের ব্যবস্থা করা অত্যন্ত প্রয়োজনীয়। এরপরই বিডিও-র তরফে আশ্বাস দেওয়া হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে একটি বিকল্প রাস্তা বের করার চেষ্টা করা হবে। যাতে, বাইক এবং সাইকেল অন্তত পারাপার করতে পারে! সেই সঙ্গে মুমূর্ষু রোগীদের জন্যও বিকল্প চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা।

ব্যবসায়ীদের ডেপুটেশন:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

5 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

1 day ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

6 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

6 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago