Paschim Medinipur

টর্নেডো বিধ্বস্ত খড়্গপুরের গ্রামে ত্রাণ তুলে দিলেন তৃণমূল জেলা সভাপতি, অনশনে পাশের দুটি গ্রাম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: কয়েক সেকেন্ডের মিনি টর্নেডো-তে বিধ্বস্ত হয়েছে খড়্গপুর গ্রামীণের কলাইকুন্ডা ৪ নং অঞ্চলের পূর্ব আম্মা গ্রাম। গ্রামের সমস্ত বাড়ি ভেঙে তছনছ হয়ে গেছে। জলমগ্ন ও টর্নেডো বিধ্বস্ত গ্রামে বিদ্যুৎ ও পানীয় জলের সঙ্কটও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে অসহায় গ্রামবাসীদের পাশে দাঁড়াতে সাতসকালেই গ্রামে পৌঁছে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা শাসকদলের জেলা চেয়ারম্যান দীনেন রায়। তার কিছুক্ষণ পরেই, সরকারিভাবে ত্রাণ পৌঁছনোরও আগে, ত্রিপল-পানীয় জল সহ ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ থামিয়ে দিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা। যে বিজেপি নেতাদের নেতৃত্বে চলছিল বিক্ষোভ, তাদের হাতেই সবার আগে ত্রাণ তুলে দিলেন সুজয়! এরপর অবশ্য দুপুর নাগাদ প্রশাসনের তরফেও গ্রামে ত্রাণ পৌঁছে দেওয়া সহ বিদ্যুৎ ও পানীয় জলের সংকট কাটানোর উদ্যোগ নেওয়া হয় আম্মা গ্রামে।

টর্নেডো বিধ্বস্ত গ্রামে সুজয় হাজরা :

ত্রাণ তুলে দেওয়া হল সকলের হাতে :

এদিকে, জলমগ্ন পাশের দুটি গ্রাম যথাক্রমে- রাধানগর ও শোভাপুর গ্রামে ত্রাণের দাবিতে চললো বিক্ষোভ। ত্রাণ সামগ্রী না পাওয়ায় বিক্ষোভ দেখিয়ে গ্রামবাসীরা অনশনে বসলেন খড়গপুর ১ নম্বর ব্লক অফিসে। বিজেপি’র নেতৃত্বে চলে অনশন। তাদের দাবি, বৃষ্টির জলে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িতে জল ঢুকে যাওয়ায় তাদের অন্য জায়গায় বসবাস করতে হচ্ছে। খাওয়া-দাওয়ার নেই কোন ঠিকানা। কিন্তু, তারা এখনো পর্যন্ত ত্রিপল থেকে শুরু করে ত্রাণসামগ্রী পাননি! তাই তাঁরা অনশনে করলেন। কলাইকুন্ডা চার নম্বর গ্রাম পঞ্চায়েতের শোভাপুর ও রাধানগর দুই জায়গায় বিজেপির পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ মাহাতো ও ঝর্না মাহাতো আজ এই অনশনে যোগদান করেন। তাঁদের অভিযোগ, তাঁরা বিজেপি করায় তৃণমূলের পক্ষ থেকে তাঁদের কোনো ত্রাণ সামগ্রী ও ত্রিপল দেওয়া হচ্ছেনা। সেই কারণে আজ এই বিক্ষোভ ও অনশন। এ নিয়ে শাসকদলের জেলা সভাপতি সুজয় হাজরা জানান, “অসহায় মানুষের পাশে প্রথমদিন থেকে আছি। সবং থেকে নারায়ণগড় সর্বত্র পৌঁছে যাচ্ছি আমরা। প্রশাসনের সাথে হাতে হাত মিলিয়ে যথাসাধ্য ত্রাণ বিতরণ করছি। কোন রং দেখা হচ্ছে না! বিজেপি-সিপিএম-তৃণমূল-কংগ্রেস সবাই বন্যা কবলিত, এটাই তাঁদের পরিচয়। আমরাও দলমত নির্বিশেষে ত্রাণ বিতরণ করছি। প্রশাসনের পক্ষ থেকেও করা হচ্ছে। বুধবার টর্নেডো বিধ্বস্ত পাশের গ্রামমটিকে নিয়ে সকলে ব্যস্ত থাকায়, হয়তো ত্রাণ পৌঁছনো সম্ভব হয়নি। আশ্বস্ত করছি ওই দুটি গ্রামেও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে।”

পাশের গ্রামবাসীদের বিক্ষোভ ও অনশন :

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

3 weeks ago