Paschim Medinipur

Indian Idol: পানওয়ালা থেকে গানওয়ালা! পশ্চিম মেদিনীপুরের শুভজিতের কন্ঠে মুগ্ধ ইন্ডিয়ান আইডলের মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর: তাঁর গানে মুগ্ধ শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), বিশাল দাদলানি (Vishal Dadlani) থেকে বাদশা (Badshah); ইন্ডিয়ান আইডল (Indian Idol)-র বিচারকমণ্ডলী। তাঁর জীবনযুদ্ধের কাহিনী শুনে কান্না ধরে রাখতে পারেন না ‘কোকিল কন্ঠী’ শ্রেয়া! তাঁকে পাকার বাড়ি ‘উপহার’ দিতে চান ‘ভারতীয় র‌্যাপার’ বাদশা (আদিত্য প্রতীক সিং)। এই মুহূর্তে দেশের তাবড় সংগীত দুনিয়া তাঁর গানের ভেলায় ভেসে বেড়াচ্ছেন। তিনি সর্বভারতীয় রিয়েলেটি শো ‘ইন্ডিয়ান আইডল’-র অন্যতম প্রতিদ্বন্দ্বী শুভজিৎ চক্রবর্তী (Subhajit Chakraborty)। এক সাধারণ ‘পানওয়ালা’ থেকে ‘গানওয়ালা’ হয়ে ওঠার পথে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের প্রত্যন্ত চাঙ্গুয়াল গ্রামের বাসিন্দা, বছর ২৫’র শুভজিৎ-কে অবশ্য কম লড়াই করতে হয়নি!

ইন্ডিয়ান আইডলের মঞ্চে শুভজিৎ চক্রবর্তী:

বিজ্ঞাপন (Advertisement):

খড়্গপুর গ্রামীণের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম শুভজিতের। তাঁর বাবা কৃষ্ণদাস চক্রবর্তী গানের শিক্ষক। গানের টিউশন করেই চলে সংসার। মা বন্দিতা চক্রবর্তী গৃহবধূ। একসময় তাঁরা (শুভজিতের বাবা ও মা) যাত্রাপালার সঙ্গেও যুক্ত ছিলেন। ছোট থেকেই অবশ্য গানের প্রতি আগ্রহ ছিল শুভজিতের। শৈশবেই স্টেজে উঠে গান করেছেন। গানের হাতেখড়ি হয় বাবার হাত ধরেই। বাবার কাছ থেকেই আধুনিক গানের পাশাপাশি লোকসঙ্গীতের তালিম নিতেন তিনি। পরবর্তী সময়ে সংসারে অভাব থাকলেও গানের প্রতি তাঁর ভালোবাসা অটুট থেকেছে। পরে কৃষ্ণদাস বাবু একটি বাউলের দল প্রতিষ্ঠা করেন। সেই দলেও গান গাইতেন শুভজিৎ। কিন্তু, করোনা পরিস্থিতির সময় সমস্যায় পড়ে গিয়েছিল গোটা পরিবার। গানের টিউশন বন্ধ হয়ে যাওয়ায় শুরু হয় আর্থিক সংকট!

ইন্ডিয়ান আইডলের মঞ্চে:

আবেদন:

এরপরই পানের দোকান খুলে ব্যবসা শুরু করে চক্রবর্তী পরিবার। সেই সময় দোকানেও বসতেন শুভজিৎ ও তাঁর মা। পানের দোকানে বসেই গলা ছেড়ে গান গাইতেন শুভজিৎ। প্রতিবেশীরাও দোকানে ভিড় জমাতেন গান শোনার জন্য। এতে বিক্রির পরিমাণও বাড়ত বলে দাবি পরিবারের সদস্যদের। বর্তমানে শুভজিতের গানের ফ্যান হয়ে গিয়েছেন শ্রেয়া ঘোষাল থেকে বাদশা। সর্বভারতীয় রিয়েলিটি শো’তে ‘প্রথম ১৫’ জনের মধ্যে তিনি আছেন। দেশজুড়ে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছে। এতেই চাঙ্গুয়ালের মাটির বাড়ি আজ আলোকিত হয়ে উঠেছে। খুশি গ্রামের বাসিন্দারাও। পানওয়ালা থেকে গানওয়ালা হয়ে ওঠা শুভজিৎ-কে নিয়েই এখন আলোচনা চলছে গ্রামের বাজারের চায়ের দোকান থেকে মিষ্টির দোকানে। গ্রামবাসীরা আশা করছেন, শ্রেষ্ঠত্বের শিরোপা নিয়েই বাড়ি ফিরবেন ‘গানওয়ালা’ শুভজিৎ!

শুভজিতের বাবা-মা:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

3 weeks ago