Paschim Medinipur

Midnapore: দূষণ ছড়ানো থেকে বৈধ কাগজপত্র না থাকা, মেদিনীপুরে ‘অভিযুক্ত’ কারখানার বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে প্রশাসন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ ডিসেম্বর: শাল-মহুয়ার দেশ ‘জঙ্গলমহল’ পশ্চিম মেদিনীপুরের শালবনী। সেই শালবনী ব্লকেই মারাত্মকভাবে দূষণ ছড়ানোর অভিযোগ এক কারখানার বিরুদ্ধে। মেদিনীপুর শহরের উপকন্ঠে ভাদুতলায় অবস্থিত সেই কারখানার নাম ‘জঙ্গলমহল এগ্রো অয়েল প্রাইভেট লিমিটেড’ হলেও, আদতে তা পরিবেশ ও মানুষের জন্য ‘বিপজ্জনক’ ছাই নিয়ে ছিনিমিনি খেলছে বলে অভিযোগ! শুধু তাই নয়, যে বনদপ্তরের কাজ পরিবেশের ভারসাম্য বজায় রাখা; গত ৩ বছর ধরে সেই বনদপ্তরের জমিও সম্পূর্ণ অবৈধভাবে দখল করে কারখানা কর্তৃপক্ষ দূষিত ছাই বা বর্জ্য ফেলে চলেছে বলে অভিযোগ। এছাড়াও, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা উপেক্ষা করা থেকে ‘বৈধ’ কাগজপত্র না থাকার অভিযোগও আছে জঙ্গলমহল এগ্রো অয়েল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে। এবার সেই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিতে চলেছে শালবনী ব্লক প্রশাসন তথা পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।

ছাইয়ের পাহাড়, সোমবার পরিদর্শন করেছেন PDO:

বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত উল্লেখ্য, সপ্তাহ খানেক আগেই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাগজপত্র সহ গ্রামবাসীরা অভিযোগ করেছিলেন, গত কয়েক বছর ধরে ‘সবুজ’ শাল-মহুয়ার জঙ্গল ঢেকেছে ছাইয়ের ধূসরতায়। প্রকৃতির মাঝে বসবাস করেও হাঁপানি, চর্মরোগ, অ্যাজমা ব শ্বাসকষ্টে ভুগছেন শালবনী ব্লকের ভাদুতলা সংলগ্ন ভাদুতলা, নিশ্চিন্তপুর, কুতুরিয়া, ধান্যশোল এলাকার বাসিন্দারা। চোখে-মুখে ছাই মেখে স্কুল-কলেজে যাচ্ছে ছাত্র-ছাত্রীরা। ঘরবাড়ি, আসবাবপত্র থেকে গাছপালা, চাষের জমিতে ছাইয়ের আস্তরণ! সবমিলিয়ে, শালবনীর ১০নং কর্ণগড় অঞ্চলের ভাদুতলা সংলগ্ন এই এলাকাগুলিতে জনজীবন এক প্রকার বিপর্যস্ত স্থানীয় জঙ্গলমহল এগ্রো অয়েল প্রাইভেট লিমিটেডের ‘অবৈধ’ কান্ড-কারখানার সৌজন্যে! সেই খবর বেঙ্গল পোস্ট সহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই নড়েচড়ে বসে শালবনী পঞ্চায়েত সমিতি, শালবনী ব্লক প্রশাসন এবং বনদপ্তর। মেদিনীপুর বনবিভাগের ভাদুতলা রেঞ্জ এবং শালবনী ব্লক প্রশাসনের তরফে নোটিশ জারি করা হয় ওই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। প্রশাসন সূত্রে মঙ্গলবার সন্ধ্যায় জানা গেছে, গত এক সপ্তাহ ধরে কোন বৈধ কাগজপত্র বা সঠিক জবাব দিতে পারেন নি জঙ্গলমহল এগ্রো অয়েল প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ।

আবেদন:

আর তাই জেলা প্রশাসনের নির্দেশে শালবনী ব্লক প্রশাসনের তরফে ওই কারখানার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ জানা গেছে প্রশাসনের একটি সূত্রে। এই বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় শালবনীর বিডিও রোমান মন্ডল জানিয়েছেন, “গ্রামবাসীদের অভিযোগ পাওয়ার পরই আমরা কর্তৃপক্ষকে সঠিক বা বৈধ কাগজপত্র নিয়ে উপস্থিত হতে বলেছিলাম। আজ, মঙ্গলবার পর্যন্ত তাঁরা উপস্থিত হননি। এমনকি সোমবার (৯ ডিসেম্বর) পাবলিক ডেভেলপমেন্ট অফিসার (POD)-কে ওই কারখানা পরিদর্শনে পাঠানো হলেও, কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি! তাই, BLRO-কে সঙ্গে নিয়ে বুধবার আমি পরিদর্শনে যাব। তারপরই জেলা প্রশাসনের হাতে সেই রিপোর্ট তুলে দেবো।” সূত্রের খবর, ওই এলাকায় দূষণ সৃষ্টিকারী এই কারখানার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। কারণ, এই ধরনের কারখানা চালানোর বৈধ কাগজপত্রই নাকি নেই কর্তৃপক্ষের কাছে! গ্রামবাসীদের তরফে, জীবনকৃষ্ণ মাহাত, সোমনাথ মাহাত, ধনঞ্জয় মাহাত প্রমুখ বলেন, “শুনেছিলাম আইসক্রিম কারখানা তৈরি করার কথা ছিল। তারপর দেখলাম, অন্য একটি কারখানার বর্জ্য এনে সেই বর্জ্য থেকে নিম্নমানের তেল তৈরি করছে এরা। আর ছাই ফেলছে বনদপ্তরের জায়গায়। সমস্ত নিয়মকানুন বা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা উপেক্ষা করে দূষণে ভরিয়ে তুলছে এলাকা।” শালবনী পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট ক্রীড়া সংগঠক সন্দীপ সিংহ বলেন, “আমাদের দাবি, প্রশাসন যথাযথ পদক্ষেপ করুক কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে।” কারখানার এক কর্মী জানিয়েছেন, “এই কারখানায় ইন্ডাস্ট্রিয়াল অয়েল তৈরি হয়। সেই সমস্ত কাগজপত্র আছে। আমরা বনদপ্তরের জায়গা থেকে ছাই সরিয়ে নেব।”

ছাইয়ের পাহাড়:

ছাই ঢাকা রাস্তা পেরিয়ে:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

5 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago