Paschim Medinipur

Waterspout: বর্ষার আকাশে হাতির শুঁড়ের মতো এ কোন ‘মেঘাসুর’? ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: বর্ষার আকাশে এক অদ্ভুত দৃশ্য! না রামধনুর মতো সুন্দর নয়, আবার টর্নেডোর মতো ভয়ঙ্করও নয়। দেখতে অনেকটা হাতির শুঁড় বা কালো ফানেলের মতো। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে সুবর্ণরেখা নদী অববাহিকায় হঠাৎই এর আগমন ঘটে। দাঁতন থানার অধীন বেলমুলা এলাকায় মাত্র কয়েক মিনিটের জন্য এই দৃশ্য দেখা যায় বলে ওই এলাকার বাসিন্দাদের দাবি। কেউ কেউ তা ক্যামেরাবন্দীও করে সমাজমাধ্যমে পোস্টও করেন। নিমেষের মধ্যেই তা ভাইরালও হয়ে যায়। তবে, বর্ষার মেঘলা আকাশের বুক চিরে ফুটে ওঠা ওই অদ্ভুত দৃশ্য ঘিরে নানা মতান্তর দেখা দিয়েছিল রবিবার থেকেই। ওই এলাকার বহু প্রবীণ ব্যক্তির মতে ওটা ছিল’ মেঘাসুর’। আবার, বেশিরভাগজনই একে ‘মিনি টর্নেডো’ বা ‘জল-টর্নেডো’ নাম দিয়েছিলেন। অনেকেই আবার, কারিকুরি করা বা এআই দিয়ে তৈরি ভিডিও বলে উড়িয়েও দিচ্ছিলেন একে! তবে, সোমবার এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ছাড়াও কথা বলা হয় ভূগোলবিদদের সাথে। মেলে এর সহজ-সরল ভৌগলিক ব্যাখ্যা। তাঁরা জানান, “বিষয়টি মোটেও আশ্চর্যের নয়। নদী বা সমুদ্রের উপর খুব অল্প সময়ের জন্য এমন মেঘাসুরের দেখা মিলতেই পারে। একে আসলে জলস্তম্ভ বা ওয়াটার স্পাউট (Waterspout) বলে।”

আকাশে জলস্তম্ভ:

বিজ্ঞাপন (Advertisement):

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিষয়ের বরিষ্ঠ অধ্যাপক প্রফেসর রামকৃষ্ণ মাইতি বলেন, “নদী বা সমুদ্রের উপর জলীয়বাষ্প পূর্ণ এই ঘূর্ণায়মান স্তম্ভ দেখা যায় অনেক সময়। একে জলস্তম্ভ বা ওয়াটার স্পাউট বলে।” তিনি এও জানান, এই জলস্তম্ভ বা ওয়াটার স্পাউট টর্নেডোর মতো ভয়ঙ্কর হয়না। বেলদা কলেজের ভূগোল বিষয়ের অধ্যাপিকা ড. লিপিকা মন্ডল বলেন, “এটা ঠিক এই জলস্তম্ভকে গ্রামবাংলায় অনেকে ‘মেঘাসুর’ বলে। আসলে এটি মেঘ বা জলীয়বাষ্প পূর্ণ জলস্তম্ভ বা ওয়াটার স্পাউট। টর্নেডোর সাথে এর মূল পার্থক্য হলো, টর্নেডো বাতাসে পরিপূর্ণ, আর জলস্তম্ভ জলে (বা, জলীয়বাষ্পে) পরিপূর্ণ। হঠাৎ করে উপক্রান্তীয় অঞ্চলে তীব্র গরমের সৃষ্টি হলে নদী বা সমুদ্র পৃষ্ঠের উপরে, আকাশ বরাবর এমন ফানেল বা স্তম্ভের সৃষ্টি হয়। কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যেই এই জলস্তম্ভ মিলিয়ে যায়।” তবে, বর্ষার তুলনায়, মূলত গ্রীষ্মের বিকেলেই এই জলস্তম্ভের দেখা মেলে বলেও ড. মন্ডল জানিয়েছেন।

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago