Police Administration

Kharagpur Robbery: জামা-প্যান্ট খুলে ধানের জমিতে লুকিয়েও লাভ হল না! খড়্গপুর-কাণ্ডে ড্রোন উড়িয়ে ঝাড়গ্রাম থেকে ৫ ডাকাতকে ধরল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ সেপ্টেম্বর:‘রেল শহর’ খড়্গপুরের গোলবাজারে নামি সোনা দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে ৫ আন্তঃরাজ্য দুষ্কৃতীকে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ও বেলিয়াবাড়ার মাঝামাঝি রন্টুয়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ঝাড়গ্রাম জেলা পুলিশের সহায়তায় রীতিমতো ড্রোন উড়িয়ে ওই ডাকাত দলটিকে পাকড়াও করতে সক্ষম হয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। ধৃত দুষ্কৃতীদের কাছ থেকে ৩টি পিস্তল ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে বলে সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ খড়্গপুরে জানান জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। ৫ দুষ্কৃতীই বিহারের বৈশালী জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। দুষ্কৃতীদের স্করপিও গাড়িটিও আটক করেছে পুলিশ। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বরও বিহারের।

ধৃত ১ জন:

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার বেলা ১১-টা – সাড়ে ১১-টা নাগাদ খড়্গপুরের গোলবাজারে অবস্থিত স্বনামধন্য স্বর্ণ ব্যবসায়ী আশিস কুমার দত্তের দোকানে হামলা চালিয়ে গয়না লুট করে ওই ডাকাতদল। মেদিনীপুর শহরের পাটনাবাজার এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব আশিষ কুমার দত্ত দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারঁ বুকে গুলি চালায় দুষ্কৃতীরা। অয়ন ভট্টাচার্য নামে (বছর ২৫’র যুবক) দোকানের এক কর্মচারীর হাতেও ছুরির কোপ বসায় দুষ্কৃতীরা। তারপরই, ওই ডাকাত দলটি খড়্গপুর শহর থেকে কলকাতা-মুম্বই ৬ নম্বর জাতীয় সড়ক ধরে লোধাশুলির দিকে রওনা দিয়েছিল। তাদের ধাওয়া করে খড়্গপুর টাউন থানার পুলিশ। খবর দেওয়া হয় ঝাড়গ্রাম জেলা পুলিশকেও। এদিকে, পুলিশ পিছু নিয়েছে দেখে ফেকো মোড়ের কাছে জাতীয় সড়ক থেকে বাঁদিকে ঢুকে পড়ে ডাকাত দলের গাড়ি। তার পর গোপীবল্লভপুর হয়ে উড়িষ্যা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। খবর পৌঁছয় ঝাড়গ্রাম পুলিশের কাছে। সেই মতো বেলিয়াবেড়া থানার রন্টুয়া এলাকায় ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) কল্যাণ সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) উত্তম ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড তৈরি করে তাদের অপেক্ষা করতে থাকে। একটি সাদা রঙের স্করপিও গাড়ি দেখেই সন্দেহ হয় তাঁদের। এত পুলিশ দেখে গাড়ি থেকে নেমে ৫ জন দৌড় শুরু করে! সঙ্গে সঙ্গে তাদের ধাওয়া করে পুলিশ। প্রথমে ২ জনকে গ্রেফতার করা হয়। বাকিরা জামা-প্যান্ট খুলে ধান জমিতে লুকিয়ে যায়। সাহায্য নেওয়া হয় ড্রোনের। শেষমেষ, রীতিমতো দক্ষিণী সিনেমার স্টাইলে বাকি ৩ জনকে ধান জমি থেকে পাকড়াও করে পুলিশ। বিকেল ৪টা-সাড়ে ৪টার মধ্যেই দুষ্কৃতীদের গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ধৃত অপর ১ ডাকাত:

এই পুরো অপারেশনটিতে নেতৃত্ব দেন ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) কল্যাণ সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) উত্তম ঘোষ। তবে, পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (খড়্গপুর) রানা মুখোপাধ্যায় ও এসডিপিও (খড়্গপুর) দীপক সরকারও পৌঁছে গিয়েছিলেন ঘটনাস্থলে। তাঁদের হাতে দুষ্কৃতীদের তুলে দেওয়া হয় ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফে। ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, “অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) কল্যাণ সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) উত্তম ঘোষের নেতৃত্বাধীন পুলিশ টিম ডাকাত দলের ৫ জনকে গ্রেফতারের করেছে।” তাঁদের জন্য ৬০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, “রীতিমতো পরিকল্পনা করে গত ২ দিন আগে থেকেই পরিত্যক্ত রেল কোয়ার্টারে এই দুষ্কৃতীরা আশ্রয় নিয়েছিল।” এও জানান, ধৃতদের আগামীকাল মেদিনীপুর আদালতে পেশ করা হবে। এই আন্তঃরাজ্য দুষ্কৃতী চক্রের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে।

আটক হওয়া গাড়িটি :

খড়্গপুরে সাংবাদিক বৈঠক জেলা পুলিশ সুপারের, সঙ্গে ধৃত দুষ্কৃতীরা:

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago