দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জানুয়ারি: আরও ১০৯ জন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসারের বদলির নির্দেশিকা জারি করা হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। তালিকায় আছেন পশ্চিম মেদিনীপুরের ৫ জন পুলিশ ইন্সপেক্টরও। নির্দেশিকা অনুযায়ী, মেদিনীপুর কোতোয়ালি থানার আইসি অমিত সিনহা মহাপাত্রকে বদলি করা হয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন রানীগঞ্জ থানায়। অন্যদিকে, দার্জিলিঙের সদর থানার আইসি শুভ্র সান্যালকে বদলি করা হয়েছে মেদিনীপুর কোতোয়ালি থানায়।


এছাড়াও, দাঁতন থানার আইসি তীর্থসারথি হালদারকে বদলি করা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ইন্সপেক্টর দেবাশিস সরকারকে দাঁতন থানার আইসি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ডিআইবি-র ইন্সপেক্টর শেখ আনিসুর রহমানকে বারাসাত পুলিশ জেলার অধীন আমডাঙা থানার আইসি করা হয়েছে। মেদিনীপুর সদরের কোর্ট ইন্সপেক্টর সৌহিক মজুমদারকে দার্জিলিঙের সদর থানার আইসি করা হয়েছে। মেদিনীপুর সদরের ট্রাফিক ইন্সপেক্টর সুদীপ সিং-কে মুর্শিদাবাদের বহরমপুর থানার আইসি করা হয়েছে।










