Police Administration

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই দুই কুখ্যাত দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। অবশেষে দুপুর নাগাদ এলো সাফল্য! কেশিয়াড়ি এলাকায় পুলিশের জালে মুম্বইয়ের দুই কুখ্যাত দুষ্কৃতী কাশেম সালিম ইরানি (২২) এবং আমজাদ সাপুর ইরানি (৪৫)। মঙ্গলবার বেলা ১টা নাগাদ কেশিয়াড়ি থানার খাজরা এলাকার একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রে ডাকাতির উদ্দেশ্যে তারা হানা দেয় বলে অভিযোগ। তবে, আগে থেকেই তৎপর ছিল জেলা পুলিশের এসওজি টিম এবং কেশিয়াড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পৌঁছনোর সাথে সাথেই বিশাল পুলিশ বাহিনী গিয়ে দু’জনকে পাকড়াও করেন ঘটনাস্থল থেকে।

ধৃত আমজাদ সাপুর ইরানি:

বিজ্ঞাপন (Advertisement):

দুই দুষ্কৃতীকেই গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার বিকেলে জানিয়েছন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। দুই কুখ্যাত দুষ্কৃতী আন্তঃরাজ্য ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে যুক্ত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। গত কয়েকমাসে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া (শ্যামপুর) সহ বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনাতে এই দুই কুখ্যাত দুষ্কৃতী যুক্ত বলেও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সেইসঙ্গেই সোমবার (২২ সেপ্টেম্বর) পূর্ব মেদিনীপুরের তমলুকের ভয়াবহ ডাকাতির ঘটনায় এই দুই দুষ্কৃতী যুক্ত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের একটি সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, মঙ্গলবার সাতসকালেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এসওজি টিম (স্পেশাল অপারেশনস গ্রুপ)-এর কাছে খবর এসে পৌঁছয় মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী বেলদা-কেশিয়াড়ি এলাকার বিভিন্ন ব্যাঙ্ক বা সোনার দোকানে ডাকাতির ছক কষছে! সেইমতোই ওই এলাকার সমস্ত ব্যাঙ্ক, সোনার দোকান সহ ব্যবসায়ীদের সতর্ক করে পুলিশ। তৎপর থাকে জেলার প্রতিটি থানা। এরপরই এসওজি টিম খবর পায়, কেশিয়াড়ি এলাকায় বেশ কয়েকটি ব্যাঙ্কের শাখায় রেইকি করছে ওই দুই দুষ্কৃতী। দুপুর নাগাদ খাজরা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে হিন্দি ভাষায় কথা বলে ওই দুই দুষ্কৃতী। অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা বলে তারা। সন্দেহ হয় গ্রাহক সেবা কেন্দ্রের পরিচালকের। দ্রুত তিনি স্থানীয় সিভিক ভলেন্টিয়ারকে খবর দিলেই, পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। একেবারে হাতেনাতে পাকড়াও করা হয় দু’জনকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত কাশেম সালিম ইরানি (২২) মহারাষ্ট্রের পুনে এলাকার বাসিন্দা এবং আমজাদ সাপুর ইরানি (৪৫) মহারাষ্ট্রের থানে এলাকার বাসিন্দা। তবে, দু’জনই বেশ কয়েকমাস ধরে ঝাড়গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত। সেখান থেকে বিভিন্ন জেলা ও পড়শি রাজ্যে ডাকাতি, ছিনতাই করে বেড়াত। ঝাড়গ্রাম, হাওড়া ও পূর্ব মেদিনীপুরের একাধিক ডাকাতির ঘটনায় ধৃতরা যুক্ত বলে মনে করছে পুলিশ। পুজোর মুখে বিভিন্ন ব্যাঙ্ক ও সোনার দোকানে ডাকাতির ছক ছিল বলেও প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “জেলা পুলিশের এসওজি টিম ও কেশিয়াড়ি থানার পুলিশের যৌথ অভিযানে দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে।” ধৃতদের বুধবার আদালতে পেশ করে হেফাজতে (পুলিশ হেফাজতে) নেওয়ার আবেদন জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। আন্তঃরাজ্য এই দুই দুষ্কৃতীর সাথে আরও কেউ যুক্ত আছে কিনা, তাদের সাথে কোনও আগ্নেয়াস্ত্র ছিল কিনা, তাদের অপরাধের জাল কতদূর অবধি বিস্তারিত এই সমস্ত বিষয়েই এখন তদন্ত শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।

ধৃত কাশেম সালিম ইরানি :

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

2 hours ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

6 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

6 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago

Midnapore: পুজোর আগেই UPI পরিষেবা চালু করলো মেদিনীপুরের এই সমবায় ব্যাঙ্ক, উপকৃত হবেন কয়েক লক্ষ গ্রাহক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: পুজোর আগেই সুখবর! মেদিনীপুরের বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায়…

2 weeks ago