Politics

BJP: দুই মেদিনীপুর জুড়ে বিদ্রোহ বিজেপিতে! পূর্বে গ্রুপ ছাড়লেন অশোক দিন্দা, পশ্চিমে মন্ডল সভাপতিরা অনুপস্থিত দলের বৈঠকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৫ এপ্রিল:বঙ্গ বিজেপিতে বিদ্রোহের আগুন! ‘আগুন’ প্রতিটি জেলাতেই। সেই আগুনের আঁচে জ্বলছে দুই মেদিনীপুর-ও। তবে তার ফলশ্রুতিতে সবথেকে চাঞ্চল্যকর খবর ‌হল, খোদ ময়নার (পূর্ব মেদিনীপুর) বিধায়ক অশোক দিন্দা এবার রাজ্যের বিজেপি বিধায়কদের নিয়ে তৈরি সাংগঠনিক গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলেন (Left the Whtsapp Group)! যে গ্রুপের অ্যাডমিন (Admin) স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তিনি আরও একাধিক গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছেন বলে জানা গেছে। এদিকে, অশোক দিন্দা’র গ্রুপ ছাড়া নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে! এমনকি, তাঁর তৃণমূলে যাওয়ার সম্ভবনা নিয়েও কানাঘুষো শুরু হয়ে গেছে। তবে, এনিয়ে অশোক দিন্দা যদিও জানিয়েছেন, “এটা ঠিক যে সাংগঠনিক কিছু গ্রুপ ছেড়েছি। তার কিছু কারণও আছে। সঠিক সময়ে সেই কারণ জানাবো। অনেক সময় কিছু বোঝানোর জন্য, কিছু করতে হয়।” বোঝা‌ গেল, অশোকের কোথাও ক্ষোভ আছে দলের প্রতি! সূত্রের খবর অনুযায়ী, সদ্য ঘোষিত মন্ডল সভাপতিদের তালিকায় নাকি তাঁর ঘনিষ্ঠ কাউকেই রাখা হয়নি! অন্যদিকে, জেলার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।‌ তবে, শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা’রা অবশ্য জানিয়েছেন, “জেলার অপ্রয়োজনীয় বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন দাদা। না বলেই, বিভিন্ন গ্রুপে তাঁকে অ্যাড করে দেওয়া হচ্ছে। তাই, সেই সমস্ত গ্রুপ থেকে বেরিয়েছেন তিনি। এনিয়ে বিতর্কের কিছু নেই।” তবে, এর নেপথ্যেও দলের প্রতি শুভেন্দুর কোন ক্ষোভ আছে কিনা, তা নিয়ে চলছে জোর জল্পনা!

অশোক দিন্দা (ফাইল ছবি):

অন্যদিকে, সদ্য মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করার পরই বিদ্রোহের আগুন পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপিতেও। জানা গেছে, রবিবার মণ্ডল সভাপতিদের নিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে বৈঠক করেছেন, তাতে মেদিনীপুর সাংগঠনিক জেলার মণ্ডল সভাপতিদের মধ্যে প্রায় ১৫-১৬ জনই (৩২ জনের মধ্যে) নাকি অনুপস্থিত ছিলেন! তবে, তুলনায় ভালো পরিস্থিতি ঘাটালের। মাত্র ১ জন অনুপস্থিত ছিলেন বৈঠকে। সেটাও আবার তাঁর মায়ের অসুস্থতার কারণে! বিষয়টিকে উপরে গুরুত্ব দিতে না চাইলেও, ভেতরে ভেতরে যে গোষ্ঠী কোন্দল বা বিদ্রোহ চরম জায়গায় পৌঁছেছে তা বেশ ভালোই উপলব্ধি করতে পারছেন রাজ্য ও জেলা নেতৃত্ব। তবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অবশ্য বক্তব্য, “আগামীদিনে বাংলায় ক্ষমতা দখল করবে বিজেপি। তাই, দলের ভেতরে নানা ক্ষোভ-অভিমান থাকবেই। এটা কোনো নতুন বিষয় নয়।” আর, এনিয়ে বিজেপি রাজ্য সভাপতি-র উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়ে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “ক্ষমতা দখল নয়, বাংলা থেকে মুছে যাওয়ার পথে বঙ্গ বিজেপি! আগেই তো আমরা বলেছি, এই সমস্ত সাম্প্রদায়িক দল বাংলায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেও পারবেনা!”

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

5 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

5 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

1 week ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

1 week ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago