Politics

দিলীপ-হিরণ ফাটল প্রকাশ্যে? মণ্ডল সভাপতির হাতে ‘আক্রান্ত’ হয়ে খড়্গপুরের বিজেপি নেত্রী আনলেন বিস্ফোরক অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর: তুষের আগুন যেন ধিক ধিক করে জ্বলছিলই! সম্প্রতি, বিভিন্ন কর্মসূচিকে ঘিরে খড়্গপুর সদরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় (হিরন) এর সঙ্গে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের অনুগামীদের গোপন-বিরোধ লক্ষ্য করা গেছে। এমনকি, খড়্গপুরের রেল পরিষেবা ও রেলের আধিকারিকদের নিয়ে বারবার ভিন্নমত প্রকাশ করেছেন হিরণ ও দিলীপ। সর্বোপরি, বিধানসভা নির্বাচনের ফলাফলের পর দু’জনকে একই কর্মসূচীতেও দেখা যায়নি! তবে, এ সবকিছুই চলছিল ‘পর্দার আড়ালে’! সেভাবে প্রকাশ্যে মুখ খোলেননি কোন পক্ষই। কিন্তু, বৃহস্পতিবার সন্ধ্যায় যা ঘটলো, তাতে ‘বিরোধ’ বা ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ এক্কেবারে প্রকাশ্যে চলে এলো। দলের মহিলা নেত্রী তৃষা চাকলাদার সরাসরি দলের উত্তর মন্ডল সভাপতি দীপসোনা ঘোষের বিরুদ্ধে শারীরিকভাবে হেনস্থা, আক্রমণ এবং কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ আনলেন! শুধু ক্যামেরার সামনে মুখ খোলাই নয়, খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগও দায়ের করলেন।

অভিযোগ জানানোর পর বিজেপি নেত্রী তৃষা চাকলাদার :

অভিযুক্ত দীপসোনা ঘোষ :

ঘটনার সূত্রপাত, বৃহস্পতিবার বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়ের একটি শীতবস্ত্র প্রদান কর্মসূচিকে ঘিরে। শহরের সুভাষপল্লী এলাকায় ওই কর্মসূচি সম্পন্ন করে সন্ধ্যার ঠিক মুখে ফিরে যান বিধায়ক হিরণ। আর, তাঁর চলে যাওয়ার ঠিক পরেই, তাঁর অনুগামী হিসেবে পরিচিত মহিলা নেত্রী তৃষা চাকলাদার ও একাধিক বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল উত্তর মন্ডল সভাপতি দীপসোনা ঘোষ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। তৃষা বললেন, “দীপসোনা ঘোষ, কুনাল সরকার, অঙ্কিত শর্মা প্রমুখরা আমাদের উপর হামলা চালিয়েছেন, বিধায়কের অনুষ্ঠানে গিয়েছিলাম বলে। শারীরিকভাবেও নিগ্রহ করা হয়েছে। এমনকি খুন করার চেষ্টাও হয়েছে। আমাদের দলীয় কার্যকর্তারা তা রুখে দিয়েছেন বলে বেঁচে ফিরলাম।” কিন্তু কেন? তৃষার মারাত্মক অভিযোগ, “এর আগে কু-প্রস্তাব দেওয়া হয়েছে। তাতে রাজি হইনি। একটা আক্রোশ ছিলই। আজ সকালেও ফোন করে হুমকি দেওয়া হয়েছিল, যাতে বিধায়কের অনুষ্ঠানে না যাই। গিয়েছিলাম বলেই আমাদের উপর আক্রমণ করা হয়েছে।” অভিযোগ অস্বীকার করে দীপসোনা ঘোষ বলেছেন, “অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওখানে একটা গন্ডগোল চলছিল। আমরা কয়েকজন গিয়ে তা মিটিয়ে দিয়েছি। বিধায়কের অনুষ্ঠানে যে কেউ যেতে পারে তা নিয়ে বলার কিছু নেই”। তবে, উপস্থিত থাকেন নি উত্তর মণ্ডল সভাপতি নিজেই! কেন? দীপসোনা বললেন, “ওটা দলীয় সংগঠনের তরফে আয়োজন করা হয়নি। আমরা খবর পাইনি।” আর, বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় বললেন, “এটা সমাজবিরোধীদের কাজ। দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে শুনেছি। আর, এইসব দুষ্কৃতীরা বিজেপির কর্মী হতেই পারে না। ভারতীয় জনতা পার্টির কর্মীরা, নরেন্দ্র মোদির সমর্থকরা এইসব কাজ করতেই পারে না! পুলিশকে অবিলম্বে বলবো এই সমাজ বিরোধীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে। খড়্গপুর থেকে সমাজবিরোধীদের বিতাড়িত করতে হবে। খড়গপুর শহর সাধারণ মানুষের জন্য, দুষ্কৃতীদের জন্য নয়”! বলার অপেক্ষা রাখে না, ঘটনাকে ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এক্কেবারে প্রকাশ্যে চলে এল! যদিও গোষ্ঠী দ্বন্দ্বের বিষয়টি উড়িয়ে দিয়ে বিজেপি’র জেলা সভাপতি সৌমেন তেওয়ারি জানিয়েছেন, “কি হয়েছে খোঁজ নিয়ে দেখব। আইন আইনের পথে চলবে”। তবে, তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা তাৎপর্যপূর্ণ মন্তব্য করে জানিয়েছেন, “ওদের ব্যক্তিগত দ্বন্দ্ব-বিভেদ নিয়ে বলার কিছু নেই! তবে, বিজেপিতে কোনো ভালো মানুষ থাকতে পারবেন না, হলফ করে বলতে পারি।”

বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় :

News Desk

Recent Posts

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

2 hours ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

4 days ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

5 days ago

Midnapore: “আপনাদের বেতনটা কত বেড়েছে…?”, নিজের গড়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষোভের মুখে মন্ত্রী শ্রীকান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…

7 days ago

Midnapore: এক লাখের লেনদেনে মিলবে ১০ হাজার টাকা! মামা-ভাগ্নের ফাঁদে পা দিয়ে ৪ লক্ষ টাকা ছিনতাই; কয়েক ঘন্টার মধ্যেই সাফল্য দাসপুর পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: ১ লাখ টাকার লেনদেন করলেই মিলবে অতিরিক্ত…

1 week ago

Medinipur: মন্দারমণি থেকে অপহৃত পরিচালক উদ্ধার খড়্গপুরে! ‘ধন্যবাদ’ জানালেন জেলা পুলিশকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: টাকা-পয়সার লেনদেন জনিত কারণেই বৃহস্পতিবার ভর সন্ধ্যায়…

1 week ago