Politics

“দলে এখনও কিছু দালাল রয়েছেন, তাঁরা উৎপাত করছেন, সবাইকে বাদ দেব”, বিস্ফোরক মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সমীরণ ঘোষ, ১ নভেম্বর: “অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন। কিছু জন গিয়েছেন, কিছু এখনও রয়েছেন। তাঁরা উৎপাত করছেন। সবাইকে বাদ দেব। এরা চায়না বিজেপি শক্তিশালী হোক।” রাজীব-বিদায়ের দিনই সমাজ মাধ্যমে এই বিস্ফোরক পোস্ট করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। উল্লেখ্য যে, বিভিন্ন কর্মসূচিতে এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরেই আছেন সাংসদ দিলীপ ঘোষ। রবিবার দিনভর খড়্গপুর ও মেদিনীপুরে কর্মসূচি ছিল তাঁর। সোমবারও তিনি মেদিনীপুর শহরে থাকবেন। সকাল ১১ টায় দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-কে সংবর্ধনা দেওয়া হবে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি’র তরফে। উল্লেখ্য যে, রবিবারই ত্রিপুরায় গিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “তিনি লজ্জিত ও অনুতপ্ত। নিজের ঘরে ফিরে তিনি তৃপ্ত!” এরপরই, রবিবার সন্ধ্যা নাগাদ দিলীপ ঘোষের এই ফেসবুক পোস্ট ঘিরে উত্তাল বঙ্গ রাজনীতি! তবে, “এখনও কিছু দালাল দলে রয়েছেন” বলতে তিনি কাদের ইঙ্গিত করেছেন, তা নিয়ে জলঘোলা শুরু হয়েছে! এই সুযোগে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ মন্তব্য করেছেন, “দিলীপ দা ইঙ্গিত শুভেন্দু অধিকারী’র দিকে!” এনিয়ে অবশ্য দিলীপ ঘোষ এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। সোমবার মেদিনীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনিয়ে তিনি কিছু বলেন কিনা, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল‌।

Dilip Ghosh এর ফেসবুক পোস্ট :

অন্যদিকে, খড়্গপুর শহরে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর প্রসঙ্গে দিলীপ মন্তব্য করেছেন, “যিনি পশ্চিমবঙ্গে নিজে জিততে পারেন না, গেছেন গোয়া জয় করতে! পাগলেও এই কথা বিশ্বাস করবে না। উনি গেছেন বেড়াতে! এখানে খুব মানসিক চাপে ছিলেন। সেজন্য কয়েক দিন ঘুরে আসুন গোয়ার ঠান্ডা হাওয়াতে, মনটা ভালো হবে! এখানকার বেকাররা চাকরি করছে ওখানে গিয়ে। ওনাকে নাকি ওখানকার লোকেরা বলেছে, ‘আমাদের বাড়ি বাংলায়, আমরা বাড়ি ফিরতে চাই’! তার ব্যবস্থা করতে পারছেন না উনি, ওদিকে মিথ্যে কথা বলছেন। লোকে হাসছে।” দিলীপ ঘোষ এও বলেন, “পশ্চিমবঙ্গে বছরে যা খুন হয়, তার অর্ধেকের বেশি হয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে! এই ধরনের হিংসার রাজনীতি গোয়ার লোক, ত্রিপুরার লোক চায়না।” খড়্গপুরে রবিবার বিকেলে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রসঙ্গে এমনই কটাক্ষ করন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এনিয়ে, রবিবার দুপুরেই অবশ্য উল্টো সুর শোনা গেছে রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া’র মুখে। তিনি জানিয়েছেন, “গোয়ার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে উচ্ছ্বসিত। গোয়ায় কংগ্রেসের জন্য বিজেপির হাত শক্ত হয়েছে। তাই, আপামর কংগ্রেসীরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইছেন।” অন্যদিকে, দিলীপের মন্তব্য নিয়ে মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বিজেপি! তাই ওনার মাথা খারাপ হয়ে গেছে। যদিও সবদিনই উনি উল্টোপাল্টা মন্তব্য করার জন্য বিখ্যাত!”

News Desk

Recent Posts

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

5 hours ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

6 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago