Politics

“খড়্গপুরের স্বঘোষিত বেটা ব্রিজের কাজ বন্ধ করে দিচ্ছেন!” অভিযোগ দিলীপের, “উনি আর ওনার পালিত পুত্র খড়্গপুরের জন্য কি করেছেন?” পাল্টা প্রদীপ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৪ সেপ্টেম্বর: ‘রেলনগরী’ খড়্গপুরের উন্নয়ন নিয়ে তীব্র বাদানুবাদে জড়ালেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং খড়্গপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা পৌরসভার চেয়ারপারসন প্রদীপ সরকার। একে অপরকে কড়া ভাষায় আক্রমণ করলেন মঙ্গলবার। এদিন সকালে খড়্গপুরের খরিদা বাজারে চায়ে চুমুক দিতে দিতে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ অভিযোগ করলেন, খড়্গপুর শহরে রেলের তরফে তিনটি ব্রিজ করা হচ্ছে। যা তিনি নিজে দেখভাল করছেন। তা সত্ত্বেও, কাটমানি আর সিন্ডিকেট চালানোর জন্য সেই কাজে বাধা দিচ্ছেন প্রদীপ সরকার। এমনই অভিযোগ এনে দিলীপ বললেন, “রেলের ব্রিজের কাজ আটকে দেওয়া হচ্ছে। উনি ঠিকাদারদের হুমকি দিচ্ছেন, ওনার কাছ থেকে বালি-পাথর নিতে হবে! নাহলেই কাজ আটকে দেওয়া হচ্ছে।” অভিযোগ অস্বীকার করে পৌরপ্রশাসক প্রদীপ বললেন, “উনি ভুলভাল বকছেন। যদি কাজ কেউ আটকে দিত, তাহলে এই পর্যন্ত কাজ হলো কি করে! নিজেদের আর রেলের ব্যর্থতা ঢাকার জন্য, অন্যের উপর দোষ চাপাচ্ছেন। খড়্গপুরের ডিআরএম কথা দিয়েছিলেন ব্রিজের কাজ পুজোর আগে হয়ে যাবে, তা হচ্ছে না বলেই দিলীপ ঘোষ উল্টোপাল্টা অভিযোগ করছেন। উনি তো তিন বছরের বিধায়ক ছিলেন আর তিন বছরের সাংসদ আছেন, খড়্গপুরের জন্য কি করেছেন? আর, যে রেলকে দেখিয়ে ওনার পালিত পুত্র হিরণ ভোটে জিতেছিলেন, সেই হিরণ-কে খড়্গপুর বাসী নিজেদের প্রয়োজনে খুঁজে পায়না!” এই উত্তপ্ত বাদানুবাদে, নিম্নচাপের মধ্যেও ফের একবার উত্তপ্ত হয়ে উঠলো খড়্গপুরের রাজনৈতিক পরিস্থিতি।

দিলীপ ঘোষ খড়্গপুরে :

প্রসঙ্গত, রেলশহর খড়্গপুরে সুভাষপল্লী থেকে বিগবাজার অবধি একটি ওভার ব্রিজের কাজ চলছে। এছাড়াও, খড়্গপুর টাউন থানা এলাকা থেকে রেল হাসপাতাল অবধি পৌঁছনোর জন্য একটি ব্রিজের কাজ চলছে। অন্যদিকে, বোগদা থেকে খড়্গপুর স্টেশনের প্ল্যাটফর্ম অবধি পৌঁছনোর জন্য একটি ফুট ওভারব্রিজের কাজও চলছে। কিন্তু, সেই কাজ দীর্ঘমেয়াদী হওয়া প্রসঙ্গেই এদিন বিতর্কিত মন্তব্য করেন দিলীপ। যদিও, এই কাজ বিলম্বিত হওয়ার জন্য রেল তথা খড়্গপুর শাখার ডি.আর.এম এর ঘাড়েই দোষ চাপান প্রদীপ। উল্টে তিনি বলেন, “দীলিপবাবু খড়্গপুরের জন্য কিছুই করেননি। আর, একটা বিধায়কের সার্টিফিকেট বা শংসাপত্রের জন্য তাঁর পালিত পুত্র-কে হন্যে হয়ে খুঁজছে হয় খড়্গপুর বাসীকে!” যদিও দিলীপ বলেন, “খড়্গপুর বাসী গুন্ডারাজ-মাফিয়ারাজ-সিন্ডি কেটরাজ থেকে বাঁচতেই এখানকার স্বঘোষিত বেটা-কে ভোটে হারিয়েছেন। আর, এখন পৌরসভার প্রশাসক হয়েও খড়্গপুরের বাবা-মায়েদের জন্য কিছুই করছেন না এই বেটা!”

প্রদীপ সরকার :

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

12 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago