Politics

Breaking News: ‘বাংলায় বিকল্প রাজনীতি’ চেয়ে পোস্টার পড়ল এবার পশ্চিম মেদিনীপুরেও; ছড়াল চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ জানুয়ারি: এবার পশ্চিম মেদিনীপুর জেলাতেও পড়ল ‘বাংলায় বিকল্প রাজনীতি’ চেয়ে পোস্টার! গত কয়েক দিন ধরেই যে পোস্টার ঘিরে উত্তাল হয়েছে কলকাতা থেকে কোচবিহার, সেই পোস্টারই এবার পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার ‘রেল শহর’ খড়্গপুরের গিরি ময়দান স্টেশন সংলগ্ন এলাকায়। মঙ্গলবার সকালে দেখা যায় স্টেশনের বাইরের দেওয়ালে পড়েছে ‘বাংলায় বিকল্প রাজনীতি’- লেখা পোস্টার। স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যা নিয়ে খড়গপুর শহর তথা জেলার রাজনৈতিক মহলে নানা বিতর্কও তৈরী হয়েছে।

বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার:

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে কলকাতার প্রদেশ কংগ্রেস সদর দপ্তরের বাইরেও এই ‘তেরঙ্গা’ রঙের পোস্টার পড়েছিল। শুধু তাই নয়, শ্যামবাজার, গড়িয়াহাট, পার্ক সার্কাস থেকে শুরু করে জেলায় জেলায় পড়েছে এই পোস্টার। তবে, কে বা কারা এই পোস্টার দিয়েছে বা দিচ্ছে, তা এখনও স্পষ্ট নয়! অনেকেই অবশ্য তরুণ কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী-র দিকে আঙুল তুলেছেন। কারণ, কট্টর মমতা-বিরোধী এই নেতা বাংলা থেকে তৃণমূল-কে সরানোর জন্য ‘বিকল্প-রাজনীতি’র কথা বলেছিলেন। তাঁর অনুগামীরাই এই পোস্টার দিয়েছেন কিনা, তা নিয়ে জল্পনা ছড়াচ্ছে। যদিও, এই বিষয়ে তাঁর বা তাঁর অনুগামীদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, খড়্গপুর শহরে এই পোস্টার পড়ার পর, প্রতিক্রিয়া চাওয়া হলে জেলা কংগ্রেস সভাপতি সমীর রায় বলেন, “এই পোস্টারের সঙ্গে কংগ্রেসের কোন সম্পর্ক নেই। কৌস্তভ বাগচী-ও কংগ্রেসেই আছেন, তাই বিকল্প রাজনীতির কথা তিনি বলতে যাবেন কেন! বরং আপনারা ভালো করে খোঁজ নিন, এটা তৃণমূলেরই একাংশ করতে পারে। শুনছি নাকি তাঁদের দলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প খোঁজা হচ্ছে।”

অন্যদিকে, জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন, “কি পোস্টারের কথা বলছেন, এখনও কিছুই জানিনা। খোঁজ নিয়ে দেখব। তবে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তাঁর কোন বিকল্প হয় না। বঙ্গবাসী তাঁর বিকল্প কোনদিন চাইবেন বলেও মনে হয় না। তাঁর বিকল্প কোনোদিন প্রয়োজন হলে, তিনিও তৃণমূল থেকেই উঠে আসবেন। সেক্ষেত্রে আমাদের দলে তাঁর সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। এসব পোস্টার রাজনীতি বিজেপি বা সিপিএম-কংগ্রেসের তরফে করা হতে পারে! তৃণমূলের এসবের প্রয়োজন নেই।” বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাসও বলেন, “কি পোস্টারের কথা বলছেন, খোঁজ নিয়ে দেখব। তবে, বিজেপির এতে কোন আগ্রহ নেই। সারা দেশ তথা বিশ্ব এখন জেনে গেছে মোদীজির কোন বিকল্প নেই ভারতে। তাঁর নেতৃত্বে বাংলা দখলও শুধু সময়ের অপেক্ষা! কাজেই এসব বিকল্প রাজনীতির পোস্টার নিয়ে বিজেপির কোনো আগ্রহ নেই।” খড়্গপুরের ‘আমরা বামপন্থী’ দলের সম্পাদক অনিল দাস বলেন, “বামপন্থীরাই একমাত্র বিকল্প। বাংলায় বাম-কংগ্রেসের ভোট ভাঙার জন্য বিজেপি বা তৃণমূলের তরফে এসব চক্রান্ত হতে পারে!”

গিরি ময়দান স্টেশনের বাইরে পড়ল পোস্টার:

News Desk

Recent Posts

Recruitment Scam: ‘একযাত্রায় পৃথক ফল! আমাদের কি পরিবার নেই?’, প্রাথমিকের রায়ের পরই গর্জে উঠলেন SSC-র ‘যোগ্য’ শিক্ষকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ডিসেম্বর: ৩ এপ্রিলের পর ৩ ডিসেম্বর। এ রাজ্যের…

15 hours ago

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

7 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

1 week ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

1 week ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

2 weeks ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago