Midnapore

Midnapore: ডাক থাকলেও বক্সীর কাছে যাননি, মেদিনীপুর পৌরসভার ৯ জন কাউন্সিলরকে নিয়ে মহকুমাশাসকের কাছে বিশ্বনাথ! জল্পনা ‘অনাস্থা’ নিয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করে গত সপ্তাহেই (২৭ ডিসেম্বর) মেদিনীপুর পৌরসভার সামনে অবস্থান-বিক্ষোভে বসেছিলেন দলেরই শহর সভাপতি তথা ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব সহ ১০ জন। দাবি তুলেছিলেন সৌমেন খানের পদত্যাগের! এরপরই, আসরে নেমেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। মঙ্গলবার অর্থাৎ ২ জানুয়ারি কলকাতায় ডেকে পাঠিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর শহর সভাপতি তথা ‘বিদ্রোহী’ কাউন্সিলরদের নেতা বিশ্বনাথ পাণ্ডব-কে। যদিও, বক্সীর ডাকে সাড়া দিয়ে গতকাল কলকাতা যাননি বিশ্বনাথ! বরং, আজ, বুধবার ৯ জন কাউন্সিলর-কে সঙ্গে নিয়ে সোজা মহকুমাশাসকের কার্যালয়ে পৌঁছে যান তিনি। বিশ্বনাথ জানান, “গতকাল আমার ওয়ার্ডের এক কর্মী ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। তাকে মেদিনীপুর থেকে কলকাতায় স্থানান্তরিত করার ব্যবস্থা করতে হয়। সে কথা জানানোর পর, কলকাতা থেকেই বলা হয় ওই কর্মীর যত্ন নেওয়ার জন্য। আজ আমরা মেদনীপুর পৌরসভার কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য ১০ জন কাউন্সিলর উপস্থিত হয়েছি। এর বেশি এখনই কিছু বলার নেই। আলোচনায় কি হয় জানাব।”

মহকুমাশাসকের কার্যালয়ে:

যদিও, বুধবার মহকুমাশাসক মধুমিতা মুখার্জির দেখা পাননি বিশ্বনাথ পাণ্ডবরা। তবে, বুধবার সকাল ১১ টা নাগাদ মেদিনীপুর পৌরসভার ১০ জন কাউন্সিলর মহকুমাশাসক কার্যালয়ে উপস্থিত হন। বিশ্বনাথ পান্ডব জানান, “যেহেতু মহকুমাশাসক পৌরসভার প্রশাসনিক দায়িত্বে রয়েছেন, তাই তাঁর সঙ্গে পৌরসভা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য এসেছি।” তবে, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধানের বিরূদ্ধে অনাস্থা আনা হতে পারে কিনা, তা নিয়ে খোলসা করে কিছুই জানাননি বিশ্বনাথ। যদিও সূত্রের খবর অনুযায়ী, যে কোনদিন অনাস্থা আনার পরিকল্পনা রয়েছে তৃণমূলের ১০ বিদ্রোহী কাউন্সিলরের।

উল্লেখ্য যে, ২৫ আসন বিশিষ্ট মেদিনীপুর পৌরসভার ২০ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে বিশ্বনাথ পাণ্ডব সহ ‘বিদ্রোহী’ এই ১০ কাউন্সিলর মূলত দলের জেলা সভাপতি সুজয় হাজরার অনুগামী হিসেবেই পরিচিত। সৌমেন খান সহ অন্তত ৯ জন কাউন্সিলর আবার দলের মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়ার অনুগামী হিসেবে পরিচিত। ১ জন তৃণমূল কাউন্সিলর দু’দিকেই ‘ভারসাম্য’ করে চলেন বলে শহরের রাজনৈতিক মহলের ধারণা। অন্যদিকে, এ সব নিয়ে মেদিনীপুর পৌরসভার বিরোধী ৫ কাউন্সিলরের (৩ জন সিপিআইএমের, ১ জন কংগ্রেস এবং ১ জন নির্দল) অন্যতম তথা জেলা যুব কংগ্রেসের সভাপতি মহঃ সাইফুল বলেন, “এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তবে, চেয়ারম্যান সৌমেন খানের বিরুদ্ধে যে অভিযোগগুলি ওঁরা (১০ জন) এনেছেন, তা অনেকাংশই সত্য। উনি (সৌমেন খান) নিজের ঘনিষ্ঠ কয়েকজন কাউন্সিলর ছাড়া পৌরসভার কোন বিষয় নিয়ে বাকিদের সাথে আলোচনা করেন না। একতরফা সিদ্ধান্ত নেন! শুধু তাই নয়, সরকারি টাকা বন্টনেও উনি পক্ষপাতিত্ব করেন।”

বিশ্বনাথ পাণ্ডব সহ ১০ জন:

News Desk

Recent Posts

Recruitment Scam: ‘একযাত্রায় পৃথক ফল! আমাদের কি পরিবার নেই?’, প্রাথমিকের রায়ের পরই গর্জে উঠলেন SSC-র ‘যোগ্য’ শিক্ষকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ডিসেম্বর: ৩ এপ্রিলের পর ৩ ডিসেম্বর। এ রাজ্যের…

15 hours ago

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

7 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

1 week ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

1 week ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

2 weeks ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago