Railway

Coromandel Express: বাহানাগা যেন মৃত্যপুরী! ৩০০ ছাড়ালো মৃতের সংখ্যা, কোথায় থামবে কেউ জানে না

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বালেশ্বর, ৩ জুন: শয়ে শয়ে সাজানো লাশ! সাদা কাপড়ে ঢাকা একের পর এক নিথর দেহ। ওড়িশার বাহানাগা যেন এক মৃত্যুপুরী! সরকারিভাবে মৃতের সংখ্যা এখনও অবধি ২৬১ ( বেলা ১টা পর্যন্ত) এবং আহত ৬৫০ হলেও; বিভিন্ন সংবাদ মাধ্যম সংস্থা সূত্রে জানা যায় মৃতের সংখ্যা সাড়ে ৩০০ ছাড়িয়ে গেছে। যাত্রীবোঝাই ২-৩ টি কামরাতে এখনও পৌঁছতেই পারেননি উদ্ধারকারীরা! মৃতের সংখ্যা শেষ পর্যন্ত ৫০০ ছাড়িয়ে যাবে বলে বিভিন্ন মহলের মত। স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘটনাস্থলে গিয়ে তেমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন। এখনও চলছে উদ্ধার কাজ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ছাড়াও উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছেছেন। রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ওড়িশা ও পশ্চিমবঙ্গের হাসপাতাল গুলিতে আহতদের চিকিৎসা চলছে। অন্তত ৬০ জনের চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালেও।

চলছে উদ্ধার কাজ, শয়ে শয়ে পড়ে লাশ (ছবি- অর্ণব দাস) :

প্রসঙ্গত উল্লেখ্য,শুক্রবার সন্ধ্যা ৭ টা নাগাদ ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগা স্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর এক্সপ্রেস। দুপুর সওয়া ৩টে নাগাদ হাওড়ার অদূরে শালিমার স্টেশন থেকে ছেড়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস। প্রায় ৪ ঘণ্টা পরে বালেশ্বরের বাহানাগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি। রেল দুর্ঘটনায় নিহত এবং আহতদের সংখ্যা ক্রমশ বাড়ছে। মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কার অভিঘাতে হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসও দুর্ঘটনার কবলে পড়ে। লাইনচ্যুত হয় দু-তিনটি বগি। মাত্র ৫ মিনিটের মধ্যে লন্ডভন্ড হয়ে যায় গোটা এলাকা। চারপাশে শুধু ছিন্ন-বিচ্ছিন্ন দেহ আর আর্তনাদ! শনিবার বেলা ১টা নাগাদ রেলের তরফে জানানো হয়েছে, ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৬১। আহত হয়েছেন প্রায় ৬৫০ জন। তবে, উদ্ধার কাজ শেষ হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদেরও আশঙ্কা, উদ্ধারকাজ যত এগোবে, নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়বে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে এখনও অনেক যাত্রী আটকে রয়েছেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

দুর্ঘটনার ভয়াবহতা:

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

5 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

6 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

1 week ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago