দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৭ আগস্ট: দক্ষিণবঙ্গ বাসীকে ফের সুখবর শোনালো দক্ষিণ পূর্ব রেলওয়ে (South Eastern Railway)। আরও ৬ জোড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং তা চলবে আগামী সোম, মঙ্গল, বুধ থেকেই। এই ট্রেনগুলি হল- ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু, ঝাড়গ্রাম-খড়্গপুর মেমু (২ জোড়া), সাঁতরাগাছি-ঝাড়গ্রাম মেমু, দীঘা-পাঁশকুড়া মেমু এবং বেলদা-খড়্গপুর মেমু। দীর্ঘদিন ধরেই এলাকাবাসী এই মেমু পাসেঞ্জার গুলি চালু করার দাবি করে আসছিলেন। অবশেষে, দক্ষিণ পূর্ব রেল তথা খড়্গপুর ডিভিশনের পক্ষ থেকে এই সমস্ত মেমু প্যাসেঞ্জার গুলি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামীকাল (৮ আগস্ট) থেকে ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম (০৮৬৯৭/০৮৬৯৮) মেমু চলবে রবিবার ছাড়া সবদিন। ঝাড়গ্রাম থেকে এই ট্রেন (০৮৬৯৭) সকাল ৫ টা ৫ এ ছেড়ে পুরুলিয়া পৌঁছবে সকল ৯ টা ২০-তে এবং উল্টোদিক থেকে এই ট্রেন (০৮৬৯৮) পুরুলিয়াতে ছাড়বে সকাল ১০ টায় এবং ঝাড়গ্রাম পৌঁছবে দুপুর ২ টো ১৫-তে। আগামীকাল থেকেই চালু হচ্ছে খড়্গপুর-ঝাড়গ্রাম-খড়্গপুর ২ জোড়া মেমুও। ০৮০৪৯ খড়্গপুর-ঝাড়গ্রাম মেমু (রবিবার ছাড়া) খড়্গপুর থেকে ভোর ৪ টা ১০ এ ছেড়ে ঝাড়গ্রাম পৌঁছবে ভোর ৫ টায় এবং ০৮০৫০ ঝাড়গ্রাম-খড়্গপুর মেমু ঝাড়গ্রামে দুপুর ২টা ৩০ এ ছেড়ে খড়্গপুরে ঢুকবে বিকেল ৩ টা ২৫ মিনিটে। অন্যদিকে, ০৮০১৫ খড়্গপুর-ঝাড়গ্রাম মেমু খড়্গপুরে ভোর ৫ টা ১০ এ ছেড়ে ঝাড়গ্রাম পৌঁছবে ভোর ৫ টা ৫৫-তে। ০৮০১৬ মেমুটি ঝাড়গ্রাম থেকে রাত্রি ৯ টা ২০-তে ছেড়ে খড়্গপুরে ঢুকবে রাত্রি ১০টা ১০ মিনিটে।
এদিকে, ৯ আগস্ট, মঙ্গলবার থেকে চলবে বহু প্রতীক্ষিত সাঁতরাগাছি-ঝাড়গ্রাম-সাঁতরাগাছি মেমুও। ০৮০৬৯ সাঁতরাগাছি-ঝাড়গ্রাম মেমু শনিবার ও রবিবার বাদ দিয়ে প্রতিদিন মোর ৫ টা ৪০ এ সাঁতরাগাছি থেকে ছেড়ে ঝাড়গ্রাম পৌঁছবে সকাল সাড়ে ৮ টায়। আবার এই ট্রেন (০৮০৭০) ঝাড়গ্রাম থেকে সকাল ৯ টা ১০ এ ছেড়ে সাঁতরাগাছি পৌঁছবে বেলা ১২ টা ১৫ মিনিটে। মঙ্গলবার থেকেই চলবে পাঁশকুড়া-দীঘা-পাঁশকুড়া মেমুও। ০৮১৩৭ পাঁশকুড়া দীঘা মেমু প্রতিদিন পাঁশকুড়া থেকে সন্ধ্যা ৬টা ২০-তে ছেড়ে দীঘা পৌঁছবে রাত্রি ৮ টা ৫০ মিনিটে। ফলে মেদিনীপুর-খড়্গপুর থেকে বিকেল বেলা রওনা দিয়েও সন্ধ্যা বেলা এই ট্রেনে দীঘা যেতে পারবেন ভ্রমণ পিপাসুরা। এই ট্রেন (০৮১৩৮) আবার দীঘা-তে ছাড়বে সকাল ৬ টা ৫০-এ এবং পাঁশকুড়া পৌঁছবে সকাল ৯ টা ১৫ মিনিটে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে, ইতিমধ্যে চালু হয়েছে দীঘা-পুরী এক্সপ্রেস, হাওড়া-দীঘা কাণ্ডারী এক্সপ্রেস এবং হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস-ও।
বুধবার (১০ আগস্ট) থেকে চলবে খড়্গপুর-বেলদা-খড়্গপুর মেমু প্যাসেঞ্জার ট্রেন-ও। তবে, এই ট্রেন আগে বেলদা থেকে হাওড়া অবধি চলতো। এই মুহূর্তে, খড়্গপুর অবধি চালু করা হয়েছে। প্যাসেঞ্জারের চাহিদা অনুযায়ী, পরবর্তী সময়ে ফের হাওড়া অবধি চলতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই ট্রেন (০৮০৬৫) খড়্গপুর থেকে ছাড়বে রাত্রি সাড়ে ৯ টায় এবং বেলদায় পৌঁছবে রাত্রি ১০ টা ১৫ মিনিটে। উল্টোদিক (০৮০৬৬) থেকে, বেলদায় ছাড়বে সকাল ৬ টায় এবং খড়্গপুরে পৌঁছবে সকাল ৬ টা ৫৫ মিনিটে। ফলে খুশি বেলদা বাসী। একইসঙ্গে, তাঁদের দাবি এই ট্রেন পুনরায় হাওড়া অবধি চালু করা হোক।