দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: দু-দু’বার চুরি হয়েছিল দোকানে। তারপর থেকে রাতে দোকানেই ঘুমোতেন বাড়ির বড় ছেলে। শনিবার গভীর রাতে সেই দোকানেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো বছর বাইশের ওই যুবকের। মৃতের নাম অভিজিৎ মণ্ডল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর-২ নম্বর ব্লকের হরিণা এলাকায়। ঘটনা ঘিরে শোকস্তব্ধ গোটা গ্রাম!


পুলিশ সূত্রে জানা গেছে, খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত কালিয়াড়া-২ গ্রাম পঞ্চায়েতের হরিণা এলাকার বাসিন্দা বাসিন্দাদের অশোক মণ্ডল। বাড়ি থেকে কয়েকশ মিটারের মধ্যেই একটি ভূষিমাল দোকান আছে তাঁর। এখন সেই দোকান বড় ছেলে অভিজিতই চালায়। বছর দুয়েক আগে ওই দোকানে পর পর দু’বার চুরি হয়েছিল। তারপর থেকে রাতে দোকানেই ঘুমোতেন অভিজিৎ। শনিবার রাতেও বাড়ি থেকে খাওয়াদাওয়া করে এসে দোকানেই ঘুমোন তিনি। হঠাৎই রাত্রি দেড়টা নাগাদ আশেপাশের লোকজন ওই দোকান থেকে আগুন বেরোতে দেখেন। দ্রুত ছুটে আসেন তাঁরা। অভিজিতের বাড়িতেও খবর দেওয়া হয়। সকলে মিলে বালতিতে করে জল ঢালতে শুরু করেন। কিন্তু, কেউই দোকানের ভিতরে ঢুকতে পারেননি। কারণ দোকান ভিতর থেকে লাগানো ছিল।এরমধ্যেই পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। প্রায় একঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তারপরই ভস্মীভূত দোকান থেকে অভিজিতের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে পাঠানো হয় খড়্গপুর মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিকাঠামোগত কিছু সমস্যার জন্য রবিবার দুপুরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেদনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই সন্ধ্যা নাগাদ ময়নাতদন্ত সম্পন্ন হয়। ঘটনা ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতের ভাই অমিত মণ্ডল বলেন, ‘কিছুই বুঝতে পারছিনা, কিভাবে আগুন লাগল!’ যদিও, পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ।










