Railway

Train Cancelled: বালেশ্বরের ধাঁচেই এবার বাঁকুড়ায় ট্রেন দুর্ঘটনা! বাতিল করা হল খড়্গপুর-আদ্রা লাইনের বহু ট্রেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বাঁকুড়া, ২৫ জুন: সেই একই কায়দায় দুর্ঘটনা! লুপলাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পেছনে ধাক্কা, অপর মালগাড়ির। দুর্ঘটনার ব্যাপকতা ভয়াবহ হলেও, হতাহতের খবর নেই দুটি ট্রেন-ই মালগাড়ি হওয়ায়। তবে, একটি মাল গাড়ির চালক সামান্য আহত হয়েছেন। দুমড়ে মুচড়ে গিয়েছে একটি মাল গাড়ির ইঞ্জিন ও প্রায় ১০-১২ টি বগি। ক্ষতিগ্রস্ত রেললাইনও। এদিকে, আদ্রা ডিভিশনের বাঁকুড়ার ওন্দায় রবিবার ভোর ৪টা নাগাদ ঘটে যাওয়া এই দুর্ঘটনার জেরে ব্যাহত হল ট্রেন পরিষেবা। দক্ষিণ-পূর্ব রেলওয়ের অন্তর্গত খড়্গপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন, দুর্ঘটনার জেরে ১১টি এক্সপ্রেস এবং মেমু প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। সেইসঙ্গে দু’টি দূরপাল্লার ট্রেনের (আনন্দ বিহার টার্মিনাল-পুরী নন্দনকানন এক্সপ্রেস এবং পোরবন্দর-সাঁতরাগাছি কবিগুরু সুপারফাস্ট এক্সপ্রেস) যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

ট্রেন দুর্ঘটনা:

উল্লেখ্য, গত ২ জুন হাওড়ার শালিমার থেকে চেন্নাইয়ের দিকে যাওয়া করমণ্ডল এক্সপ্রেস বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। ওই সময় একসঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়িও। করমণ্ডল এক্সপ্রেস লুপ লাইনে ঢুকে পড়েছিল। সেখানে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে প্রচণ্ড গতিতে আসা ট্রেনটি সজোরে ধাক্কা মারে। করমণ্ডলের ইঞ্জিন উঠে যায় মালগাড়ির উপরে। ট্রেনের কামরাগুলি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে ছিটকে যায়। সেই লাইন দিয়ে আসা বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের কয়েকটি বগিও লাইনচ্যুত হয়। ভয়াবহ সেই দুর্ঘটনায় ২৯১ জনের মৃত্যু হয়। আহতের সংখ্যা হাজারেরও বেশি! এবারও সেই একই ধাঁচে দুর্ঘটনা হওয়ায় রেলের যাত্রী সুরক্ষা, নিরাপত্তা থেকে শুরু করে সার্বিকভাবে পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

বাতিল ট্রেন:
১) ১২৮২৮ পুরুলিয়া-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।
২) ১৩৫০৬ আসানসোল-দিঘা এক্সপ্রেস।
৩) ০৮৬৮৬ আদ্রা-খড়্গপুর মেমু প্যাসেঞ্জার।
৪) ০৮৬৭৫ বিষ্ণুপুর-আদ্রা মেমু স্পেশাল।
৫) ০৮৬৭৭ বিষ্ণুপুর-ধানবাদ মেমু স্পেশাল।
৬) ১৮০২৭ খড়্গপুর-আসানসোল মেমু এক্সপ্রেস।
৭) ১২৮৮৩ সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস।
৮) ১৮০৩৫ খড়্গপুর-হাতিয়া এক্সপ্রেস।
৯) ০৮৬৫৭ আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার স্পেশাল।
১০) ১৮০২৪ নেতাজি সুভাষচন্দ্র বসু জংশন গোমো-খড়্গপুর এক্সপ্রেস।
১১) ০৮১৭৩ আসানসোল-টাটানগর মেমু স্পেশাল প্যাসেঞ্জার।
১২) ১৩৫০৫ দিঘা-আসানসোল এক্সপ্রেস।
১৩) ১৮০৩৬ হাতিয়া-খড়্গপুর এক্সপ্রেস।

দুমড়ে মুচড়ে গিয়েছে ট্রেন:

যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে:
১) ১২৮১৬ আনন্দ বিহার টার্মিনাল-পুরী নন্দনকানন এক্সপ্রেস: যে ট্রেন (২৪ জুন) শনিবার যাত্রা শুরু করেছে, সেই ট্রেনকে আদ্রা, চাণ্ডিল, টাটানগর এবং হিজলি স্টেশন দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
২) ১২৯৪৯ পোরবন্দর-সাঁতরাগাছি কবিগুরু সুপারফাস্ট এক্সপ্রেস: যে ট্রেন গত শুক্রবার (২৩ জুন) যাত্রা শুরু করেছে, তা পুরুলিয়া পুরুলিয়া, টাটানগর এবং খড়্গপুর দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
৩) ১৮৬২৮ রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (ভায়া আদ্রা) ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কোটশিলা, পুরুলিয়া, টাটানগর এবং খড়্গপুর হয়ে যাবে।

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

3 weeks ago