দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ নভেম্বর: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দলীয় পদযাত্রায় যোগ দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে আহত ৩৩ জন সমর্থক। গুরুতর আহত ৭ জনকে স্থানান্তরিত করা হলো মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের আলোককেন্দ্র বাজার সংলগ্ন এলাকায়। রবিবার দুপুর আড়াইটা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত ৭ জনকে সন্ধ্যা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

thebengalpost.net
ডেবরায় দুর্ঘটনা :

প্রসঙ্গত, রবিবার বিকেলে ডেবরা ব্লক তৃনমুল কংগ্রেসের ডাকে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডেবরায় একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেই মিছিলে যোগ দিতে যাওয়ার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোটো বাস উল্টে যায়। তৃণমূলের ৩৩ জন কর্মী সমর্থক আহত হন। ৭ জনকে গুরুতর অবস্থায় মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। তাঁদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে সন্ধ্যা নাগাদ জানিয়েছেন জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র। অপরদিকে, ২ জন ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁরাও এই মুহূর্তে স্থিতিশীল। বাকিদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেওয়া হয়েছে বলে ব্লক তৃণমূল সূত্রে জানা গেছে।

thebengalpost.net
আহত ৩৩ জন :