Railway

Railway: পুরানো ভাড়া আর টাইম টেবিলে ফিরতে চলেছে রেল! জঙ্গলমহলে ট্রেন বাতিলের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরে বামেদের আন্দোলন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ নভেম্বর: আর স্পেশাল ট্রেন নয়। পুরানো টাইম টেবিলে ফিরতে চলেছে রেল। খুব তাড়াতাড়ি সব স্পেশাল ট্রেনই বন্ধ করে দেবে রেল। ইতিমধ্যে অবশ্য অনেক স্পেশাল ট্রেনই বন্ধ হয়ে গেছে। বদলে, পুরনো নিয়মে মেল, এক্সপ্রেস ট্রেন চালাবে রেল। অন্যদিকে, এখনও পর্যন্ত স্পেশাল ট্রেনের জন্য যে ৩০ শতাংশ অতিরিক্ত ভাড়া যাত্রীদের গুনতে হচ্ছে, তা থেকেও রেহাই পাওয়া যাবে। রেলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বয়ং রেলমন্ত্রী অশ্বীন বৈষ্ণো। কবে থেকে সব ট্রেন পুরানো নিয়মে চলবে তা স্পষ্ট করে না জানালেও, অশ্বীন জানিয়েছেন, শীঘ্রই দফায় দফায় বাকি থাকা স্পেশাল ট্রেন বন্ধ করে দেওয়া হবে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই দূরপাল্লার ট্রেনের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে যায়। ‘স্পেশাল’ ট্রেন চালানো শুরু করে রেল। এই মুহূর্তে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায়, রেলও পরিষেবা স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করেছে।

রেলের বিজ্ঞপ্তি :

অন্যদিকে, এখনও পর্যন্ত খড়্গপুর ও আদ্রা ডিভিশনের মধ্যে চলাচলকারী সমস্ত লোকাল ট্রেন চালু না করা, লোকাল ট্রেনকে প্যাসেঞ্জার ট্রেন নাম দিয়ে টিকিটের দাম তিনগুন বাড়ানো এবং ১৬ টি যাত্রীবাহী ট্রেন পুরোপুরি বাতিল করার বিরুদ্ধে শুক্রবার মিছিল, বিক্ষোভ ও ডেপুটেশনে সামিল হয় বাম যুব সংগঠন (DYFI)। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের স্টেশন ম্যানেজারের হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি। সংগঠনের বক্তব্য, ১৬ টি ট্রেন বাতিল করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এমন চারটি জঙ্গলমহল এলাকার জেলার মানুষের সাথে প্রতারনা সহ বঞ্চনা করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। অপরদিকে, গত লোকসভা ভোটের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিলো জঙ্গলমহল এলাকায় ট্রেনের সংখ্যা বাড়ানো সহ রেলের সম্প্রসারনের। আর বিজেপি সরকারের রেল মন্ত্রী থাকাকালীন এখনকার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন লালগড়কে রেলের সাথে যুক্ত করার। এখন রেল সম্প্রসারণ তো দূরের কথা, চালু ট্রেনই বন্ধ করা হয়েছে! আবার লোকাল ট্রেনের গায়ে প্যাসেঞ্জার লিখে টিকিটের দাম তিনগুন বাড়ানো  হয়েছে। এনিয়ে কেন্দ্র সরকারের কোন হেলদোল নেই। রাজ্য সরকারও নীরব। তাই, এনিয়ে লাগাতার আন্দোলনের পথ বেছে নিয়েছেন তাঁরা। শুক্রবার আন্দোলনকারীদের পক্ষ থেকে সুমিত অধিকারী ও শুভদীপ সেন এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমকে।

চন্দ্রকোনারোডে বামেদের আন্দোলন :

মিছিল করে দেওয়া হল ডেপুটেশনও :

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

3 weeks ago