Railway

Local Train: ‘ভিড়ের চাপে’ বাড়ছে লোকাল! মেদিনীপুর-খড়্গপুর থেকে বেড়ে হচ্ছে ৪০ টি, দক্ষিণ-পূর্বে ১০৪, ক্ষোভ ঝাড়গ্রামে

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, মণিরাজ ঘোষ, ২ নভেম্বর: লোকে লোকারণ্য লোকাল! দক্ষিণ-পূর্ব রেলওয়ের প্রতিটি শাখাতে বিধি ভাঙা ভিড়। ৫০ শতাংশ তো দূরের কথা, ১০০ শতাংশের বেশি যাত্রী নিয়ে যাত্রা করছে লোকাল ট্রেনগুলি। মাস্কও নেই অধিকাংশ যাত্রীদের মুখে! সুরক্ষার দায় যাত্রীদের উপরই ছেড়েছে রেল কর্তৃপক্ষ। তবে, ‘ভিড়ের চাপে’ রেল চলাচলের মাত্র ১ দিনের মধ্যেই দক্ষিণ পূর্ব রেলওয়ে (South Eastern Railway) সিদ্ধান্ত নিয়ে নিল লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর বিষয়ে। রবিবার (৩১ অক্টোবর) থেকে ৪৮ টি লোকাল ট্রেন দিয়ে পরিষেবা চালু করেছিল দক্ষিণ পূর্ব রেলওয়ে (SER)। সোমবারই (১ নভেম্বর) তাঁরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আগামী সোমবার অর্থাৎ ৮ নভেম্বরের মধ্যে রেল সংখ্যা বাড়িয়ে ১০৪ করা হবে। আগামী সোমবারের মধ্যে ধাপে ধাপে বাড়ানো হবে রেল। আর, ট্রেন সংখ্যা কয়েকদিনের মধ্যেই ধাপে ধাপে বাড়িয়ে ১৪৭ করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষের তরফে।

৮ নভেম্বরের ১০৪ টি লোকাল, কোন শাখায় ক’টি দেখে নিন :

এদিকে, দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর শাখায় আগামী শুক্রবার থেকেই বাড়বে লোকাল। এমনটাই জানিয়েছেন এই শাখার DRM মনোরঞ্জন প্রধান। জানা গেছে, মেদিনীপুর-হাওড়া লাইনে আপ-ডাউন মিলিয়ে ২৭ টি ট্রেন করা হবে। চলছিল ১৩ টি। খড়্গপুর-হাওড়া লাইনে আরও ১৩ টি ট্রেন চলবে। সবমিলিয়ে ৮ নভেম্বরের মধ্যে ৪০ টি লোকাল চলবে এই লাইনে। অন্যদিকে, দক্ষিণ পূর্ব রেলওয়ের সমস্ত শাখা মিলিয়ে ১০৪ টি লোকাল চলবে আগামী সোমবারের (৮ নভেম্বরের) মধ্যেই, জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফে। একইসঙ্গে, কোভিড বিধি মেনে ট্রেনে ওঠার বিষয়ে সচেতন করা হয়েছে রেলযাত্রীদের। অন্যদিকে, ঝাড়গ্রাম শাখায় একটিও লোকাল চালু না হওয়ায় ক্ষোভ রয়েছে। একসময় ঝাড়গ্রাম-খড়্গপুর-টাটানগর শাখায় ৯ টি লোকাল ট্রেন চলাচল করত বলে জানা গেছে। বর্তমানে, ওই শাখায় মাত্র ২ টি স্টাফ স্পেশাল ট্রেন চলাচল করে। দুটি এক্সপ্রেস ট্রেন স্টপেজ (Stoppage) দেয়। তাই সমস্যায় পড়েছেন এই শাখার সাধারণ যাত্রী ও নিত্যযাত্রীরা। এনিয়ে ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “রাজ্য সরকারই হয়তো এই লাইনে লোকাল ট্রেন চালানোর অনুমতি দেয়নি। আমি বিষয়টি নিয়ে রেলের আধিকারিকের সঙ্গে কথা বলেছি।” দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে জানা গেছে, খড়্গপুর-টাটানগর শাখায় লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা চলছে।

কিছুদিনের মধ্যেই ১৪৭ টি হবে লোকাল ট্রেনের সংখ্যা :

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

14 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago