Recent

Midnpaore: পাঁচদিন পর মেদিনীপুরের সেই কলাইচন্ডী খাল থেকেই উদ্ধার হল শালবনীর ব্যক্তির মৃতদেহ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ডিসেম্বর: অবশেষে টানা পাঁচ দিন ধরে উদ্ধারকার্য চালানোর পর সাফল্য পেল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ! মেদিনীপুর শহরের উপকণ্ঠে, ভগবতী চক (খয়রুল্লাচকের কাছে) সংলগ্ন শ্যাওড়ার কলাইচন্ডী খালে পড়ে যাওয়া শালবনীর গোদামৌলি গ্রামের বাদল মাহাতো (৪৫)’র মৃতদেহ উদ্ধার হল। শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ ফাঁড়ি’র তরফে সেই মঙ্গলবার (২১ ডিসেম্বর) থেকে ওই ব্যক্তির মৃতদেহের সন্ধানে চলছিল জোরদার তল্লাশি। কলাইচন্ডী খালে নামানো হয়েছিল ডুবুরি। তাঁরা ব্যর্থ হন। এরপর আসরে নামে ডি.এম.জি (Disaster Management Group)। গত তিনদিন ধরে তাঁরা আধুনিক স্পিডবোট নিয়ে উদ্ধারকার্য চালায়। কিন্তু, রহস্যজনকভাবে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি! তবে, প্রথমদিনই অর্থাৎ মঙ্গলবার ওই ব্যক্তির সাইকেল ও জুতো উদ্ধার করেছিলেন পুলিশকর্মীরা। এদিকে, শনিবার ঠিক সন্ধ্যার মুখে বাদল মাহাতো’র মৃতদেহ উদ্ধার হওয়ার পর, গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকর্মীদের। ঘটনাস্থলে উপস্থিত শালবনী থানার আইসি গোপাল বিশ্বাস, পিড়াকাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনন্দ মণ্ডল সহ পুলিশ আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন!

উদ্ধার হওয়া বাদল মাহাতো (৪৫)’র মৃতদেহ:

প্রসঙ্গত উল্লেখ্য, জেলা শহর মেদিনীপুরের অদূরে ভগবতী চক (খয়রুল্লাচকের কাছে) সংলগ্ন শ্যাওড়া এলাকায় কলাইচন্ডী খালের উপর যে সেতু আছে, সেই জরাজীর্ণ সেতু থেকে পড়েই দুর্ঘটনাটি ঘটেছিল সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায়। গোদামৌলি গ্রামের বাদল মাহাত (৪৫) সোমবার সন্ধ্যায় সাইকেল নিয়ে ওই সেতুর উপর দিয়ে নিজের বাড়ি (গোদামৌলি) ফেরার সময়, ওই জরাজীর্ণ সেতু থেকে খালের জলে পড়ে যান‌ বলে স্থানীয়দের দাবি। খাল থেকে সাইকেল ও জুতো উদ্ধার হওয়ায়, পরিবার ও পুলিশকর্মীরা এই বিষয়ে নিশ্চিত হয়েছিলেন। এরপর, মঙ্গলবার থেকে একদিকে যেমন চলেছে উদ্ধার কার্য, ঠিক অন্যদিকে গ্রামবাসীরা ওই জরাজীর্ণ সেতু অবিলম্বে সংস্কারের দাবিতে বিক্ষোভ চালিয়ে গেছেন। বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা শালবনীর ব্লক তৃণমূল সভাপতি নেপাল সিংহ-কেও। ওই সেতু অবিলম্বে সংস্কারের আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে, কলাইচন্ডী খাল থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে, শনিবার সন্ধ্যা নাগাদ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শালবনী থানার পুলিশ আধিকারিকরা।

জরাজীর্ণ সেতু :

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

2 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago