Recent

Midnapore: স্ত্রী’কে খুন করার পরই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা গ্রামের সাদাসিধে অশোকের! বাবা-মা’কে হারিয়ে ‘অনাথ’ ছেলে-মেয়েরা, পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক ঘটনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ আগস্ট:পাড়ায় ভালো মানুষ, সৎ ও কর্মঠ ব্যবসায়ী হিসেবেই পরিচিতি ছিল অশোকের। চাষিদের কাছ থেকে জিনিস কিনে হাটে বিক্রি করতেন। বেশ‌ ভালোই চলছিল সবকিছু। বছর তিনেক আগে একটি পিকাপ ভ্যান কিনেছিলেন, ধার দেনা করে। তারপর থেকেই ঋণের দায়ে কিছুটা চুপচাপ হয়ে যান। মাঝেমধ্যে মদ্যপান শুরু করেন। সামান্য বিষয় নিয়েই বাড়িতে স্ত্রী’র সঙ্গে অশান্তি বেঁধে যেত। কয়েকমাস আগে সেই গাড়ি বিক্রি করে, আরও ছোটো মালবাহী অটো কেনেন। কিন্তু, তাতেও বোধহয় ঋণের বোঝা কমেনি! তবে, শেষ পর্যন্ত তার পরিণতি যে এরকম হবে তা কেউই ভাবতে পারেননি। মঙ্গলবার গভীর রাতে (সময়-তারিখ অনুসারে বুধবার), আনুমানিক সাড়ে বারোটা-একটা নাগাদ, স্ত্রী-কে হত্যা করে আত্মঘাতী হলেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের (আনন্দপুর থানা) অন্তর্গত টুকুরিয়াপাট গ্রামের অশোক কোলা। বছর ৪৩-এর অশোক ধারালো কোনো বস্তু (মাংস কাটা চপার বলে অনুমান) দিয়ে স্ত্রী’র গলা কেটে নিজে বাড়ি থেকে সামান্য দূরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবার সূত্রে জানা গেছে। স্ত্রী’র নাম কেকা কোলা। বয়স আনুমানিক ৩৮। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে।‌ বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোটো মেয়ে ও ছেলে পড়াশোনা করছে। ঘটনায় হতবাক সকলেই! একসাথে বাবা-মা’কে হারিয়ে ‘অনাথ’ হয়ে পড়লো তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অশোক-কেকা :

অশোক-কেকা’র ছোটো মেয়ে সুমনা জানিয়েছে, প্রতিদিনের মতোই বাবা-মা সহ তারা সকলে খাওয়া-দাওয়া সেরে শুতে যায়। ঠাকুমা এবং তারা ভাই-বোন ছাদে এবং বাবা-মা নীচে শুয়ে পড়ে। রাত্রি সাড়ে বারোটা নাগাদ ঠাকুমার ওষুধ আনার জন্য নিচে নেমে সুমনা দেখে যে বাবা-মা’র দরজার বাইরে তালা লাগানো। ডাকাডাকির পরও কেউ সাড়া দেয়নি। তারপরই লোক ডেকে, তালা ভেঙে দরজা খোলা হয়। সুমনা’র কথায়, “দেখি মায়ের গলা কাটা। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বাবা নেই! কিছুক্ষণ পর পাড়ার লোকজন এসে বলে, বাবা গলায় দড়ি দিয়েছে!” সুমনা জানায়, “বাবার মদ্যপান করা নিয়ে মাঝেমধ্যে অশান্তি হতো, তবে মঙ্গলবার কোন অশান্তি হয়নি। বাবাও মদ্যপান করেন নি!” কেকা দেবী’র ভাই প্রশান্ত জানান, “জামাইবাবু সম্ভবত ঋণের বোঝা সহ্য না করতে পেরে মানসিক অবসাদে ভুগছিলেন। গত কয়েকমাস ধরে মাঝেমধ্যেই দিদির গায়ে হাত তুলতেন। কয়েকবার রাগ করে দিদি বাপের বাড়ি চলে গিয়েছিলেন। আমরা আবার দুজনকেই বুঝিয়ে সব ঠিকঠাক করে দিতাম! কিন্তু, শেষ পর্যন্ত যে এরকম ঘটনা ঘটবে, তা আমরা ভাবতেও পারিনি!” মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আনন্দপুর থানার তরফে। অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত-ও শুরু হয়েছে বলে জানা গেছে। ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী!

শোকস্তব্ধ পরিবারের সদস্যরা:

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

4 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

6 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

1 week ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

1 week ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago