Recent

Jhargram: চাকরির নামে মেদিনীপুর থেকে কোটি কোটি টাকা তুলেছে পার্থ ঘনিষ্ঠ তিন প্রতারক! ঝাড়গ্রামে গড়ে উঠেছে বিশাল খামারবাড়ি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ২৬ জুলাই: দুই মেদিনীপুর আর ঝাড়গ্রামের কয়েকশো ছেলেমেয়ে প্রতারিত হয়েছেন ‘চাকরির দালাল’ পার্থ ঘনিষ্ঠ অতনু গুছাইতের মাধ্যমে। তোলা হয়েছে কোটি কোটি টাকা। আর, সেই টাকার ভাগ একদিকে যেমন গেছে মন্ত্রীর কাছে। অন্যদিকে, ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চলের মহুলবনি মৌজায় ২৯ বিঘা জমিতে গড়ে উঠেছে বিশাল খামারবাড়ি। তবে, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের দিন থেকেই তাতে পড়েছে তালা! অতনু’র দুই সাগরেদ ভাই শান্তনু গুছাইত (লাল) এবং স্ত্রী মানসী গুছাইত। মানসী আবার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলেও দাবি। তবে, এই মুহূর্তে তিনজন-ই নাকি বেপাত্তা! অন্তত পুলিশের রিপোর্ট তাই বলছে। কারণ, মাসখানেক আগেই তমলুক আদালত প্রতারণার দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে অতনু’র বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার অমরনাথ কে. সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সমস্ত ঠিকানায় তল্লাশি চালিয়েও পাওয়া যায়নি। তবে, ওঁর খোঁজে সর্বত্র সন্ধান চালানো হচ্ছে।” এদিকে, ঝাড়গ্রামের ওই ২৯ বিঘা এলাকাজুড়ে (ভিন্ন সূত্রে ৪৫ একর) কোটি কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা খামারবাড়ি-ই এখন ইডি’র র‍্যাডারে!

আপাতত পড়েছে তালা :

জানা গেছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী আর বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই ইডির নজর জেলায় জেলায় মন্ত্রীর ঘনিষ্ঠজনেদের বিপুল সম্পত্তির উপরেও। তৃণমূলের স্থানীয় নেতারাও মানছেন, ২০১৩ সালে স্থানীয় কুণ্ডু পরিবারের কাছ থেকে অতনু মহুলবনি মৌজায় মা মিতা ও ভাই শান্তনুর নামে ২৯ বিঘা জমি কিনেছিলেন। দু’বছরের মধ্যেই গড়ে ওঠে বিশাল খামারবাড়ি। ভিতরে ফল ও ফুলের গাছ, ৭টি পুকুর, অতিথিশালা, গো-পালনকেন্দ্র। দক্ষিণেশ্বরের আদলে গড়ে উঠছিল এক মন্দির-ও। তবে, মন্ত্রী গ্রেপ্তার হওয়ার পর থেকেই ‘এবি গ্রিন ফার্ম হাউস প্রাইভেট লিমিটেড’ নামে ওই খামারের মূল গেটে এখন তালা। দেখভালের দায়িত্বে থাকা দুই কর্মী মুড়াকাটি গ্রামের অচিন্ত্য চালক ও বাঁধগোড়ার রবি খামরুই অবশ্য এখনও আছেন। তাঁরা সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিনিধিকে জানিয়েছেন, বছর খানেক বেতন বন্ধ। তবে, ৭টি গরু আর ৫টি অ্যালসেশিয়ান কুকুরের জন্যই তাঁরা খামার আগলে রয়েছেন! গরুর দুধ বিক্রির টাকায় গো-খাদ্য ও কুকুরদের জন্য মাংস কেনা হচ্ছে। বছর দেড়েক আগেই ভেতরে থাকা পুকুরগুলি থেকে সমস্ত মাছ ধরে ঝাড়গ্রাম বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। পুলিশের খাতাতেও ২০২১-এর জুলাই মাস থেকে অতনু’রা ফেরার!

এই সেই খামারবাড়ি:

তবে, এলাকাবাসী থেকে স্থানীয় তৃণমূল নেতারা জানিয়েছেন, গত বছর (২০২১) এখানে কালীপুজো করেছিলেন অতনু। বাইরে থেকে কয়েকজন অতিথিও এসেছিলেন! এদিকে, স্থানীয় একাধিক বাসিন্দা জানালেন, ঝাড়গ্রামেও চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হয়েছে। টাকা তুলতেন খামারেরই এক কর্মী। তাঁর বাড়ি ঝাড়গ্রাম শহরে। ওই কর্মীর স্ত্রী, ভাইয়ের স্ত্রী-সহ কয়েক জন আত্মীয় সরকারি ডি-গ্রুপের চাকরি পেয়েছেন বলেও দাবি। পূর্ব মেদিনীপুরের এক অভিযোগকারী প্রসেনজিৎ কুইলা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “পরিবারের চার জনের জন্য কয়েক লক্ষ টাকা দিয়েছিলাম। কোলাঘাট থানায় লিখিত অভিযোগ করেও কিছু লাভ হয়নি!” জানা যায়, প্রসেনজিৎ কুইলা নাকি প্রায় ৪০ লক্ষ টাকা প্রতারিত হয়েছেন। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের এমন-ই শয়ে শয়ে চাকরিপ্রার্থী প্রতারিত হতে পারে বলে তদন্তকারী সংস্থা মনে করছে। বাঁধগোড়া অঞ্চল তৃণমূলের সভাপতি শঙ্কর বেজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “মালিকপক্ষ মন্ত্রী-ঘনিষ্ঠ বলে শুনেছিলাম। তাই, মাথা ঘামাইনি!”

অতনু গুছাইত (বাম দিকে) :

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago