দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ অক্টোবর: ক্রমশ ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম! ইতিমধ্যেই সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে পেট্রোল। এবার সেই রেশ বজায় রেখেই রাজ্যে একশো’র গন্ডী পেরিয়ে গেল ডিজেলের দাম। এদিকে, উৎসবের মরশুমে প্রতিনিয়ত জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ! এই ঘটনার প্রতিবাদে শনিবার মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের নির্দেশে এবং শহর তৃণমূল কংগ্ৰেসের ডাকে অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয় মেদিনীপুর শহরে। কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেন তৃণমূল নেতৃত্ব। এছাড়াও, লাখিমপুর হত্যাকাণ্ডের প্রতিবাদও জানানো হয় মঞ্চ থেকে। মন্ত্রী শ্রীকান্ত মাহাত, জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা, শহর তৃণমূলের সভাপতি বিশ্বনাথ পান্ডব, যুব সভাপতি সন্দীপ সিংহ সহ দলের জেলা স্তরের নেতা-নেত্রী ও কয়েকশো কর্মী উপস্থিত ছিলেন এই অবস্থান বিক্ষোভে।

thebengalpost.net
তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভে বক্তব্য রাখছেন কৃষ্ণেন্দু বিষই :

উল্লেখ্য যে, কলকাতায় শনিবার পেট্রোলের ছিল ১০৭.৭৮ টাকা প্রতি লিটার। পাশাপাশি, ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৯.০৮ টাকা। যদিও, পুরুলিয়া এবং আলিপুরদুয়ারে সেঞ্চুরি ছাড়িয়েছে ডিজেলের দাম। অবস্থান বিক্ষোভ থেকে জেলা তৃণমূলের সভাপতি বলেন, “পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিটি জরুরি পণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে। সাধারণ মানুষের জীবনধারণ একপ্রকার অসম্ভব হয়ে পড়ছে! অমানবিক বিজেপি সরকার একদিকে নিরীহ কৃষকদের হত্যা করছে, অন্যদিকে সাধারণ মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর টুঁটি চেপে ধরছে এভাবে পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির মাধ্যমে। এর প্রতিবাদ চলছে, চলবে!” উল্লেখ্য যে, শনিবার দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে তৃণমূল কংগ্রেসের এই প্রতীকী অবস্থান বিক্ষোভ।

thebengalpost.net
কেন্দ্রীয় সরকারের সমালোচনায় তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা :