Recent

Egra Blast Case: ঝলসে গেছে শরীরের ৭০ শতাংশ, কটকের হাসপাতালে গ্রেফতার এগরার ‘বাজি-গর’ ভানু! ধৃত ছেলে এবং ভাইপোও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ১৮ মে: এগরা বিস্ফোরণ-কাণ্ডের মূল অভিযুক্ত তথা ‘অবৈধ’ বাজি কারখানার মালিক কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগকে ওড়িশার হাসপাতাল থেকে গ্রেফতার করলো পুলিশ ও সিআইডি’র টিম। তাঁর ছেলে পৃথ্বীজিৎ বাগ এবং ভাইপো ইন্দ্রজিৎ বাগকেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। জানা যায়, বিস্ফোরণে ভানুর শরীরের ৭০ শতাংশই ঝলসে গেছে। ওড়িশার কটকের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ভানু। সেখানেই গ্রেফতার করার পর তাঁকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে। তবে, ছেলে ও ভাইপো-কে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে বলে সূত্রের খবর। উল্লেখ্য যে, এগরা ১ নং ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামের অবৈধ বাজি কারখানায় গত মঙ্গলবার বেলা ১২-টা নাগাদ যে ভয়াবহ বিস্ফোরণ ঘটে তাতে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এক তরুণী এবং এক যুবক কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন! এছাড়াও, আরও কয়েকজন জখম অবস্থায় উড়িষ্যার দিকে পালিয়ে গেছেন বলে এলাকাবাসীদের দাবি।

গ্রেফতার ভানু :

সেই ঘটনাতেই এবার ওই অবৈধ বাজিকারখানার মালিক ষাটোর্ধ্ব ভানু বাগকে গ্রেফতার করল পুলিশ ও সিআইডি। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য ঘটনার দিন বিকেলেই সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন, “ভানু উড়িষ্যার দিকে পালিয়ে গেছে!” তবে, ভানুর বিরুদ্ধে লঘু ধারায় (বিস্ফোরক ব্যবহার ও অনিচ্ছাকৃত খুন) মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। জানা যায়, গতবছর (২০২২) কালী পুজোর সময়ও অবৈধ বাজি কারখানা চালানোর অপরাধে ভানু ওরফে কৃষ্ণপদ বাগ-কে গ্রেফতার করেছিল পুলিশ। পরে জামিন পেয়ে যায়। অভিযোগ, গত ৩০ বছর ধরে এগরার ‘বাজি-গর’ ভানু পুলিশি মদতে তার অবৈধ বাজি কারখানা চালিয়ে যাচ্ছেন। এর আগেও ঘটেছে বিস্ফোরণ। ‌৫-৬ জনের মৃত্যুও হয়েছে। তাতেও থামেনি ভানুর বাজি ব্যবসা! বারবার স্থান পরিবর্তন করে বাজি কারখানা গড়ে তুলেছেন। এলাকাবাসীদের অভিযোগ পুলিশের কিছু কর্মী এসে প্রতি সপ্তাহে টাকা নিয়ে যেতেন ভানুর কাছ থেকে। যদিও, এবার আর বাজি নয়, গ্রামবাসীদের অভিযোগ অনুযায়ী ওখানে বোমা তৈরি হচ্ছিল! মৃতের আত্মীয়দের সঙ্গে দেখা করে বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, “পঞ্চায়েত ভোটের আগে ভানুর কারখানায় বোমা তৈরি হচ্ছিল। ঘটনার NIA তদন্ত চাই।” ইতিমধ্যে, এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলাও করেছেন শুভেন্দু।

News Desk

Recent Posts

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

1 hour ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

12 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

5 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago