Recent

Midnapore: বাইক থামিয়ে দাঁতালের দাদাগিরি থেকে নাবালিকার উপর হামলা! মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির সংখ্যা বাড়ল মেদিনীপুর-ঝাড়গ্রামে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ২৬ ফেব্রুয়ারি: রবিবার ফের দাঁতালের ‘দাদাগিরি’ মেদিনীপুর ও খড়্গপুর বনবিভাগে। বিকেলে বাইক থামিয়ে চালের বস্তা নিয়ে যাওয়া থেকে, রাতে নিজের বাড়িতে পাঠরতা ৯-০১ বছরের নাবালিকার উপর হামলা! মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই ফের একবার জঙ্গলমহলে আতঙ্ক ছড়ালো দলমার দাঁতালরা। এর আগে, বৃহস্পতিবার জলপাইগুড়িতে মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসের মর্মান্তিক মৃত্যু পরই অবশ্য নড়েচড়ে বসেছে বনদপ্তর। হাতি উপদ্রুত রাজ্যের প্রতিটি এলাকায় বনদপ্তর এবং পরিবহন দপ্তরের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সামনে বনদপ্তরের এসকর্ট গাড়ি রেখে পরিবহন দপ্তরের বাস বা ছোটো গাড়ি পরীক্ষার্থীদের পৌঁছে দিচ্ছে পরীক্ষা কেন্দ্রে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতেও এই ব্যবস্থা নেওয়া হয়েছে শুক্রবার থেকেই। যদিও, বৃহস্পতিবার অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন-ও মেদিনীপুর ও খড়্গপুর বনবিভাগের অধীন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জঙ্গল রাস্তায় ছিল বনদপ্তরের এসকর্ট গাড়ি কিংবা হাতি তাড়ানোর বিশেষ গাড়ি ‘ঐরাবত’। তবে, বৃহস্পতিবারের মর্মান্তিক ঘটনার পর, দুই জেলার জঙ্গল অধ্যুষিত প্রত্যেকটি রাস্তাতে গাড়ির ব্যবস্থা করা হয়েছে পরিবহন দপ্তরের পক্ষ থেকে। আর, সেই গাড়িকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে বনদপ্তরের গাড়ি।

বনদপ্তরের উদ্যোগ :

এর মধ্যেই, শুক্রবার খড়্গপুর বনবিভাগের খেমাশুলির জঙ্গলে হাতির আক্রমণে মৃত্যু হয় ভুড়ুরচটি গ্রামের বাসিন্দা অরুণ মল্লিক (৩৭) নামে এক যুবকের। ঝাড়গ্রাম জেলার কেশররেখা রেঞ্জে শনিবার হাতির আক্রমণে মৃত্যু হয় আরো এক মহিলার। আর, আজ, রবিবার বিকেলে ফের খড়্গপুর বনবিভাগের নয়াগ্রাম রেঞ্জের কুকুড়াকুপি এলাকায় এক দাঁতাল রীতিমতো দাদাগিরি দেখালো রাজ্য সড়কের উপর। জানা যায়, রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ খড়্গপুর বনবিভাগের নয়াগ্রাম রেঞ্জের কুকড়াখুপি আর জাহানারার মাঝখানে (ঝাড়গ্রাম জেলা) এই ঘটনাটি ঘটে। রীতিমতো জঙ্গল থেকে বেরিয়ে রাজ্য সড়কের উপর দাদাগিরি দেখালো ওই দাঁতাল। রাজ্য সড়কের উপর ওই কার্যত যমদূতের মতো দাঁতাল হাতিকে দেখেই নিজের বাইক ফেলে পালিয়ে যান এক যুবক। এরপর, হাতিটি তাঁর বাইকে থাকা চালের বস্তা ফেলে,‌ নষ্ট করে তারপর বাকি চাল ভর্তি বস্তা নিয়ে ফের জঙ্গলে প্রবেশ করে। ঘটনায় নতুন করে জঙ্গল রাস্তাগুলোতে আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিকে, মেদিনীপুর বনবিভাগের লালগড় রেঞ্জের তাড়কি গ্রামে রাত্রি ৯টা নাগাদ প্রায় ৮-১০টি হাতি হামলা চালায় মাধব সরেন নামে এক ব্যক্তির মাটির বাড়িতে। জানা যায়, সেই সময় তাঁর নাবালিকা মেয়ে সম্বরী সরেন (৯-১০ বছর বয়সী) পড়াশোনা করেছিল। সেই সময়ই জঙ্গল থেকে হাতিগুলি বেরিয়ে তাঁর মাটির বাড়িতে হামলা চালায়। তাতেই আহত হয় সম্বরী। দ্রুত তাকে উদ্ধার করে লালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। প্রয়োজনে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে বলে রাত্রি ১০টা নাগাদ জানা গেছে।

জঙ্গল রাস্তায় দাঁতালের দাদাগিরি:

তবে, শনিবার থেকেই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার জঙ্গল অধ্যুষিত এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির সংখ্যা বাড়ানো হয়েছে পরিবহন দপ্তরের পক্ষ থেকে। খড়্গপুর ও মেদিনীপুর বনবিভাগের তরফে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার পিড়াকাটা, চাঁদড়া, কলসিভাঙা, জয়পুর, মৌপাল, ভাদুতলা, নয়াবসত, গোয়ালতোড় থেকে মানিকপাড়া, নয়াগ্রাম, লালগড় প্রভৃতি সর্বত্র মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে বলে বনদপ্তর ও পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে। দেখে নিন মেদিনীপুর বনবিভাগের রবিবারের বিজ্ঞপ্তি: ২৬.০২.২০২৩,হাতি: ৫২টি,সকাল-৯.৩০মিনিট,চাঁদড়া রেঞ্জ-গাররা-৬টি,আমাঝর্না১টি, কাদামালমা-১টি,আমগোবরা-২টি,ভাদুতলা রেঞ্জ-ভুতাশোল-২টি,লালগড় রেঞ্জ-বাঁশবের১৫-১৬টি,(জেকে৭৭৯) ১৫-১৭টি, লকাট৪-৫টি, পিড়াকাটা রেঞ্জ-জরনারায়নপুর-১টি, নয়াবসত রেঞ্জ-মৌলডাঙ্গা-১টি, হাতির এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। যোগাযোগ করুন রেঞ্জ চাঁদরা-9874450870, লালগড়-9564568259, পিড়াকাটা-8348161095, ভাদুতলা-9932434220, নয়াবাসত-9434635292। জঙ্গলে যাবেন না, সতর্ক থাকবেন। বিভাগীয় বনাধিকারিক, মেদিনীপুর বনবিভাগ।

আহত নাবালিকা :

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

5 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

1 day ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

6 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

6 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago