Recent

Headmaster and Headmistress: বিদ্যালয় প্রধানদের সংগঠনের প্রথম জেলা সম্মেলন মেদিনীপুরে! ‘বেঁধে বেঁধে’ থাকার আহ্বান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ডিসেম্বর: “আয় আরো বেঁধে বেঁধে থাকি…!” ঐতিহাসিক মেদিনীপুর কলেজের রানী শিরোমণি ভবনে অনুষ্ঠিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের সংগঠনের প্রথম জেলা সম্মেলন থেকে এই বার্তাই দিলেন নেতৃত্বরা। প্রসঙ্গত, অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস (ASFHM)- এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখার প্রথম ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার (৪ ডিসেম্বর)। সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় সম্মেলন। পতাকা উত্তোলন করেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর শাখার বিদায়ী সভাপতি ড. অমিতেশ চৌধুরী। শহিদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের কেন্দ্রীয়, জেলা, ব্লক স্তরের নেতৃত্ব সহ উপস্থিত প্রতিনিধিবৃন্দ। রাজ্যের বিদ্যালয় প্রধানদের একমাত্র অরাজনৈতিক এই সংগঠনের প্রথম ত্রিবার্ষিক জেলা সম্মেলনের উদ্বোধন করেন মেদিনীপুর কলেজের অধ্যক্ষ ড.গোপাল চন্দ্র বেরা।

সম্মেলন:

সম্মেলনের শুরুতে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বলন ও চারাগাছে জল সিঞ্চন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ড. বেরা তাঁর উদ্বোধনী বক্তব্যে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নানা সমস্যার নিরসনে পথ নির্দেশের পাশাপাশি, আগামী প্রজন্মকে বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে আরও যত্নবান হবার আহ্বান জানান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন জেলা বিদ্যালয় পরিদর্শক চাপেশ্বর সর্দার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের বিদায়ী জেলা সভাপতি অমিতেশ চৌধুরী। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন বিদায়ী সম্পাদক ভূপাল প্রসাদ চক্রবর্তী। আয়-ব্যয়ের হিসাব পেশ করেন বিদায়ী কোষাধ্যক্ষ্য সুমন রায়। সম্পাদকীয় প্রতিবেদন উপর আলোচনায় অংশ নেন সাত জন প্রতিনিধি।

সম্মেলনের প্রধান অতিথি তথা সংগঠনের রাজ্য সম্পাদক চন্দন মাইতি তাঁর উদীপ্ত বক্তব্যে শিক্ষা আন্দোলনে অতীত ইতিহাস আরো পাশাপাশি প্রধান শিক্ষকদের স্বতন্ত্র সংগঠন গড়ে তোলার প্রেক্ষিত আলোচনা করেন। তিনি, সবাইকে একযোগে পেশাগত নানা দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি বিভিন্ন দাবিতে সংগঠনের সাফল্যের নজির তুলে ধরেন। আহ্বান জানান, “বেঁধে বেঁধে” থাকার। সম্মেলনে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক-শিক্ষিকা ও আজীবন সদস্য পদ গ্রহণকারী সদস্য-সদস্যাদের সম্মাননা প্রদান করা হয়। সম্মেলনে সাংগঠনিক কাজকর্মের সাথে সাথেই মনোজ্ঞ সাংস্কৃতিক কর্মসূচি উপস্থাপিত হয়। সম্মেলনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি হরিদাস ঘটক। অমর্যাদাকর পে স্কেল সংশোধন, শিক্ষা বর্হিভূত নানা প্রকল্প রূপায়ণের কাজ থেকে অব্যাহতি,নন একাডেমিক কাজে নোডাল অফিসার নিয়োগ সহ নানা দাবিতে সোচ্চার হন উপস্থিত নেতৃত্ব ও প্রতিনিধিবৃন্দ। সম্মেলন থেকে পুনরায় অমিতেশ চৌধুরীকে সভাপতি, ভূপাল প্রসাদ চক্রবর্তীকে সম্পাদক ও সুমন রায়কে কোষাধ্যক্ষ নির্বাচিত করে নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। সহ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে- মানস কুমার মান্না, প্রসূন কুমার পড়িয়া ও যুগল প্রধান। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সুব্রত বারুই, স্বাতী বন্দ্যোপাধ্যায় ও সূর্য্য কান্তি নন্দ। এছাড়াও, কার্যকরী কমিটির সদস্য হিসেবে রয়েছেন রঞ্জিত দাস ও রামকৃষ্ণ পাল।

উপস্থিত সদস্যরা:

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

17 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago