তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৭ জানুয়ারি: স্বামী কর্মসূত্রে বাইরে। বাড়ির ভিতর অর্ধনগ্ন অবস্থায় পড়ে স্ত্রী’র মৃতদেহ! মৃতদেহের পাশে মদের বোতল ও বিভিন্ন খাবার-দাবার পড়ে থাকতে দেখেছেন গ্রামবাসীরা। খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতদেহ উদ্ধার করে, তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৮ নং ওয়ার্ডের জয়ন্তীপুরে। জানা যায়, সোমা পাল (২৬) নামে ওই গৃহবধূ তাঁর আড়াই বছরের কন্যা সন্তানকে নিয়ে বাড়িতে একাই থাকতেন। মহিলার স্বামী গোবিন্দ পাল (৩২) পেশায় সোনার কারিগর। বোম্বেতে থাকেন। সোমবার সকাল থেকেই সোমা পালের কোনও সাড়াশব্দ মেলেনি এবং বাড়ির বাইরেও বেরোননি। এদিন, সকালে সোমা পালের বাড়িতে গোয়ালা দুধ দিতে যায় এবং কারও সাড়া শব্দ না পেয়ে ফিরে যায়। এদিকে, বাড়িতে আড়াই বছরের মেয়ে মায়ের আওয়াজ না পেয়ে সকাল থেকে কান্নাকাটিও করতে থাকে। সেই কান্নাকাটির আওয়াজ শুনেই, প্রতিবেশী এক মহিলা সোমা পালের বাড়িতে যায় কি হয়েছে দেখতে! বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকতেই ওই মহিলার নজরে আসে পুরো ঘটনাটি।
প্রতিবেশী ওই মহিলা বাড়ির ভিতরে, খাটের নিচে প্রায় অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন গৃহবধূর মৃতদেহ! প্রতিবেশী মহিলা ওই দৃশ্য দেখার পরই পাশাপাশি অন্যান্য বাড়ির সকলকে এবং কাছাকাছি থাকা লোকজনকে জানান। এরপরই, মৃত মহিলার বাড়িতে ভিড় জমে যায়। খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে চন্দ্রকোনা থানার ও.সি সহ পুলিশ পৌঁছয়। পরে ঘটনাস্থলে যান ঘাটালের এসডিপিও অগ্নীশ্বর চৌধুরীও। মৃতদেহ উদ্ধার করা হয় এবং তাঁর স্বামীকেও খবর দেওয়া হয়। অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, মৃত মহিলার গলায় রয়েছে আঘাত। মৃতদেহের পাশেই পড়ে ছিল সিগারেট, মদের বোতল এবং বিভিন্ন খাওয়ার-দাওয়ার! আর, এতেই ঘনাচ্ছে রহস্য। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর প্রকৃত কারণ বোঝা যাবে। তবে, এলাকাবাসী জানিয়েছেন, মৃত সোমা পাল তাঁর আড়াই বছরের মেয়েকে নিয়ে একাই থাকতেন। প্রতিবেশীদের সাথে তেমন কোনও সম্পর্ক ছিলনা। বাড়িতে স্বামী না থাকলেও, মাঝে মধ্যে বাড়িতে অচেনা লোকের আনাগোনা ছিল! এদিনও তেমন কোনো ঘটনা ঘটতে পারে বলে গ্রামবাসীদের অনুমান। তারপরই হয়তো খুনের ঘটনা ঘটতে পারে! মৃত মহিলার স্বামী এবং তাঁর বাপের বাড়ি (ঘাটাল থানার মনোহরপুরে)-তে খবর দেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় নিঃসন্দেহে চাঞ্চল্য ছড়িয়েছে!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: "দাদু বেঁচে থাকলে খুব খুশি হতেন...!" চোখে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: বাবা সবজি বিক্রেতা। মা গৃহবধূ। দারিদ্র্যের সাথে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ মে: রাজস্থানের জয়সলমীরে ভারতের হাতে বন্দি হলো এক পাকিস্তানি যুদ্ধবিমানের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: খুব সামান্য কয়েকটা বিষয়ে 'অমিল' থাকলেও, দুই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের মেধাতালিকাতেও জায়গা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: দিনেদুপুরে শোনা যেত গুলির আওয়াজ। রাস্তায় পড়ে…