Covid Protocol

Utsav & Relaxation: জঙ্গলমহল উৎসবের সূচনা! একধাক্কায় অনেক কমল সংক্রমণের হার, রাজ্য সরকারও দিল আরো অনেক ছাড়

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ১৭ জানুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর ও পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের উদ্যোগে শুরু হল অষ্টম জঙ্গলমহল উৎসব। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় সোমবার (১৭ জানুয়ারি) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। চলবে আগামী বুধবার অবধি। পশ্চিম মেদিনীপুর জেলা কালেক্টরেট প্রাঙ্গণে সোমবার দুপুরে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর ও স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। এছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বুলু চিক বরাইক, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডঃ রশ্মি কমল, মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়া, বিধায়ক ও সভাধিপতি উত্তরা সিংহ হাজরা প্রমুখ। তিন’দিনব্যাপী এই অষ্টম জঙ্গলমহল উৎসবে, আদিবাসী ও স্থানীয় সংস্কৃতি এবং পর্যটনের মেলবন্ধন ঘটবে। এছাড়াও, পশ্চিম মেদিনীপুরের আদিবাসী সহ বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর নৃত্যগীত পরিবেশিত হবে। অনুষ্ঠিত হবে জঙ্গলমহলের জীবন-জীবিকা প্রকৃতি পর্যটনের বিকাশ ও আদিবাসী সংস্কৃতি উন্নয়ন বিষয়ক আলোচনা সভা। এছাড়াও, অনুষ্ঠানে থাকবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের স্টল ও জঙ্গলমহলের সামগ্রী কেনাবেচার কারিগরি হাট। ঠিক একইরকম ভাবে ঝাড়গ্রাম জেলায় জঙ্গলমহল উৎসবের সূচনা করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ছিলেন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা সহ অন্যান্যরা। ঝাড়গ্রাম কিংবা পশ্চিম মেদিনীপুর, অনুষ্ঠানের মূল সুর যেন ঘিরে ছিল আদিবাসী ও লৌকিক সংস্কৃতিকে কেন্দ্র করে। আদিবাসী নৃত্য, ছৌ নৃত্য, ধামসা-মাদলের বোল প্রভৃতি দিয়েই অনুষ্ঠানের সূচনা হয়ে গেল জঙ্গলমহলে।

জঙ্গলমহল উৎসবের সূচনা পশ্চিম মেদিনীপুরে:

সূচনা ঝাড়গ্রামে :

এদিকে, বেশ কিছুটা শক্তি হারালো তৃতীয় ঢেউ। এক ধাক্কায় সংক্রমণের হার কমে গেল রাজ্য ও জেলায়। রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৯৩৮৫ জন। তবে, টেস্ট হয়েছে মাত্র ৩৫,৫১৫-টি। সংক্রমণের হার সামান্য কমে ২৬.৪৩ শতাংশ। অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে এই হার ৭.৩০ শতাংশ। গত চব্বিশ ঘণ্টায় ৮৬৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে পশ্চিম মেদিনীপুরে।‌ সংক্রমিত মাত্র ৬৭ (জেলার ৬৩, ভিন জেলা ৪)। গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়নি। উৎসবের আবহেও সংক্রমণ না বাড়ায় খুশি রাজ্য প্রশাসন ও জেলা প্রশাসন। আর, এই খুশিতেই রাজ্য সরকার বিধি-নিষেধ আরো শিথিল করলো। ছাড় দেওয়া হল, জিম, আউটডোর শুটিং এবং যাত্রার উপর। ৫০ শতাংশ নিয়ে রাত্রি ৯ টা অবধি খোলা যাবে জিম। যাত্রাও তাই। তবে, খোলা মাঠে হলে সর্বাধিক ২০০ জন নিয়ে যাত্রা অনুষ্ঠিত হতে পারে। আগেই বিয়েবাড়ির ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছিল। কোভিড বিধি মেনে ছাড় দেওয়া হয়েছে আউটডোর শুটিং এও। তৃতীয় ঢেউ এবার আর তেমন দাঁত বসাতে পারেনি বলেই এই সিদ্ধান্ত রাজ্য সরকারের! তবে, বিশেষজ্ঞদের অনেকেই প্রশ্ন তুলেছেন, মেলা-খেলা-যাত্রা কিংবা সমস্ত অনুষ্ঠানে যখন ছাড় দেওয়া হচ্ছে, ৫০ শতাংশ নিয়ে ধাপে ধাপে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় কেন খোলা হচ্ছেনা!

তুলে দেওয়া হচ্ছে ধামসা মাদল :

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি:

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago