Recent

West Midnapore: “এই ইঁট দিয়ে মারব বিচারককে”, পশ্চিম মেদিনীপুরের আদালতে হুলুস্থুল কাণ্ড

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: আদালত চত্বরে হুলুস্থুল কাণ্ড। ইঁট হাতে দাঁড়িয়ে যুবক! অতিরিক্ত দায়রা আদালতের বিচারককে মারবেন তিনি, এমনই দাবি তাঁর। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা আদালত চত্বরের। আর, শুক্রবারের এই ঘটনায় আদালত চত্বরে নিমেষে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতকে শনিবারই তোলা হয় ঘাটাল আদালতে। জানা যায়, শুক্রবার আদালত চত্বরে বিচারপ্রার্থীদের ভিড়ের মধ্যে এক যুবক নজর কাড়ে আদালত চত্বরের আইনজীবীদের! তাঁরা দেখেন, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের এজলাসের বাইরে, প্রধান গেটের সামনে মোটরবাইক আটকে রেখেছে এক যুবক। আইনজীবীরা ভাবেন, ডিস্ট্রিক্ট জাজের প্রধান গেটের সামনে কেন মোটরবাইক দাঁড় করানো আছে? তখনই নজরে আসে লম্বা-চওড়া-ফর্সা হাফ শার্ট গেঞ্জি পরা এক যুবককে ইঁট হাতে দাঁড়িয়ে থাকতে। ওই যুবক বলেন, তিনি এই ইঁট দিয়ে মারবেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সঞ্জয় শর্মাকে! আর এই ঘটনা জানাজানি হতেই আইনজীবী থেকে শুরু করে বিচারকরা সকলে দ্রুত ফোন করেন ঘাটাল থানায়। খবর পেয়ে দ্রুত ঘাটাল থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যায়। ধৃতকে শনিবার তোলা হয় ঘাটাল আদালতে।

আদালত চত্বরে তখন হুলুস্থুল কাণ্ড:

পুলিশ জানায়, ধৃত যুবকের নাম প্রিয়রঞ্জন বসু। যুবক চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌর এলাকার বাসিন্দা। যদিও, ইতিমধ্যে ৩০৭,৩৫৩,১৮৬,৩৪১/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে ওই ধৃত যুবকের বিরুদ্ধে। এখন দেখার, আদালত কি রায় দেয় এই যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, স্ত্রী’র সাথে ওই যুবকের বিবাহ বিচ্ছেদের মামলা হয়। সেই মামলার অর্ডার কপি হাতে না পাওয়ার জন্যই এই ঘটনা ঘটায় যুবক। এলাকা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ধৃত যুবক মানসিক অবসাদে ভুগছিলেন। ২০১৬ সালে রাস্তা সম্প্রসারণের কারণে, যুবকের মিষ্টি দোকানটি ভেঙে দেওয়া হয়। এছাড়াও, স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের আইনি সংঘাত চলে। ধৃত যুবক ক্ষীরপাই পৌরসভায় ঠিকাদারি ব্যবসা করতে গিয়েও নানা সমস্যায় পড়েন। কিছুদিন আগেও ক্ষীরপাই পৌরসভায় ধৃত যুবক এই ধরনের কান্ড ঘটিয়ে বসেন। স্থানীয়রা ওই যুবকের চিকিৎসার ব্যাপারে উদ্যোগ নিলেও, শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। একাকীত্ব থেকে বা মানসিক ভারসাম্যহীনতা থেকেই যুবক এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অনেকেই মনে করছেন।

ঘাটাল মহকুমা আদালত:

News Desk

Recent Posts

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

23 hours ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

1 day ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

2 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

6 days ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

7 days ago

Midnapore: “আপনাদের বেতনটা কত বেড়েছে…?”, নিজের গড়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষোভের মুখে মন্ত্রী শ্রীকান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…

1 week ago