Recent

Midnapore: “নানা বাধা উপেক্ষা করে এগিয়ে চলেছি!” জঙ্গলমহলে জোরদার প্রচার শুভজিতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ নভেম্বর: কাঁথির সাংসদ তথা মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের ইনচার্জ সৌমেন্দু অধিকারী এবং বিধানসভা উপনির্বাচনের প্রার্থী শুভজিৎ রায়ের উপস্থিতিতে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন দলের একনিষ্ঠ কর্মী তথা বিশেষভাবে সক্ষম নিখিল সাউ। শনিবার বিকেলে জঙ্গলমহল শালবনীর গড়মাল অঞ্চলের জাড়া এলাকায় এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয় বিধানসভা উপনির্বাচনকে নির্বাচনকে সামনে রেখে। উল্লেখ্য যে, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে শালবনী ব্লকের গড়মাল অঞ্চল (গ্রাম পঞ্চায়েত) বিজেপি-র দখলেই ছিল। যদিও, সংরক্ষণের কারণে ‘প্রধান’ পদটি যায় শাসকদলের দখলে। ২০২৩ সালেও গড়মাল অঞ্চল দখলে রাখে শাসকদলই। কিন্তু, এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিজেপি-র যথেষ্ট প্রভাব রয়েছে। ফলে আর জি কর কাণ্ডের আবহে বিধানসভা উপনির্বাচনে এই এলাকায় ভাল ফল করা নিয়ে যথেষ্ট আশাবাদী গেরুয়া শিবির। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, টানা বেশ কয়েক বছর ধরে শালবনী ব্লকের অবজার্ভার হিসেব দায়িত্বে থাকা শুভজিৎ রায়ই এবার প্রার্থী। অন্যদিকে, এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বিকাশ সিং সহ প্রায় ১০-১৫ জন কর্মী এদিন বিজেপি-তে যোগ দেওয়ায় উচ্ছ্বসিত বিজেপি নেতৃত্ব। যদিও, তৃণমূলের ব্লক সভাপতি জ্যোতিপপ্রসাদ মাহাত জানান, বিকাশ সহ কেউই তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন না।

জাড়াতে যোগদান:

বিজ্ঞাপন (Advertisement):

এনিয়ে কাঁথির সাংসদ তথা মেদিনীপুর বিধানসভার ইনচার্জ সৌমেন্দু অধিকারী বলেন, “আমাদের প্রার্থী শুভজিৎ রায় এই এলাকায় এমনিতেই যথেষ্ট জনপ্রিয়। তাছাড়াও, তৃণমূলের কাজকর্মে বিরক্ত হয়ে অনেকেই আজ বিজেপি-তে যোগদান করলেন। ফলে জঙ্গলমহলে আমরা ভালো ফল করব এটুকু বলতে পারি।” অন্যদিকে, শুভজিৎ বলেন, “মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। শুধু আর জি কর কাণ্ড নয়, তারপরেও রাজ্য জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। তাই, নারী শক্তি এবার রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ভোট দিতে প্রস্তুত।” শুভজিতের সংযোজন, “তৃণমূলের সন্ত্রাস এবং পুলিশের হুমকি-প্রলোভন উপেক্ষা করেও আমরা এগিয়ে চলেছি। এই নির্বাচনে জয়লাভের বিষয়ে আমরা নিশ্চিত।”

বিজ্ঞাপন (Advertisement):

এর আগে, শনিবার সকাল থেকে দুপুর অবধি প্রচারের মাঝেই শনিবার দুপুরে নিজের পাড়ায়, অর্থাৎ মেদিনীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বার্জটাউন এলাকায় কালীপুজো উপলক্ষে আয়োজিত নরনারায়ণ সেবায় বা আন্নকূট বিতরণে হাত লাগান মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের BJP প্রার্থী শুভজিৎ রায় (বান্টি)। এদিন তিনি নিজের হাতে এলাকাবাসীদের খিঁচুড়ি পরিবেশন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভজিৎ বলেন, সকাল থেকে মেদিনীপুর শহরের ১৬, ১৭ এবং ১৮নং ওয়ার্ডে প্রচার ও শোভাযাত্রার পর প্রথমে হাতারমাঠ এলাকায় নরনারায়ণ সেবা বা অন্নকূট বিতরণে অংশ নিয়েছিলেন তিনি। এরপর নিজের পাড়াতেই অর্থাৎ বার্জটাউনের কালীপুজোতে খিঁচুড়ি পরিবেশনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শুভজিৎ। ঠিক প্রচার নয়, সকলের সঙ্গে মিলিত হওয়াই তাঁর লক্ষ্য বলেও এদিন জানিয়েছেন বিজেপি প্রার্থী।

নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন:

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

5 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago