দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ নভেম্বর: জমি সংক্রান্ত বিবাদের জের। খড়্গপুরে নৃশংসভাবে গলার নলি কেটে খুন করা হল উমাশংকর মাহাত নামে বছর ৫০-র এক ব্যক্তিকে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত কলাইকুন্ডার পড়াডিহা বাজার এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে রবিবার সকালে জানা গিয়েছে, উমাশঙ্কর পেশায় একজন জমি ব্যবসায়ী। বাড়ি কলাইকুন্ডার কোরিয়াশোল এলাকায়।
এও জানা গিয়েছে, খড়গপুর লোকাল থানার অন্তর্গত কলাইকুন্ডার পড়াডিহা বাজার এলাকায় শুক্রবার থেকে চলছিল রাস উৎসব। সেই রাস উৎসব কমিটির সভাপতিও ছিলেন মৃত উমাশঙ্কর। অভিযোগ, শনিবার রাতে মেলা চলাকালীন উমাশঙ্কর নিজের দোকানে বসে ছিলেন। সেই সময় হঠাৎই তিন দুষ্কৃতী দোকানে এসে উপস্থিত হয়। তারপর ধারালো অস্ত্র দিয়ে উমাশংকরের গলার নলি কেটে মৃতদেহটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়েই রবিবার ভোররাতে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত তিন ব্যক্তি। ইতিমধ্যেই পুলিশ তাদের খোঁজে এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, জমি সংক্রান্ত বিবাদের জেরে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে।
রবিবার দুপুরে পরিবারের সদস্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, তাদেরই পরিবারের সদস্য রাজু মাহাত এবং মঙ্গল মাহাতর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল উমাশংকরের। শনিবার রাতে রাজু মাহাত, মঙ্গল মাহাত সহ আরো একজন পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে খুন করে পালিয়ে যায়। এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে মৃতের পরিবারের সদস্যরা খড়গপুর লোকাল থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।