Recent

NSS: এনএসএস এর কাজের বিচারে রাজ্যে প্রথম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! এইডস দিবসে একাধিক কর্মসূচি বিশ্ববিদ্যালয় ও মেদিনীপুর কলেজে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ ডিসেম্বর: ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এনএসএস বা জাতীয় সেবা প্রকল্প (National Service Scheme) এর কাজের বিচারে রাজ্যের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত হয়েছে ‘জঙ্গলমহলের গর্ব’ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বুধবার (১ ডিসেম্বর) বিশ্ব এইডস দিবসের (AIDS Day) উদ্বোধনী অনুষ্ঠানে এই খুশির খবরটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু। ড. বসু বলেন, “এই খবর অত্যন্ত গর্বের। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়কে আরো ভালো ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। এজন্য ধন্যবাদ প্রাপ্য এনএসএস এর কো-অর্ডিনেটর সহ সকল অধ্যাপক ও অধ্যাপিকা এবং আমাদের প্রিয়-ছাত্র ছাত্রী তথা এনএসএস ভলান্টিয়ারদের।” এদিন, বিশ্ব এইডস দিবস (World AIDS Day) উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি (পদযাত্রা) বের হয়। প্রায় ১২০ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত এই সুসজ্জিত র‍্যালিতে অংশগ্রহণ করেন উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু, কলা বিভাগের ডিন অধ্যাপক তপন কুমার দে, রেজিষ্ট্রার ড. জয়ন্ত কিশোর নন্দী, ছাত্রকল্যাণ বিভাগের ডিন (ডিন, স্টুডেন্ট ওয়েলফেয়ার) ড. অশোক কুমার এবং এনএসএস এর কো-অর্ডিনেটর অধ্যাপক দেবদুলাল ব্যানার্জী। পদযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের বিএন শাসমল প্রেক্ষাগৃহে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ডাঃ শক্তিপদ মুর্মু এবং ডাঃ রবীন্দ্রনাথ প্রধান। রেড রিবন ক্লাবের সহায়তায়, ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের (‘আজাদী কা অমৃত মহোৎসব’) অঙ্গ হিসেবে বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের র‍্যালি :

অন্যদিকে, বুধবার আন্তর্জাতিক এইডস দিবস উপলক্ষে, মেদিনীপুর কলেজ (স্বশাসিত) এর, NSS ইউনিট এর পক্ষ থেকেও একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘বিশ্ব এইডস দিবস’ উদযাপনের অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হয় একটি সুসজ্জিত র‍্যালি বা পদযাত্রার। এরপর, একটি রক্তদান শিবির আয়োজিত হয়। প্রায় একশো জন রক্তদাতা এই শিবিরে অংশগ্রহণ করেন। এর মধ্যে, ৩৮ জন মহিলা রক্তদাতা ছিলেন। রক্তদান শিবিরের উদ্বোধন করে, কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা বলেন, “কলেজের এনএসএস বিভাগের উদ্যোগে, এই বিশেষ দিনে সমাজের কল্যাণের স্বার্থে এই মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।” অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে অতিরিক্ত জেলাশাসক (সমাজকল্যাণ) কেম্পা হোন্নাইয়া এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এনএসএস বিভাগের কো-অর্ডিনেটর অধ্যাপক দেবদুলাল ব্যানার্জী। এছাড়াও, উপস্থিত ছিলেন মর্নিং ইন চার্জ ড. গৌতম ঘোষ এবং কলেজের এনএসএস এর কো-অর্ডিনেটর ড. পার্থ প্রতিম মাইতি।

মেদিনীপুর কলেজের রক্তদান শিবির :

মেদিনীপুর কলেজের অনুষ্ঠানে :

News Desk

Recent Posts

Medinipur: একে একে ছেড়ে গেছেন বাবা-মা, মানুষ করেছেন দাদু-দিদা; উচ্চ মাধ্যমিকে জেলায় মেয়েদের মধ্যে প্রথম সেই ‘লড়াকু’ রিয়াই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: "দাদু বেঁচে থাকলে খুব খুশি হতেন...!" চোখে…

19 hours ago

Midnapore: বাবা সবজি বিক্রেতা, দারিদ্র্যের সাথে লড়েই ‘শালবনীর সেরা’ সুইটি! সাফল্য উৎসর্গ দেশের ‘নারীশক্তি’-কে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: বাবা সবজি বিক্রেতা। মা গৃহবধূ। দারিদ্র্যের সাথে…

23 hours ago

Operation Sindoor: সরাসরি পাকিস্তানের রাজধানীতে হামলা, বন্দী পাইলট! ভারতের প্রত্যাঘাতে কাঁপছে ইসলামাবাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ মে: রাজস্থানের জয়সলমীরে ভারতের হাতে বন্দি হলো এক পাকিস্তানি যুদ্ধবিমানের…

1 day ago

Midnapore: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় মেদিনীপুর কলেজিয়েট স্কুলের দুই ছাত্র! সৌম্যসুন্দর ও সাগ্নিকের পরবর্তী লক্ষ্য IIT

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: খুব সামান্য কয়েকটা বিষয়ে 'অমিল' থাকলেও, দুই…

3 days ago

Midnapore: মাধ্যমিকে দশমের পর উচ্চমাধ্যমিকে পঞ্চম মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের বীরেশ! সাফল্য সেল্ফ স্টাডিতেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের মেধাতালিকাতেও জায়গা…

3 days ago

Midnapore: মাধ্যমিকে ৯২ শতাংশ নম্বর! ডাক্তার হতে চায় শালবনীর সিভিক-কন্যা, স্বপ্নপূরণে পাশে থাকার আশ্বাস পুলিশ সুপারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: দিনেদুপুরে শোনা যেত গুলির আওয়াজ। রাস্তায় পড়ে…

3 days ago