Recent

Midnapore: বিদ্যাসাগর প্রতিষ্ঠিত বিদ্যালয় ভবন ভেঙে পড়ার ঘটনায় ‘গণেশের বাহন’-কে দায়ী করলেন PWD’র আধিকারিক

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৫ জুলাই:”ইঁদুরের দাপটে দেওয়ালের কিছু অংশ আলগা হয়ে গিয়েছিল। সেই দেওয়াল গুলির উপর চাপ পড়ার পরই কিছু অংশ ভেঙে যায়। তার প্রতিক্রিয়ায় পাশের দেওয়াল-ও ভেঙে পড়ে।” প্রায় দেড়শো বছরের সুপ্রাচীন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত ভগবতী বিদ্যালয়ের মাটির তৈরী ‘হেরিটেজ’ ভবনের একাংশ ভেঙে পড়ার ঘটনায় এমনটাই পর্যবেক্ষণ, পূর্ত দফতরের (PWD) দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অঞ্জন মিত্রের। তাঁর মতে, “কাজের বিষয়ে বিন্দুমাত্র ত্রুটি ছিল না। সচেতন ভাবে প্রতিটি কাজ করা হচ্ছিল। বেঙ্গালুরু IISC’র পরামর্শ নিয়েই কাজ করা হচ্ছিল। যাঁরা এই কাজ করছিলেন, তাঁরা দীর্ঘদিন ধরে মাটির কাজই করেন। এই জেলার লোককে দিয়েই কাজ করানো হচ্ছিল। যেখানে বাঁশ ছিল, সেখানে কাঠের পাটাতন ব্যবহার করা হয়েছে।‌ কাজের বিষয়ে বিন্দুমাত্র আপোষ করা হয়নি। তবে, ইঁদুর কিছু কিছু দেওয়াল আলগা করে দিয়েছিল। তার উপর চাপ পড়েই এই ঘটনা!” প্রথমে ক্যামেরা দেখে বিরক্ত হলেও, পরে ‘রাগ’ প্রশমিত করে, মঙ্গলবার এই কথাগুলি-ই বলেন অঞ্জন বাবু। যদিও, এলাকাবাসী এখনও দাবি করছেন, ঠিকাদারি সংস্থার গাফিলতিতেই ভেঙে পড়েছে বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত হেরিটেজ বাড়িটি!

পরিদর্শনে আধিকারিকরা (মাঝে অঞ্জন মিত্র, পাঞ্জাবি পরিহিত):

উল্লেখ্য যে, সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ওই ভবনের বেশ অনেকখানি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে! সর্বস্তর থেকেই অভিযোগের আঙ্গুল তোলা হয়েছিল পূর্ত দফতরের দিকে। তারপরই মঙ্গলবার বিদ্যাসাগরের তৈরি ভেঙে পড়া হেরিটেজ বাড়িটি দেখভালের দায়িত্বে থাকা পিডব্লিউডি’র ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। আর তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ পি ডব্লু ডি অপরিকল্পিতভাবে এই বাড়িটির কাজ করছিল গত দেড় বছর ধরে। উল্লেখ্য, ২০১৯ সালে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দ্বি-শতবার্ষিকী উপলক্ষে বীরসিংহে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ভবনটিকেই ‘হেরিটেজ’ ঘোষণা করেছিলেন। বাড়িটি দেখভালের দায়িত্বে ছিল, ‘হেরিটেজ কমিশন’। তাঁদের পক্ষ থেকেই সংস্কারের কাজ করানো হচ্ছিল পূর্ত দপ্তরকে দিয়ে। অভিযোগ, স্কুল পরিচালন কমিটি থেকে শুরু করে এলাকার মানুষজন বাড়িটির কাজের বিষয়ে কিছুই জানতেন না। এমনকি, এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের-ও অন্ধকারে রাখা হয়েছিল। বাড়িটি সংস্কারের সময় কোন বোর্ড লাগানো হয়নি বলেও অভিযোগ। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন বীরসিংহ ডেভেলপমেন্ট অথোরিটির সেক্রেটারি তথা মহকুমাশাসক সুমন বিশ্বাস সহ একাধিক প্রশাসনিক কর্তা। তাঁরা এই বিষয়ে কিছু মন্তব্য করেননি! দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার অঞ্জন মিত্রকে সংবাদমাধ্যম এ বিষয়ে প্রশ্ন করলে প্রথমে তিনি বিরক্ত হয়ে বলেন, “আমি আপনাদের বিজ্ঞাপন দেওয়ার জন্য আসিনি।” একপ্রকার তিনি সংবাদ মাধ্যমের মাইক্রোফোন বা বুম-কে হাত দিয়ে সরিয়ে দেন। পরে অবশ্য, ইঁদুরের উপর দায় চাপান! এলাকাবাসীর মন্তব্য, “দেড়শো বছরেও ইঁদুর কিছু করতে পারলনা! PWD দায়িত্ব নেওয়ার পর-ই ইঁদুরের উপদ্রব বেড়ে গেল!”

ভেঙে পড়া অংশ:

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago