Recent

Midnapore: সাইকেল চালিয়ে টিউশন পড়তে যাওয়ার পথেই ছোঁ মেরে ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী! টাকা-পয়সা নয়, বই-খাতা ফিরে পেতে থানায় সঞ্জনা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: সাইকেল চালিয়ে টিউশন পড়তে যাচ্ছিলেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী সঞ্জনা জানা। ব্যাগে বই-খাতা ছাড়াও ছিল টিউশন (কোচিং সেন্টারের)-এর বেতন স্বরূপ প্রায় সাড়ে চার হাজার টাকা। কোনোভাবে স্থানীয় দুষ্কৃতী তা বুঝতে পেরেছিল, তাই স্কুটিতে করে এসে সঞ্জনা’র সাইকেলের সামনের খাঁচা (বাস্কেট) থেকে ছোঁ পেরে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। টাকা-পয়সা ছাড়াও ব্যাগে ছিল বই, খাতা, গুরুত্বপূর্ণ নোটস প্রভৃতি। টাকা-পয়সার থেকেও সঞ্জনা চিন্তিত এই বই-খাতা-নোটস নিয়েই। কারণ, এসবের যে বিকল্প হয়না! তাই, বিদ্যাসাগরের মেদিনীপুরে দাসপুর থানার ছাত্রী সঞ্জনা থানার দ্বারস্থ হয়েছেন। তাঁর আবেদন, “টাকা-পয়সা না হলেও হবে, আমার বই-খাতা সহ ব্যাগ-টি ফিরিয়ে দিন।” সঞ্জনা’র অভিযোগ, স্কুটিতে করে অজ্ঞাত পরিচয় এক যুবক এসে তাঁর সাইকেলের সামনের খাঁচায় থাকা বইয়ের ব্যগ তুলে নিয়ে নিমেষে পালিয়ে যায়। ঘটনাকে ঘিরে বুধবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়ায় দাসপুর থানার যদুপুর গ্রামে। এরপর, টাকা নয়, পড়ার বই ফিরে পেতে দাসপুর থানার দ্বারস্থ হন সঞ্জনা। আশ্বাস দিয়েছে পুলিশ।

ঘটনার বিবরণ দিচ্ছেন সঞ্জনা :

জানা গেছে, দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রামের বাসিন্দা অক্ষয় জানার মেয়ে সঞ্জনা রাজনগর ইউনিয়ন হাইস্কুলের দ্বাদশ শ্রেনীর ছাত্রী। বুধবার সকালে রাজনগরে টিউশন পড়তে যাওয়ার সময় হঠাৎই পিছন থেকে একটি স্কুটিতে করে এসে অজ্ঞাতপরিচয় এক যুবক তাঁর সাইকেলের সামনে রাখা ব্যাগ নিয়ে চম্পট দেয়। সঞ্জনা জানান, ব্যাগে বই নোটসের পাশাপাশি টিউশনের স্যারেদের দেওয়ার জন্য মোট সাড়ে চার হাজার টাকা ছিল। তবে, এই ছিনতাইয়ের কিছুক্ষণ আগেই মোবাইলে কথা বলে মোবাইলটি সঞ্জনা আলাদাভাবে ব্যাগের বাইরে রাখায় মোবাইলটি ছিনতাইকারী ছিনতাই করতে পারেনি। সঞ্জনা ও তাঁর পরিবারের তরফে ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে। সঞ্জনা’র দাবি, মাসের প্রথমের দিক ছিল, আগে থেকেই ওই দুষ্কৃতী হয়তো ফলো করে জানতে পেয়েছিল ব্যাগে টাকা আছে। তাই এই ছিনতাই! তবে, তাঁর আর্জি, “টাকা না হলেও হবে; পড়াই বই, খাতা ও নোটসগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক পুলিশ।” এদিকে, এই ঘটনায় স্বভাবতই কপালে চিন্তার ভাঁজ সঞ্জনা’র মা সুপর্ণা দেবীর। একইসঙ্গে, সাত সকালে, দিনের আলোয় এই ধরনের ঘটনা ঘটায় চিন্তিত এলাকাবাসীও। পুলিশের তরফে দ্রুত দুষ্কৃতীকে ধরার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

দাসপুর থানা :

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago