Recent

Midnapore: “মুজিবর তোমাকেই চাই!” প্রেমের টানে স্বামীকে ছেড়েছেন, এবার প্রেমিকের ‘দুয়ারে’ ধর্না পশ্চিম মেদিনীপুরের তরুণীর

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুলাই: “আমি মুজিবরকে বিয়ে করতে চাই! যতক্ষণ না মুজিবর আমায় বিয়ে করে, ততক্ষণ পর্যন্ত ধরনা চলবে।” গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার ধর্না। আর, তা জানতে পেরেই প্রেমিকার বাড়ির সামনে উপচে পড়া ভিড়। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ! রবিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত ক্ষীরপাই পৌর এলাকার কাশীগঞ্জে। প্রেমিকার দাবি, “৮ বছরের প্রেমের সম্পর্ক। সমস্ত ধরনের সম্পর্ক হয়েছে। ওর জন্য স্বামীকে ছেড়ে চলে এসেছি। আর, এখন বলছে বিয়ে করতে পারব না।” সেনাবাহিনীর কর্মী প্রেমিক মুজিবর চৌধুরী’র বিরুদ্ধে এমনই অভিযোগ ওই তরুণীর। থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও দাবি করেছেন। রবিবার সন্ধ্যা পর্যন্ত ধর্না চলার পর, ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ আধিকারিক-রা গিয়ে ওই তরুণীকে বুঝিয়ে সুজিয়ে থানায় নিয়ে আসেন।

জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার হাটপুকুর গ্রামের বছর ২৫-এর তরুণী’র সাথে প্রায় ৮ বছরের সম্পর্ক চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌর এলাকার কাশিগঞ্জের বাসিন্দা তথা পেশায় সেনাবাহিনীর কর্মী মুজিবর চৌধুরীর। প্রেমিকা রুকমা (নাম পরিবর্তিত)’র অভিযোগ, মুজিবরের সঙ্গে প্রায় আট বছরের প্রেমের সম্পর্ক। সম্পর্কের কথা জানতে পেরে, খুব অল্প বয়সেই (১৭-১৮ বছর বয়সে) তাঁর পরিবার অন্যত্র বিয়ে দিয়ে দেয়। তারপরেও মুজিবরের সঙ্গে সম্পর্ক চলতে থাকে। অভিযোগ, রুকমা’কে (নাম পরিবর্তিত) তাঁর প্রেমিক নানা প্রলোভন দেয়। রুকমা (নাম পরিবর্তিত) এদিন সাংবাদিকদের জানান, “আমাকে বলে, তুমি তোমার স্বামীকে ছেড়ে দিয়ে চলে এসো, আমি তোমায় বিয়ে করব।” এমনকি একাধিকবার সহবাসের-ও অভিযোগ তোলেন তিনি।

প্ল্যাকার্ড নিয়ে প্রেমিকার ধর্না:

প্রেমিকের আশ্বাসে, অবশেষে বছরখানেক হল রুকমা (নাম পরিবর্তিত) তাঁর স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে চলে আসেন। এদিকে, মুজিবর তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন! তাই, রবিবার মুজিবরের কাছে তার স্ত্রী’র অধিকারের দাবিতে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে অবস্থানে বসেন রুকমা (নাম পরিবর্তিত)। তাঁর দাবি, এ বিষয়ে তিনি চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে মুজিবরের কাছ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি। তবে, মুজিবরের পরিবারের দাবি তাঁদের ছেলেকে ফাঁসানো হচ্ছে। তাঁদের ছেলে জানত না যে, এই মেয়ের বিয়ে হয়েছে। অল্প কিছুদিন ধরে তাঁদের ছেলের সাথে রুকমা (নাম পরিবর্তিত)’র প্রেম ভালোবাসা গড়ে উঠেছিল। উল্টে তাঁদের ছেলের কাছ থেকে রুকমা (নাম পরিবর্তিত) অনেক টাকা নিয়েছে বলে অভিযোগ। পুলিশের পক্ষ থেকে বিষয়টি মেটানোর জন্য হস্তক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে।

মীমাংসার চেষ্টায় পুলিশ :

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago