Recent

Midnapore: “মুজিবর তোমাকেই চাই!” প্রেমের টানে স্বামীকে ছেড়েছেন, এবার প্রেমিকের ‘দুয়ারে’ ধর্না পশ্চিম মেদিনীপুরের তরুণীর

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুলাই: “আমি মুজিবরকে বিয়ে করতে চাই! যতক্ষণ না মুজিবর আমায় বিয়ে করে, ততক্ষণ পর্যন্ত ধরনা চলবে।” গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার ধর্না। আর, তা জানতে পেরেই প্রেমিকার বাড়ির সামনে উপচে পড়া ভিড়। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ! রবিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত ক্ষীরপাই পৌর এলাকার কাশীগঞ্জে। প্রেমিকার দাবি, “৮ বছরের প্রেমের সম্পর্ক। সমস্ত ধরনের সম্পর্ক হয়েছে। ওর জন্য স্বামীকে ছেড়ে চলে এসেছি। আর, এখন বলছে বিয়ে করতে পারব না।” সেনাবাহিনীর কর্মী প্রেমিক মুজিবর চৌধুরী’র বিরুদ্ধে এমনই অভিযোগ ওই তরুণীর। থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও দাবি করেছেন। রবিবার সন্ধ্যা পর্যন্ত ধর্না চলার পর, ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ আধিকারিক-রা গিয়ে ওই তরুণীকে বুঝিয়ে সুজিয়ে থানায় নিয়ে আসেন।

জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার হাটপুকুর গ্রামের বছর ২৫-এর তরুণী’র সাথে প্রায় ৮ বছরের সম্পর্ক চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌর এলাকার কাশিগঞ্জের বাসিন্দা তথা পেশায় সেনাবাহিনীর কর্মী মুজিবর চৌধুরীর। প্রেমিকা রুকমা (নাম পরিবর্তিত)’র অভিযোগ, মুজিবরের সঙ্গে প্রায় আট বছরের প্রেমের সম্পর্ক। সম্পর্কের কথা জানতে পেরে, খুব অল্প বয়সেই (১৭-১৮ বছর বয়সে) তাঁর পরিবার অন্যত্র বিয়ে দিয়ে দেয়। তারপরেও মুজিবরের সঙ্গে সম্পর্ক চলতে থাকে। অভিযোগ, রুকমা’কে (নাম পরিবর্তিত) তাঁর প্রেমিক নানা প্রলোভন দেয়। রুকমা (নাম পরিবর্তিত) এদিন সাংবাদিকদের জানান, “আমাকে বলে, তুমি তোমার স্বামীকে ছেড়ে দিয়ে চলে এসো, আমি তোমায় বিয়ে করব।” এমনকি একাধিকবার সহবাসের-ও অভিযোগ তোলেন তিনি।

প্ল্যাকার্ড নিয়ে প্রেমিকার ধর্না:

প্রেমিকের আশ্বাসে, অবশেষে বছরখানেক হল রুকমা (নাম পরিবর্তিত) তাঁর স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে চলে আসেন। এদিকে, মুজিবর তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন! তাই, রবিবার মুজিবরের কাছে তার স্ত্রী’র অধিকারের দাবিতে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে অবস্থানে বসেন রুকমা (নাম পরিবর্তিত)। তাঁর দাবি, এ বিষয়ে তিনি চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে মুজিবরের কাছ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি। তবে, মুজিবরের পরিবারের দাবি তাঁদের ছেলেকে ফাঁসানো হচ্ছে। তাঁদের ছেলে জানত না যে, এই মেয়ের বিয়ে হয়েছে। অল্প কিছুদিন ধরে তাঁদের ছেলের সাথে রুকমা (নাম পরিবর্তিত)’র প্রেম ভালোবাসা গড়ে উঠেছিল। উল্টে তাঁদের ছেলের কাছ থেকে রুকমা (নাম পরিবর্তিত) অনেক টাকা নিয়েছে বলে অভিযোগ। পুলিশের পক্ষ থেকে বিষয়টি মেটানোর জন্য হস্তক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে।

মীমাংসার চেষ্টায় পুলিশ :

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

1 week ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago